খাবারের বদলে ন্যাপকিন
উত্তর আয়ারল্যান্ডের ডেরি অঞ্চলের বাসিন্দা মার্টিন হোমসের সঙ্গে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। বিখ্যাত এক রেস্তরাঁয় সপরিবারে খেতে গিয়েছিলেন তিনি। পৃথিবী জুড়েই একাধিক শাখা ছড়িয়ে রয়েছে এ নামী রেস্তরাঁটির। কিন্তু এক্ষেত্রে তারা যা করেছে, তাকে অপেশাদারির চরম নিদর্শনই বলতে হয়। সকলের পছন্দমতো অর্ডার পেশ করার পরে খাবারের প্যাকেটগুলো নিতে যান ওই ব্যক্তি। তার সাত বছরের ছেলের অর্ডার ছিল একটি চিকেন র্যাপ।...