একনজরে একজন মুসলিম-১
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১ এএম

একজন আদর্শ মুসলিমের দিন-রাত কেমন হবে? কেমন হবে তার সকাল-সন্ধ্যা? কেমন হবে তার ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রিক জীবন? একজন মুসলিমের আচরণ তার প্রভুর সাথে কেমন হবে? নিজের সাথে কেমন হবে? মা-বাবার সাথে, সন্তানদের সাথে, স্ত্রীর সাথে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সাথে কেমন হবে? কেমন আচরণ হবে ভাইবোন ও বন্ধু-বান্ধবের সাথে? কুরআন-সুন্নায় এসব বিষয়ে যে দিক-নির্দেশনা রয়েছে, সংক্ষিপ্ত আকারে কিছু পেশ করা হলো। যদি মাঝে মধ্যে নিজের অবস্থাকে সেই আলোকে মিলিয়ে দেখতে থাকি তাহলে আস্তে আস্তে হয়তো আমিও একজন আদর্শ মুসলিম হিসেবে নিজেকে গড়ে তুলতে পারব ইনশা-আল্লাহ।
আদর্শ মুসলিম আল্লাহর সাথে কেমন আচরণ করবে। আল্লাহর প্রতি পূর্ণ ঈমান থাকবে এবং ঈমানের দাবিসমূহ আদায় করবে। আল্লাহর প্রতি গভীর ভালোবাসা থাকবে এবং ভালোবাসার দাবিসমূহ পালন করবে। আল্লাহর আদেশের সামনে সর্বদা শির নত করে দেবে। আল্লাহর রেযা ও সন্তুষ্টিই হবে তার জীবনের একমাত্র চাওয়া-পাওয়া। তাকদিরের উপর রাজি খুশি থাকবে। কোনো গোনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ইস্তিগফার ও তাওবা করবে। ফরজ ইবাদতসমূহ যথাযথভাবে আদায় করবে। আল্লাহর সব বিধানকে শিরোধার্য করবে। ফরজ নামাজের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেবে। নফল আদায়েও যতœবান হবে।
রমজানের রোজা রাখবে। ইতিকাফ করার চেষ্টা করবে। বছরের অন্যান্য নফল রোজার ফজিলত লাভেও সচেষ্ট হবে। হজ ফরজ হলে হজ করবে। আল্লাহ তাওফিক দিলে উমরাহও করবে। আল্লাহ নিসাব পরিমাণ সম্পদের মালিক বানালে যথাযথ হিসাব করে জাকাত দেবে। সাধ্যমতো নফল সদকা করবে; দ্বীনের নুসরতে সম্পদ ব্যয় করবে। অভাবীর পাশে দাঁড়াবে। কুরআনের সাথে ইলমি ও আমলি সম্পর্ক মজবুত করবে। অধিক পরিমাণে কুরআন তিলাওয়াত করবে। কুরআনের বিধি-বিধানকে নিজের জীবনে শিরোধার্য করবে। আল্লাহ যেসব কাজ পছন্দ করেন তা করার চেষ্টা করবে। আল্লাহ যেসব কাজ অপছন্দ করেন তা থেকে বিরত থাকবে। জীবনের প্রতিটি কাজে আল্লাহর রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবে।
নিজের সাথে কেমন আচরণ করবে। নিজের ক্ষেত্রেও একজন আদর্শ মুসলিমের অবস্থান হবে খুবই ভারসাম্যপূর্ণ। সে জানে, তার উপর তার শরীরের হক রয়েছে। তাই নিজের শরীরের উপর সে জুলুম করে না। পানাহারের ক্ষেত্রে মান ও পরিমাণ রক্ষা করে। বিশ্রামকে পরিশ্রমের অংশ মনে করে। রাতে তাহাজ্জুদ আদায় করে যেমন সওয়াবের আশা করে তেমনি ঘুমিয়েও সওয়াবের আশা রাখে। নিয়মিত শরীর চর্চা করতে অলসতা করে না। যত ব্যস্ততাই থাকুক তার পোশাক-পরিচ্ছদ থাকে পরিচ্ছন্ন ও পরিপাটি। তার শরীর, পায়ের পাতা, নখ, চুল ও দাড়ি থাকে বিন্যস্ত।
শুধু শরীরই নয়, সে তার মেধা ও মননেরও যতœ নেয়। প্রতিনিয়ত একটু একটু করে জ্ঞানার্জন করতে থাকে। যে বিষয়ে তার বিশেষ পড়াশোনা সে বিষয়ে সবচেয়ে বেশি মনোযোগ দেয়। তারপর সময় সুযোগ মতো অন্যান্য বিষয়েও জ্ঞানার্জন করতে থাকে। নিজের সময় ও সমাজ সম্পর্কে তার থাকে পরিষ্কার ধারণা। যেভাবে মেধা ও মননের বিকাশের জন্য সে পরিশ্রম করে, তেমনি তার রুহেরও খোরাক জোগানোর চেষ্টা করে। নিজের অন্তরাত্মাকে সব ধরনের কলুষ থেকে মুক্ত রাখে। নিয়মিত তিলাওয়াত করে। সকাল-সন্ধ্যা জিকির করে। জায়গামতো মাসনুন দোয়া পাঠ করে। সৎ লোকের সঙ্গ অবলম্বন করে। নেককারদের মজলিসে যাতায়াত করে।
মা-বাবার সাথে আচরণ। একজন আদর্শ মুসলিম তার মা-বাবার প্রতি অন্তরের অন্তঃস্তল থেকে গভীর ভক্তি-শ্রদ্ধা পোষণ করে। তাদের হক আদায়ে যতœবান হয়। মা-বাবা যদি অমুসলিমও হয় তারপরও তাদের সাথে সদ্ব্যবহারে ত্রুটি করে না। মা-বাবার সামনে উঁচু আওয়াজে কথা বলে না। তাদের সাথে কোমল ভাষায় কথা বলে, ন¤্র আচরণ করে। তাদের খেদমত করে। যখন একসাথে হাঁটে তখন বাবার পেছনে পেছনে হাঁটে। যখন বসে তখন বাবাকে আগে বসতে দেয়।
মা-বাবার বন্ধু-বান্ধবকেও শ্রদ্ধা করে। যখন মা-বাবা বার্ধক্যে উপনীত হন তখন তাদের সাথে সদ্ব্যবহারের প্রতি আরো বেশি যতœবান হয়। তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে : হে আল্লাহ, তুমি তাদেরকে দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে জনস্রোত

ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে কমপক্ষে ৫০০ শিশুকে হত্যা

গাজীপুরে কৃষকদল নেতা রাকিব মোল্লাকে কুপিয়ে হত্যা

মতলবে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ৯০০ ছাড়িয়েছে, গণহত্যা অব্যাহত

গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় ‘মার্চ ফর গাজা’, নিরাপত্তার বলয়ে সমাবেশস্থল

'বরবাদ' ছবি কীভাবে প্রদর্শনের অনুমতি পায়?

‘স্যার’ হচ্ছেন জেমস অ্যান্ডারসন

'মার্চ ফর গাজা' কর্মসূচিতে ঢুকে নাশকতা চালাতে পারে আ'লীগ, গোয়েন্দা তথ্যে আশঙ্কা

স্ত্রী চলে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী, ভিডিও ভাইরাল

ইসরায়েলি পণ্য বয়কটের ডাক মালদ্বীপের ৫৪টি সংগঠনের

ফ্যাসিস্টদের দোসররা পুড়িয়ে দিল খুনি হাসিনার মোটিফ

চেন্নাইকে লজ্জার রেকর্ড উপহার দিল কলকাতা

গাজার মানুষ না খেয়ে আছে, চিকিৎসা পাচ্ছে না : ডব্লিউএইচও

ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে গৃহস্থালি পানির বিধিনিষেধ বাতিল

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ২৮ বস্তা টাকা

‘মার্চ ফর গাজা’র জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী, লাখো মানুষের ঢলের অপেক্ষা

গাজা-সিরিয়ায় ইসরাইলের আক্রমণ নিয়ে এরদোগানের সতর্কবার্তা

বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে উত্তাল ভারতের মুর্শিদাবাদ

এশিয়ার তিন দেশ সফর করবেন শি জিনপিং