কওমি মাদরাসার সিলেবাস নিয়ে নাক গলাবে না রাজ্য সরকার : মমতা ব্যানার্জি
০৩ আগস্ট ২০২৩, ০৮:২৭ এএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ০৮:২৭ এএম
কওমি মাদরাসা নিয়ে নানা সময়ে নানা ধরনের অভিযোগ উঠেছে। অনুমোদনহীন এই মাদরাসাগুলো কেন বন্ধ করা হয় না, তা নিয়েও নানা মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে বারবার। সেই বাম আমল থেকেই এই মাদরাসা নিয়ে নানা কথা ওঠে। তবে এবার এ নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কার্যত রাজ্যের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমরা জানি এই মাদরাসাগুলোতে ধর্মীয় শিক্ষা দেয়া হয়। কিছু ইসলামিক প্রতিষ্ঠানের গাইডলাইন মেনে চলে। আমরা তাদের সিলেবাস বা শিক্ষার পদ্ধতি নিয়ে কোনো হস্তক্ষেপ করব না। আমাদের এ নিয়ে স্টাডি করতে হবে। তারপর তাদের বলা হবে, তারা সরকারের অনুমোদন চান কি না। হয়তো কিছু মাদরাসা এটা চাইবেন। কিছু হয়তো চাইবেন না। অনুমোদিত কওমি মাদরাসার পড়ুয়ারা বিনা পয়সায় সাইকেল, ট্যাবলেট, স্কলারশিপ সব পাবে। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় তারা এসব পাবে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে এ দিন মুখ্যমন্ত্রী ওই অনুমোদনহীন কওমি মাদরাসাগুলোকে সরকারি খাতায় অনুমোদন দেয়া হতে পারে বলে জানিয়েছেন। তবে এটা একেবারেই চাপিয়ে দেয়া নয়। সবটাই নির্ভর করছে সেই মাদরাসার উপর। আর সেই অনুমোদন পাওয়ার পরে সেই মাদরাসাগুলোর পড়ুয়ারা সরকারি সাইকেল, ট্যাবলেট সব পাবে।
একইসাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মাদরাসায় যারা পড়াশোনা করেন তারা অনেক সময় সরকারি সুবিধা পান না। সেজন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই জন্য় কমিটি তৈরির কথাও জানিয়েছেন তিনি। বিশিষ্ট শিক্ষাবিদরাও সেই কমিটিতে থাকবেন।
অগাস্টের প্রথমেই বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সংখ্যালঘুদের পড়াশোনায় আরো উন্নয়নের লক্ষ্যে মাদরাসাগুলোর জন্য বাজেট কয়েক গুণ বাড়ানো হয়েছে। তাছাড়া বাইরে পড়ার জন্য ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হচ্ছে। সংখ্যালঘুদের জন্য স্কলারশিপের ক্ষেত্রে দেশের মধ্যে এক নম্বরে রয়েছে পশ্চিমবাংলা। এ প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করে তিনি জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার বাংলা ছাত্র-ছাত্রীদের বঞ্চনা করছে। তবে রাজ্য সরকার ৪৫ লাখ ছাত্র-ছাত্রীকে স্কলারশিপ দিচ্ছে।
এ দিন বিধানসভায় এই প্রসঙ্গে জানাতে গিয়ে তিনি সংখ্যালঘুদের জন্য অন্য কোনো খাতে কত খরচ করা হয়েছে, সেই তালিকা তুলে ধরার পাশাপাশি জানান, সংখ্যালঘুদের জন্য অনেক কাজ চলছে। তিনি বলেন, অনেক সংখ্যালঘু ছেলে-মেয়ে আইএএস আইপিএস হচ্ছেন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত