হাসপাতালে ভর্তি আরিফিন শুভ, আজ অপারেশন
সময়টা বেশ ভালো যাচ্ছে আরিফিন শুভর। গত ১৩ অক্টোবর মুক্তি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন শুভ। তাই ছবিটি প্রেক্ষাগৃহে আসার পর থেকেই ব্যস্ততায় সময় কাটছে তার। তবে এবার ব্যস্ততাকে ছুটি দিতে হলো শুভকে। বেছে নিতে হলো হাসপাতালের বিছানা। তার জরুরী একটি অপারেশন করাতে হবে। সামাজিক মাধ্যমে এ খবর শুভ নিজেই জানিয়েছেন।
আরিফিন...