মুক্তি ও স্বাধীনতার প্রকৃত পথ
মানুষ মুক্তি চায়, আবার বন্ধনও কামনা করে। স্বাধীনতা চায়, সমর্পিত হতেও পছন্দ করে। নিজের ইচ্ছায় চলতে চায় আবার অন্যের অনুসারীও হয়। শূন্যে উড়তে চায়, মাটিতে ফেরার জন্যও উন্মুখ হয়। দেহ আত্মার সমন্বয়ে গঠিত মানবের ঝোঁক ও প্রবণতা অতি বিচিত্র। সুতরাং মানুষ স্বাধীনতা-প্রবণ এ যেমন সত্য, মানুষ সমর্পণপ্রিয় এও মিথ্যা নয়। মানুষের সঠিক ও যথার্থ নির্দেশনার জন্য তাই প্রয়োজন স্বাধীনতা ও...