নামাজ অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে-২

Daily Inqilab আহমাদুল্লাহ বিন রুহুল আমিন

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫ এএম

প্রকৃত অর্থেই নামাজ মুসল্লিকে অন্যায় ও অশোভন কাজ থেকে বিরত রাখে। কিন্তু তা কখন? এ ঘোষণার চূড়ান্ত ফল লাভ করার জন্য কোনো শর্ত রয়েছে কি না? এক্ষেত্রে মুসল্লিরও কিছু করণীয় ও বর্জনীয় আছে কি না? এটা অবশ্যই যথার্থ ও যুক্তিসঙ্গত প্রশ্ন। অনেক আয়াত ও হাদিস থেকেই এ প্রশ্নের জবাব পাওয়া যায়। এখানে শুধু একটি আয়াত ও একটি হাদিস উল্লেখ করা হচ্ছে। আল্লাহপাক কুরআন মাজীদে ইরশাদ করেছেনÑ ‘দুর্ভোগ ওই সব মুসল্লির, যারা তাদের নামাজ থেকে উদাসীন। যারা শুধু (মানুষদের) দেখানোর জন্য নামাজ আদায় করে। (সূরা মাউনÑ৪-৫)

অতএব স্পষ্ট যে, মুসল্লি মাত্রই সালাতের এই মহা সুফল লাভ করবে, বিষয়টি এমন নয়। সালাতের মধ্যে উদাসীনতা মুসল্লির জন্য সুফল নয়; বরং কুফল বয়ে আনে। রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরয করেছেন। যে ব্যক্তি উত্তমরূপে অযু করবে এবং যথাসময়ে নামাজ আদায় করবে- এভাবে যে, রুকু-সিজদা ও খুশূ পূর্ণরূপে সম্পাদন করবে, তার জন্য আল্লাহপাক ক্ষমার (অন্য বর্ণনায়, জান্নাতের) প্রতিশ্রুতি দিয়েছেন। আর যে ব্যক্তি (এসব) করবে না তার জন্য আল্লাহর পক্ষ হতে কোনো প্রতিশ্রুতি নেই। ইচ্ছা হলে মাফ করবেন নতুবা শাস্তি দিবেন। (মুসনাদে আহমাদ-২২৭০৪)

নবীজীর এই পবিত্র ইরশাদ থেকে বোঝা যায়, সালাতের মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে একটি ‘আহ্দ’ বা চুক্তি সম্পাদিত হয়। আর সে চুক্তিটি একটু বিস্তর। এর জন্য কিছু অপরিহার্য শর্ত রয়েছে, যার অন্যতম হলো, সালাতে খুশূ-খুযূ অবলম্বন করা এবং রুকু-সিজদা ধীরস্থির ও যথাযথভাবে সম্পাদন করা।

মূলত নামাজের গুণগত মান হিসেবেই তা মুসল্লিকে পাপাচার ও অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই বান্দা নামাজ সম্পন্ন করে আর তার জন্য লেখা হয় নামাজের দশ ভাগের এক ভাগ (প্রতিদান) অথবা নয় ভাগের এক ভাগ অথবা আট ভাগের এক ভাগ, সাত ভাগের এক ভাগ, ছয় ভাগের এক ভাগ, পাঁচ ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ অথবা সে পায় নামাজের অর্ধেক (প্রতিদান)। এক বর্ণনায় এসেছে অথবা সে পায় নামাজের পূর্ণ প্রতিদান ও সুফল। (মুসনাদে আহমাদ-১৮৮৯৪)
অর্থাৎ যদি নামাজটি আদায় করা হয় পূর্ণ খুশূ-খুযূর (হৃদয়ের একাগ্রতা ও অঙ্গ-প্রতঙ্গের স্থিরতার) সাথে এবং তিলাওয়াত ও তাসবীহসমূহও পাঠ করা হয় যথাযথভাবে। ফরয, ওয়াজিব, সুন্নত ও আদবসমূহও সম্পাদন করা হয় উত্তমরূপে। তবে সেই মুসল্লিকে আখিরাতে পূর্ণ প্রতিদান ও সওয়াব দান করা হবে এবং দুনিয়াতে তা মুসল্লিকে মন্দ ও অশোভন কাজ থেকে ফিরিয়ে রাখবে। পক্ষান্তরে, যে নামাজ হয় অন্তঃসারশূন্য আনুষ্ঠানিকতা, যা সীমাবদ্ধ থাকে নিছক অঙ্গ-প্রতঙ্গ সঞ্চালনের মধ্যে, যাতে রুকু-সিজদা, কিরাত-কিয়াম যথাযথভাবে সম্পাদন করা হয় না সেই নামাজ কীভাবে মুসল্লিকে অন্যায় ও অশোভন কাজ থেকে বাঁচাবে? তার নামাজ তো তাকে নামাজরত অবস্থাতেই অশোভন কাজ ও চিন্তা থেকে ফিরাতে পারছে না।

