চীনের অভিজাত পারমাণবিক বাহিনীর নেতৃত্বে পরিবর্তন
০২ আগস্ট ২০২৩, ০৮:০২ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
পারমাণবিক অস্ত্র পরিচালনাকারী অভিজাত ইউনিটের দুই শীর্ষ কর্মকর্তাকে পরিবর্তন করেছে চীন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুদ্ধি অভিযানের অংশ হিসেবে তাদের পরিবর্তন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে। জেনারেল লি ইউচাও যিনি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্স ইউনিটের প্রধান ছিলেন। তিনি ও তার বাহিনীর উপপ্রধান কয়েক মাস ধরে ‘নিখোঁজ’ ছিলেন। এদের দুজনের পরিবর্তে নৌবাহিনীর সাবেক উপ-প্রধান ওয়াং হাউবিন এবং ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জু শিশেংকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রায় এক দশকের মধ্যে বেইজিংয়ের সামরিক নেতৃত্বে এটিই সবচেয়ে বড় অপরিকল্পিত পরিবর্তন। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তা ফেলো লাইল মরিস বলেন, ‘সর্বশেষ শুদ্ধিকরণ তাৎপর্যপূর্ণ... (যেহেতু) চীন কয়েক দশকের মধ্যে পারমাণবিক কৌশলের সবচেয়ে বড় পরিবর্তনের একটি গ্রহণ করছে। (প্রেসিডেন্ট) শি নজিরবিহীন উপায়ে পিএলএ-এর নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত করেছেন, কিন্তু এর অর্থ এই নয় যে পুরোটাই। শি এখনও উচ্চপদে দুর্নীতি নিয়ে চিন্তিত এবং ইঙ্গিত দিয়েছেন যে (দলের) প্রতি নিরঙ্কুশ আনুগত্য এখনও অর্জিত হয়নি।’ প্রেসিডেন্ট শি জিনপিং চীনের শীর্ষ সামরিক কমান্ড- সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যানও। চীনের সরকরি সংবাদমাধ্যম জানিয়েছে, গত মাসের শেষের দিকে একটি বৈঠকে শি জিনপিং ‘দলের সব স্তরের সংগঠনগুলোর মুখোমুখি হওয়া উল্লেখযোগ্য সমস্যাগুলোর সমাধান করার জন্য, সামরিক বাহিনীতে দলের নিরঙ্কুশ নেতৃত্ব বজায় রাখার মতো দিকগুলোতে’ নজর দেয়ার ওপর জোর দিয়েছিলেন।’ অপরদিকে, চীনে টানা বর্ষণে পূর্বের রেকর্ড ভেঙেছে। রাজধানী বেইজিংয়ের উপকণ্ঠে গত শনি থেকে বুধবার সকাল পর্যন্ত অতিবৃষ্টিতে তলিয়ে গেছে অনেক জায়গা। এ সময় ৭৪৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। যা ১৮৯১ সালের পর সর্বোচ্চ। ৪০ ঘণ্টায় যে বৃষ্টি হয়েছে তা গত জুলাইয়ের গড় বৃষ্টিপাতের কাছাকাছি বলা হচ্ছে। গত সপ্তাহে শক্তিশালী টাইফুন ডাকসুরির আঘাতের পর থেকেই কখনও ভারী কখনও মাঝারি বৃষ্টি হচ্ছে চীনের অনেক জায়গায়। গত সপ্তাহে দক্ষিণ ফুজিয়ান প্রদেশে আঘাত হানে টাইফুন। এতে প্রবল বর্ষণে নদ-নদীর পানির উচ্চতা বেড়ে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের পথ-ঘাট। বেইজিংয়ের আশেপাশে বৃষ্টিতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ২৭ জন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানা গেছে, রাজধানী ও হেবেই প্রদেশে প্রায় ১০ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির মাত্রা কমিয়ে আনার পাশাপাশি দুর্যোগকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ১৯৯৮ সালে ভয়াবহ বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছিল চীন। সেই বার বন্যায় ৪ লাখ লোকের মৃত্যু হয়। আশ্রয়হীন হয়ে পড়েন কমপক্ষে দেড়কোটি মানুষ। ২০২১ সালের বন্যায় ৩০০ জনের বেশি মৃত্যু হয়।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত