বুদ্ধিমত্তায় আইনস্টাইনকে টপকাল অটিস্টিক বালিকা!
বয়স তার মাত্র ১১। অথচ বুদ্ধি এবং মেধার বিচারে সে ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে আইনস্টাইনকেও। মেক্সিকোর বিস্ময় বালিকা আধারা পেরেজ স্যাঞ্চেজের আইকিউ স্কোর ১৬২, যা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের থেকেও বেশি।
আধারা অটিজম আক্রান্ত। তবে এই ব্যাধি তার বুদ্ধিমত্তায় কোনও বাধা তৈরি করতে পারেনি। সিএনসিআই বিশ্ববিদ্যালয় থেকে সিস্টেমস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক আধারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়েরও ডিগ্রিধারী। বিরল প্রতিভাধর এই বালিকা শীঘ্রই ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রিও অর্জন...