আল্লাহপাক ইরশাদ করেছেন, ‘সফলকাম সেসব মুমিন, যারা সালাতে খুশূ-খুযূ অবলম্বন করে।’ (সূরা মুমিনূনÑ১-২) মুহাম্মাদ (সা.) ও তাঁর সাহাবীদের পরিচয় দিতে গিয়ে অন্যত্র ইরশাদ হয়েছে, ‘তাদের লক্ষণ তাদের মুখম-লে সিজদার প্রভাব পরিস্ফুট থাকবে।’ (সূরা ফাতহ-২৯) এই আয়াতের ব্যাখ্যায় হযরত মুজাহিদ (রাহ.) থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেন, এখানে কপালে সেজদার দাগ উদ্দেশ্য নয়; উদ্দেশ্য হলো, ‘খুশূ’। (ওয়াকী ইবনুল যারাহ, আয্যুহদ-২/৫৯৮Ñ৩২৭)

আল্লামা আলূসী (রাহ.) বলেন, ‘খুশূ’ হলো, অন্তরের ভয় এবং অঙ্গ-প্রত্যঙ্গের স্থিরতার সাথে চূড়ান্ত পর্যায়ের বিনয় প্রকাশ করা। (রূহুল মাআনী-৯/২৭৫) প্রখ্যাত মুফাসসীর হাফেয ইবনে কাসীর (রাহ.) বলেন, সালাতে খুশূ-খুযূর দৌলত তাঁরই হাছিল হয়, যে নিজের অন্তরকে সবকিছু থেকে ফিরিয়ে শুধু নামাজের মধ্যেই নিবিষ্ট রাখে। (তাফসীরে ইবনে কাছীর-৩/২৯৫)

যখন কেউ এমন খুশূ-এর সাথে নামাজ আদায় করে তখনই নামাজ তার চক্ষু শীতল করে, অন্তরের প্রশান্তির কারণ হয়। যেমনটি নবীজী (সা.) হাদিসে ইরশাদ করেছেন, নামাজেই দান করা হয়েছে আমার চক্ষুর শীতলতা। (মুসনাদে আহমাদ-১২২৯৩) প্রসিদ্ধ হাদিস ‘হাদিসে জিবরীল’-এ সব ইবাদতের একটি মূলনীতি বর্ণনা করা হয়েছে। তাতে ফুটে উঠেছে খুশূ-খুযূর চূড়ান্ত রূপ, ইহসান হচ্ছে, আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি তাঁকে দেখছ। আর তুমি তাঁকে না দেখলেও তিনি তো (অবশ্যই) তোমাকে দেখছেন। (সহিহ বুখারী-৫০)

এই হাদিসের মূল কথাও ‘খুশূ’। সুতরাং কথা এটাই যে, নামাজের চূড়ান্ত সুফল অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই সালাতে খুশূ-খুযূ অবলম্বন করতে হবে। খুশূ-খুযূ ওয়ালা নামাযই মুমিনকে সব অন্যায়-অনাচার, অপকর্ম-অশ্লীলতা থেকে বিরত রাখে।


বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

দেশ ও দেশবাসীর কল্যাণকামিতা
ইসলামে এসো, শান্তি ও নিরাপত্তা লাভ করবে
নিরাশা নয় আল্লাহর রহমতের প্রত্যাশা মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন-২
নিরাশা নয়, আল্লাহর রহমতের প্রত্যাশা মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন-১
পিতার কর্তব্য সন্তানকে সময় ও সঙ্গদান-৩
আরও
X

আরও পড়ুন

গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় ‘মার্চ ফর গাজা’, নিরাপত্তার বলয়ে সমাবেশস্থল

গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় ‘মার্চ ফর গাজা’, নিরাপত্তার বলয়ে সমাবেশস্থল

'বরবাদ' ছবি কীভাবে প্রদর্শনের অনুমতি পায়?

