অনেকে বলত এই পিচ্চি কি করবে -শাবনূর
শাবনূর বিরতী শেষে অভিনয়ে ফিরছেন। খুব শিঘ্রই ‘রঙ্গণা’ সিনেমার মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন। দীর্ঘসময় পর অভিনয়ে ফেরাকালীণ শাবনূর তার ক্যারিয়ারের শুরুর স্মৃতিকথা সাংবাদিকদের সামনে সংক্ষেপে তুলে ধরেন। শাবনূর বলেন, অনেকে হয়ত জানে না, আমি ক্লাস এইট থেকে নাইনে উঠিনি। তখন থেকেই আমি পুরোপুরি নায়িকা। একেবারে ছোটবেলায় সিনেমায় আমার হাতেখড়ি। এত ছোট ছিলাম যে, নির্মাতারা আমাকে মুখে তুলে ভাত খাইয়েছেন।...