কারাগারে ইমরানের সঙ্গী একটি ফ্যান, বিছানা, টয়লেট, নেই এসি
পাকিস্তানে সবচেয়ে কুখ্যাত হিসেবে পরিচিত পাঞ্জাবের অ্যাটক কারাগার। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর সেখানে রাখা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এই কারাগারে প্রথম তাকেই রাখা হয়েছে। কারাগারের একজন কর্মকর্তা অনলাইন ডনকে বলেছেন, ইমরান খানকে রাখা হয়েছে একটি ভিভিআইপি সেলে। সেখানে কোনো শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ব্যবস্থা নেই। আছে একটি ফ্যান, একটি বিছানা ও একটি টয়লেট। এ খবর দিযেছে অনলাইন ডন।
ক্ষমতায় থাকাকালে...