'বরবাদ' ছবি কীভাবে প্রদর্শনের অনুমতি পায়?

‘স্যার’ হচ্ছেন জেমস অ্যান্ডারসন

‘স্যার’ হচ্ছেন জেমস অ্যান্ডারসন

'মার্চ ফর গাজা'‌ কর্মসূচিতে ঢুকে নাশকতা চালাতে পারে আ'লীগ, গোয়েন্দা তথ্যে আশঙ্কা

'মার্চ ফর গাজা'‌ কর্মসূচিতে ঢুকে নাশকতা চালাতে পারে আ'লীগ, গোয়েন্দা তথ্যে আশঙ্কা

স্ত্রী চলে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী, ভিডিও ভাইরাল

স্ত্রী চলে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী, ভিডিও ভাইরাল

ইসরায়েলি পণ্য বয়কটের ডাক মালদ্বীপের ৫৪টি সংগঠনের

ইসরায়েলি পণ্য বয়কটের ডাক মালদ্বীপের ৫৪টি সংগঠনের

চারুকলায় আগুনে পুড়ল আনন্দ শোভাযাত্রার জন্য বানানো  ফ্যাসিস্ট হাসিনার মোটিফ

চারুকলায় আগুনে পুড়ল আনন্দ শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিস্ট হাসিনার মোটিফ

চেন্নাইকে লজ্জার রেকর্ড উপহার দিল কলকাতা

চেন্নাইকে লজ্জার রেকর্ড উপহার দিল কলকাতা

গাজার মানুষ না খেয়ে আছে, চিকিৎসা পাচ্ছে না : ডব্লিউএইচও

গাজার মানুষ না খেয়ে আছে, চিকিৎসা পাচ্ছে না : ডব্লিউএইচও

ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে গৃহস্থালি পানির বিধিনিষেধ বাতিল

ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে গৃহস্থালি পানির বিধিনিষেধ বাতিল

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ২৮ বস্তা টাকা

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ২৮ বস্তা টাকা

‘মার্চ ফর গাজা’র জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী, লাখো মানুষের ঢলের অপেক্ষা

‘মার্চ ফর গাজা’র জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী, লাখো মানুষের ঢলের অপেক্ষা

গাজা-সিরিয়ায় ইসরাইলের আক্রমণ নিয়ে এরদোগানের সতর্কবার্তা

গাজা-সিরিয়ায় ইসরাইলের আক্রমণ নিয়ে এরদোগানের সতর্কবার্তা

বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে উত্তাল ভারতের মুর্শিদাবাদ

বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে উত্তাল ভারতের মুর্শিদাবাদ

এশিয়ার তিন দেশ সফর করবেন শি জিনপিং

এশিয়ার তিন দেশ সফর করবেন শি জিনপিং

জুলাই গণঅভ্যুত্থান উজ্জীবিত আশার প্রতীক: মেক্সিকোতে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিক

জুলাই গণঅভ্যুত্থান উজ্জীবিত আশার প্রতীক: মেক্সিকোতে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিক

গাজা ‘পৃথিবীর দোযখে’ পরিণত হয়েছে, সংকট চরমে

গাজা ‘পৃথিবীর দোযখে’ পরিণত হয়েছে, সংকট চরমে

উত্তাল কলকাতা, মোদি-অমিত শাহের কুশপুত্তলিকা দাহ

উত্তাল কলকাতা, মোদি-অমিত শাহের কুশপুত্তলিকা দাহ

হার দিয়ে পিএসএল শুরু রিশাদের দলের

হার দিয়ে পিএসএল শুরু রিশাদের দলের

শেরাটন ভবনের মালিকানা বিতর্কের অবসান, হিস্যা বুঝে নিল ডিএনসিসি

শেরাটন ভবনের মালিকানা বিতর্কের অবসান, হিস্যা বুঝে নিল ডিএনসিসি