অভিমান ভেঙে সালমান খানের সিনেমায় গাইলেন অরিজিৎ
সালমান-অরিজিতের বিবাদের কথা কারও অজানা না। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ অরিজৎকে ভাইজানের বাড়ি যেতে দেখা যায়। এরপরই গুঞ্জন ওঠে, বিবাদ মিটেছে তাদের। তবে শুধু বিবাদ মিটিয়েই বসে নেই তারা। সালমানের বহুল আলোচিত ‘টাইগার থ্রি’-এর গানে কণ্ঠও দিয়েছেন অরিজিৎ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, ‘টাইগার থ্রি’ সিনেমায় ‘লেকে প্রভু কা নাম’ গানটি শোনা যাবে অরিজিৎ সিংয়ের কণ্ঠে।...