রমজান মু’মিনের জন্য গনিমতের মাস- জুমার খুৎবা পূর্ব বয়ান

Daily Inqilab শামসুল ইসলাম

১৪ মার্চ ২০২৫, ০৪:০৬ পিএম | আপডেট: ১৪ মার্চ ২০২৫, ০৪:০৬ পিএম

মাহে রমজান মু’মিনের জন্য গনিমতের মাস। রমজান ঈমানী সিফত মজবুত করার মাস। তাকওয়া অর্জন ও নেক আমলের মাস। মু’মিন বান্দারা পুরো বছরের ঈমানের বরকত অর্জন করেন রমজান মাসে। শুধু মুনাফেক ও পাপাচারদের রমজান মাস কোনো কাজে আসে না। রমজানের বরকত হাসিলের জন্য ঈমান জরুরি। রমজান মাসে মাগুরায় নিঃষ্পান আছিয়ার মর্মান্তি মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়া পাপিষ্টরা পবিত্র মাসকেও তোয়াক্কা করে না। এসব পাপিষ্টদের দ্রæত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ধরনের পাপীদের থেকে সমাজকে হেফাজত করতে হবে। সমাজের চারিত্রিক পবিত্রতা যাতে নষ্ট না হয় তার বিধান ইসলামী শরীয়তে দেয়া হয়েছে। সমাজকে কি ভাবে পাপাচার মুক্ত রাখা যায় ইসলামের শরীয়তে তার শিক্ষা দেয়া হয়েছে। আজ জুমার খুৎবা পূর্ব বয়ানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক এসব কথা বলেন। খতিব বলেন, যত ধরনের বেয়াপনা অশ্লীলতা আছে তা’ বন্ধ করতে পারলেই ধর্ষণের মতো পাপাচার বন্ধ হবে। যৌনাচারকে প্রমোট করার ট্রান্সজেন্ডারের দপ্তর ঢাকায় খুলতে দেয়া হবে না। খতিব বলেন, আল্লাহ ইরশাদ করেন হে নবী (সা.) আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞস করে আমাকে কিভাবে ডাকবে কম আওয়াজে চুপে চুপে আমাকে ডাকবে।

 

 

যে আমাকে ডাবকে আমি তার ডাকে সারা দিবো। আমার বান্দারাও যাতে আমার ডাকে সারা দেয়। খতিব বলেন, শয়তানের নফছের জন্য দোয়া করা যাবে না। দোয়া কবুলের শর্ত হালাল পানাহার করতে হবে। দোয়া করে হতাশ হওয়া যাবে না। ৪০ বছর পরেও দোয়া কবুল হতে পারে। হাশরের ময়দানেও দোয়ার ফযিলত আল্লাহ দিতে পারেন। আল্লাহ বলেন, যদি আমার ডাকে সারা দেও তাহলে হেদায়েতের ওপর থাকবে। আল্লাহ রোজাদারদের দোয়া ফেরৎ দেন না। ইফতারের পূর্ব মূহুর্তেও দোয়া কবুল হয়। মুসলিম উম্মাহ ও দেশের জন্য দোয়া করতে হবে। তিনি বলেন, রমজানেও ফিলিস্তিনীদের ওপর ইসরাইলি বর্বরতা চলছে। এ ক্ষেত্রে মুসলিম রাষ্ট্র প্রধানরা নীরব। জাতিসংঘ শুধু নামকাওয়াস্তে নিন্দা প্রস্তাবেই সীমাবদ্ধ থাকছে। আল্লাহ ফিলিস্তিনীদের হেফাজত করুন। খতিব বলেন, রমজানের আরেকটি বড় আমল হচ্ছে সদকা আদায় করা। তিনি বলেন, যাকাত কারো প্রতি এহেসান করা নয়। বড় লোকের সম্পদের মধ্যে গরীবের হক রয়েছে। যাকাতকে বোঝা মনে করা মোনাফেকের আলামত। কোরআন নাযিলের মাসকে কদর করতে হবে। খতিব বলেন নবী করীম (সা.) রমজানের শেষ দশ দিন মসজিদে ইত্তেকাফ করেছেন। পুরুষরা মসজিদে ইত্তেকাফ করবেন। আর মহিলারা ঘরের খাস কামরায় ইত্তেকাফ করবেন। রাসূল (সা.) বলেছেন, মহিলারা ঘরের ভেতরে ইত্তেকাফ ও নামাজ আদায় করবেন।

 

