এক আম ২৪৭৩৫ টাকা
এক কেজি বা দু’কেজি নয়। না, এক পাল্লাও নয়। মাত্র একটি আমের দাম ২৪ হাজার ৭৩৫ টাকা। বিশ্বাস হচ্ছে না? না হবারই কথা। কিন্তু খবরটা একেবারে সত্য। জাপানের হিরোউকি নাকাগাওয়া মাত্র একটি আম বিক্রি করেন ২৩০ ডলারে। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৪,৭৩৫ টাকা। এর মধ্য দিয়ে তার উৎপাদিত আম বিশ্বের সবচেয়ে দামী আমে পরিণত হয়েছে।
কেন একটি আমের এত দাম? এ...