ভালবাসা দিবসে ন্যানসি ও হৃদয় খানের রোমান্টিক গান
ভালোবাসা দিবস উপলক্ষে দেশের দুই শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যানসি ও হৃদয় খান দ্বৈতভাবে একটি গান প্রকাশ করতে যাচ্ছেন। গানটির শিরোনাম ‘আলিঙ্গন’। শফিক তুহিনের কথায় এর সুর ও সঙ্গীত করেছেন হৃদয় খান। রোমান্টিক ঘরানার গানটি হৃদয় খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভালোবাসা দিবসে প্রকাশ করা হবে। ন্যানসি বলেন, অনেক দিন পর একটা সফট রোমান্টিক গানে কণ্ঠ দিলাম। শফিক তুহিন ভাই সবসময় ভালো লেখেন।...