ঢাকার পার্শ্ববর্তী টঙ্গীর পূর্ব আরিচপুর সরকার বাড়ী ঈদগাহ মসজিদুল আকসার খতিব মাওলানা রিয়াদুল ইসলাম মল্লিক আজ জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, যাকাত’ ইসলামের অন্যতম একটি ফরয ইবাদত। ইসলামের পাঁচ স্তম্ভের একটি হল যাকাত। যাকাত আরবি শব্দ। এর আভিধানিক অর্থ কোনো বস্তুকে পরিশুদ্ধকরণ, প্রবৃদ্ধিকরণ, পবিত্র করা, পরিভাষায় : নেছাব পরিমাণ সম্পদের মালিক বছরান্তে শরীয়ত সম্মত মালের অংশ নির্ধারিত খাতে ব্যয় করাকে যাকাত বলে।

 

কুরআন মাজীদের অনেক আয়াতে নামাযের পাশাপাশি যাকাত আদায়ের আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ দুনিয়ায় মানুষ সৃষ্টি করেছেন তাদের মধ্যে কর্মে কে উত্তম তা পরীক্ষা করার জন্য, কখনো সম্পদ দিয়ে পরীক্ষা করেন আবার কখনো সম্পদ হরণ করে। আর মানুষের মধ্যে সম্পদের তারতম্য থাকা একটি স্বাভাবিক প্রক্রিয়া। এর মাধ্যমে সমাজের ভারসাম্য বজায় থাকে। আল্লাহ চাইলে সবাইকে ধনী বানাতে পারতেন বা গরিব বানাতে পারতেন। কিন্ত তখন আর ভারসাম্য রক্ষা হত না। তিনি একদিকে যেমন ধনীকে সম্পদ দিয়েছেন তেমনি তার সম্পদে গরিবের হকও নির্ধারণ করে দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘আর তাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে প্রার্থনাকারীর জন্য এবং বঞ্চিতদের জন্য।’ -সূরা মাআরিজ (৭০) যাকাত তো কেবল ফকির, মিসকিন, আমিলিন- যাকাত সংক্রান্ত কাজে নিযুক্ত ব্যক্তিবর্গের জন্য যাদের চিত্তাকর্ষণ প্রয়োজন তাদের জন্য, দাস-দাসী মুক্তির জন্য,ঋনগ্রস্থদেরজন্য,আল্লাহর পথে জিহাদ কারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এ হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। (সুরা তাওবা:৬০) যারা যাকাত আদায়ে উদাসীনতা দেখায় এবং কৃপণতা করে তাদের বিষয়ে কুরআনে কারীমে কঠিন হুমকি এসেছে। আল্লাহ তা‘আলা বলেন : আর যারা সোনা ও রূপা পুঞ্জীভ‚ত করে রাখে, আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও। যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে, অতঃপর তা দ্বারা তাদের কপালে, পার্শ্বে এবং পিঠে সেঁক দেওয়া হবে। (আর বলা হবে) ‘এটা তা-ই যা তোমরা নিজদের জন্য জমা করে রেখেছিলে। সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ কর, -সুরা তাওবাহ ৩৫,৩৬। রাসূলুল্লাহ (সা.) থেকে বর্ণিত’ ‘কিয়ামতের দিন তার সম্পদকে বিষধর সাপের আকৃতি দান করে তার গলায় পেচিয়ে দেওয়া হবে, সাপটি তার মুখের দুই পার্শ্ব কামড় দিয়ে বলতে থাকবে, আমি তোমার সম্পদ আমি তোমার জমাকৃত মাল -সহীহ বোখারী। যাকাত যাদের উপর ফরয : সুস্থ’ মস্তিষ্ক সম্পন্ন বালেগ পুরুষ-নারীর কাছে নিজের প্রয়োজনীয় আসবাব সামগ্রী, ব্যবহার্য দ্রব্যাদি ও বাসগৃহ ইত্যাদি ব্যতীত ঋণমুক্তভাবে যাকাতের নেসাব পরিমান সম্পদ থাকে অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ (৮৭.৪৮ গ্রাম) বা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য (৬১২.৩৬ গ্রাম) কিংবা সমপরিমাণ টাকা বা ব্যবসার মাল থাকে এবং তার উপর বছর অতিক্রান্ত হয় তাহলে উক্ত সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ শতকরা আড়াই পার্সেন্ট হারে যাকাত আদায় করা তার উপর ফরয। (আলমগীরী, শামী)। আল্লাহ মাহে রমজানের সবাইকে তাকওয়া অর্জনের তৌফিক দান করুন। আমিন।


বিভাগ : ইসলামী জীবন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আবু মা'শআর আল-বালখী; পারসিক মুসলিম জ্যোতিষী
কুরআনের মাস রমজান
মাহে রমজানে তাহাজ্জুদ নামাজ আদায়ের গুরুত্ব অপরিসীম
তাকওয়া অর্জন ও গুনাহ থেকে পরিত্রাণের মাস রমজান
কুরআনের মাসে হোক কুরআনপ্রীতি
আরও
X

