ইমরান খানকে সঙ্কটজনক অবস্থায় রাখা হয়েছে: আইনজীবী
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আইনজীবী, নাঈম হায়দার পাঞ্জোথা সোমবার দাবি করেছেন যে, পিটিআই প্রধান - যিনি বর্তমানে একটি দুর্নীতির মামলায় অ্যাটক কারাগারে বন্দী রয়েছেন- তাকে ‘দুঃখজনক পরিস্থিতিতে’ রাখা হয়েছে এবং ‘সি-ক্লাস জেল সুবিধা’ প্রদান করা হয়েছে, যেখানে সাধারণ আসামীদের রাখা হয়।
৫ আগস্ট, ইসলামাবাদের একটি ট্রায়াল কোর্ট ইমরান খানকে রাষ্ট্রীয় উপহারের বিবরণ গোপন করার একটি মামলায় ‘দুর্নীতির’ জন্য দোষী ঘোষণা...