‘প্রতিটি টানেই বিষ’, এবার প্রত্যেকটি সিগারেটের জন্য ছাপা হবে সতর্কবার্তা
প্রতিটি টানেই বিষ। ধূমপান ক্যানসারের কারণ। সিগারেটের প্যাকেটে এই কথা প্রত্যেকেই দেখতে পান। এবার একটি সিগারেটের গায়েও লেখা হবে স্বাস্থ্য সংক্রান্ত সতর্কবাণী। ঐতিহাসিক এই সিদ্ধান্ত নিল কানাডার সরকার। ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে উপলক্ষে এই সিদ্ধান্ত প্রকাশ করেছেন কানাডার স্বাস্থ্যমন্ত্রী ক্যারোলিন বেনেট। প্রসঙ্গত, বিশ্বের একমাত্র দেশ হিসাবে প্রত্যেক সিগারেটে সতর্কবার্তা ছাপতে চলেছে কানাডা।
দেশের যুবসমাজের মধ্যে ধূমপানের আসক্তি কমাতেই এই উদ্যোগ নিয়েছে...