আরও পড়ুন

সঙ্গে থাকা বাচ্চা মেরে কুকুরটি কামড়ালো বৃদ্ধ, শিশুসহ ছয়জনকে

সঙ্গে থাকা বাচ্চা মেরে কুকুরটি কামড়ালো বৃদ্ধ, শিশুসহ ছয়জনকে

তাহাজ্জুদ নামাজের পর বেতের পড়তে গিয়ে তাহাজ্জুদ বেতের দু’টোই মিস হয়ে যাওয়া প্রসঙ্গে।

তাহাজ্জুদ নামাজের পর বেতের পড়তে গিয়ে তাহাজ্জুদ বেতের দু’টোই মিস হয়ে যাওয়া প্রসঙ্গে।

গুলিস্তানে মার্কেট দখল করতে গিয়ে গ্রেফতার

গুলিস্তানে মার্কেট দখল করতে গিয়ে গ্রেফতার

জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা

জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা

ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘনিয়ে আসছে রাশিয়ার কুর্স্ক আক্রমণে ভরাডুবি কিয়েভের

ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘনিয়ে আসছে রাশিয়ার কুর্স্ক আক্রমণে ভরাডুবি কিয়েভের

ঢাকায় মার্কিন সিনেটর চার্লস পিটার্স

ঢাকায় মার্কিন সিনেটর চার্লস পিটার্স

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের স্থায়িত্ব নির্ভর করে বিচার বিভাগের ওপর

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের স্থায়িত্ব নির্ভর করে বিচার বিভাগের ওপর

ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ আজ?

ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ আজ?

ড. ইউনূস এর মতো সরকার প্রধান পাওয়া ভাগ্যের ব্যাপার :জামায়াত নেতা ড. ইকবাল

ড. ইউনূস এর মতো সরকার প্রধান পাওয়া ভাগ্যের ব্যাপার :জামায়াত নেতা ড. ইকবাল

ময়মনসিংহ প্রেসক্লাবের কমিটি কেনো অবৈধ ঘোষণা করা হবে না

ময়মনসিংহ প্রেসক্লাবের কমিটি কেনো অবৈধ ঘোষণা করা হবে না

কৃষি জমির মাটি কেটে নেওয়ার অপরাধে দুই ব্যক্তির কাছ থেকে ২ লাখ ৫০ টাকা জরিমানা

কৃষি জমির মাটি কেটে নেওয়ার অপরাধে দুই ব্যক্তির কাছ থেকে ২ লাখ ৫০ টাকা জরিমানা

প্রেষনে বিমান বাহিনী থেকে লোকবল নিয়োগ বাতিল সহ ৪ দফা দাবীতে সিলেটে বেবিচক কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ

প্রেষনে বিমান বাহিনী থেকে লোকবল নিয়োগ বাতিল সহ ৪ দফা দাবীতে সিলেটে বেবিচক কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ

নিষিদ্ধ সময়ে মেঘনায় অবাধে মাছ শিকার, নিয়ন্ত্রণে কমলনগরের দুই নেতা!

নিষিদ্ধ সময়ে মেঘনায় অবাধে মাছ শিকার, নিয়ন্ত্রণে কমলনগরের দুই নেতা!

ছাগলনাইয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের সংঘর্ষে ৫ জন আহত, পুড়িয়ে দেয়া হয়েছে চারটি মোটরসাইকেল

ছাগলনাইয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের সংঘর্ষে ৫ জন আহত, পুড়িয়ে দেয়া হয়েছে চারটি মোটরসাইকেল

বিএনপিকে আবার মিডিয়া ট্রায়ালে ফেলা হচ্ছে: তারেক রহমান

বিএনপিকে আবার মিডিয়া ট্রায়ালে ফেলা হচ্ছে: তারেক রহমান

পাঠদান পদ্ধতির আধুনিকায়ন জরুরি

পাঠদান পদ্ধতির আধুনিকায়ন জরুরি

পিলখানা ম্যাসাকার তদন্ত কমিশন : রিপোর্টের জন্য জনগণের রুদ্ধশ্বাস অপেক্ষা

পিলখানা ম্যাসাকার তদন্ত কমিশন : রিপোর্টের জন্য জনগণের রুদ্ধশ্বাস অপেক্ষা

অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করতে হবে

অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করতে হবে

শান্তিরক্ষীই যুদ্ধ

শান্তিরক্ষীই যুদ্ধ

পূর্ণ শক্তি

পূর্ণ শক্তি