৭৯ বছরে বাবা
৭৯ বছর বয়সে সপ্তম সন্তানের বাবা হলেন অস্কার জয়ী মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরো। কানাডিয়ান সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট টুনাইট কানাডা ডটকমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন বরেণ্য এই অভিনেতা। রবার্ট ডি নিরোর পরবর্তী সিনেমা ‘অ্যাবাউট মাই ফাদার’। সিনেমাটির প্রচারের অংশ হিসেবে এই সাক্ষাৎকার দেন তিনি। এসময় সঞ্চালক বলেন, ‘আমি জানি আপনার ৬ সন্তান।’ এ বক্তব্য সংশোধন করে দিয়ে রবার্ট ডি নিরো...