রমজান মু’মিনের জন্য গনিমতের মাস- জুমার খুৎবা পূর্ব বয়ান
১৪ মার্চ ২০২৫, ০৪:০৬ পিএম | আপডেট: ১৪ মার্চ ২০২৫, ০৪:০৬ পিএম

মাহে রমজান মু’মিনের জন্য গনিমতের মাস। রমজান ঈমানী সিফত মজবুত করার মাস। তাকওয়া অর্জন ও নেক আমলের মাস। মু’মিন বান্দারা পুরো বছরের ঈমানের বরকত অর্জন করেন রমজান মাসে। শুধু মুনাফেক ও পাপাচারদের রমজান মাস কোনো কাজে আসে না। রমজানের বরকত হাসিলের জন্য ঈমান জরুরি। রমজান মাসে মাগুরায় নিঃষ্পান আছিয়ার মর্মান্তি মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়া পাপিষ্টরা পবিত্র মাসকেও তোয়াক্কা করে না। এসব পাপিষ্টদের দ্রæত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ধরনের পাপীদের থেকে সমাজকে হেফাজত করতে হবে। সমাজের চারিত্রিক পবিত্রতা যাতে নষ্ট না হয় তার বিধান ইসলামী শরীয়তে দেয়া হয়েছে। সমাজকে কি ভাবে পাপাচার মুক্ত রাখা যায় ইসলামের শরীয়তে তার শিক্ষা দেয়া হয়েছে। আজ জুমার খুৎবা পূর্ব বয়ানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক এসব কথা বলেন। খতিব বলেন, যত ধরনের বেয়াপনা অশ্লীলতা আছে তা’ বন্ধ করতে পারলেই ধর্ষণের মতো পাপাচার বন্ধ হবে। যৌনাচারকে প্রমোট করার ট্রান্সজেন্ডারের দপ্তর ঢাকায় খুলতে দেয়া হবে না। খতিব বলেন, আল্লাহ ইরশাদ করেন হে নবী (সা.) আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞস করে আমাকে কিভাবে ডাকবে কম আওয়াজে চুপে চুপে আমাকে ডাকবে।
যে আমাকে ডাবকে আমি তার ডাকে সারা দিবো। আমার বান্দারাও যাতে আমার ডাকে সারা দেয়। খতিব বলেন, শয়তানের নফছের জন্য দোয়া করা যাবে না। দোয়া কবুলের শর্ত হালাল পানাহার করতে হবে। দোয়া করে হতাশ হওয়া যাবে না। ৪০ বছর পরেও দোয়া কবুল হতে পারে। হাশরের ময়দানেও দোয়ার ফযিলত আল্লাহ দিতে পারেন। আল্লাহ বলেন, যদি আমার ডাকে সারা দেও তাহলে হেদায়েতের ওপর থাকবে। আল্লাহ রোজাদারদের দোয়া ফেরৎ দেন না। ইফতারের পূর্ব মূহুর্তেও দোয়া কবুল হয়। মুসলিম উম্মাহ ও দেশের জন্য দোয়া করতে হবে। তিনি বলেন, রমজানেও ফিলিস্তিনীদের ওপর ইসরাইলি বর্বরতা চলছে। এ ক্ষেত্রে মুসলিম রাষ্ট্র প্রধানরা নীরব। জাতিসংঘ শুধু নামকাওয়াস্তে নিন্দা প্রস্তাবেই সীমাবদ্ধ থাকছে। আল্লাহ ফিলিস্তিনীদের হেফাজত করুন। খতিব বলেন, রমজানের আরেকটি বড় আমল হচ্ছে সদকা আদায় করা। তিনি বলেন, যাকাত কারো প্রতি এহেসান করা নয়। বড় লোকের সম্পদের মধ্যে গরীবের হক রয়েছে। যাকাতকে বোঝা মনে করা মোনাফেকের আলামত। কোরআন নাযিলের মাসকে কদর করতে হবে। খতিব বলেন নবী করীম (সা.) রমজানের শেষ দশ দিন মসজিদে ইত্তেকাফ করেছেন। পুরুষরা মসজিদে ইত্তেকাফ করবেন। আর মহিলারা ঘরের খাস কামরায় ইত্তেকাফ করবেন। রাসূল (সা.) বলেছেন, মহিলারা ঘরের ভেতরে ইত্তেকাফ ও নামাজ আদায় করবেন।
ঢাকার পার্শ্ববর্তী টঙ্গীর পূর্ব আরিচপুর সরকার বাড়ী ঈদগাহ মসজিদুল আকসার খতিব মাওলানা রিয়াদুল ইসলাম মল্লিক আজ জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, যাকাত’ ইসলামের অন্যতম একটি ফরয ইবাদত। ইসলামের পাঁচ স্তম্ভের একটি হল যাকাত। যাকাত আরবি শব্দ। এর আভিধানিক অর্থ কোনো বস্তুকে পরিশুদ্ধকরণ, প্রবৃদ্ধিকরণ, পবিত্র করা, পরিভাষায় : নেছাব পরিমাণ সম্পদের মালিক বছরান্তে শরীয়ত সম্মত মালের অংশ নির্ধারিত খাতে ব্যয় করাকে যাকাত বলে।
কুরআন মাজীদের অনেক আয়াতে নামাযের পাশাপাশি যাকাত আদায়ের আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ দুনিয়ায় মানুষ সৃষ্টি করেছেন তাদের মধ্যে কর্মে কে উত্তম তা পরীক্ষা করার জন্য, কখনো সম্পদ দিয়ে পরীক্ষা করেন আবার কখনো সম্পদ হরণ করে। আর মানুষের মধ্যে সম্পদের তারতম্য থাকা একটি স্বাভাবিক প্রক্রিয়া। এর মাধ্যমে সমাজের ভারসাম্য বজায় থাকে। আল্লাহ চাইলে সবাইকে ধনী বানাতে পারতেন বা গরিব বানাতে পারতেন। কিন্ত তখন আর ভারসাম্য রক্ষা হত না। তিনি একদিকে যেমন ধনীকে সম্পদ দিয়েছেন তেমনি তার সম্পদে গরিবের হকও নির্ধারণ করে দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘আর তাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে প্রার্থনাকারীর জন্য এবং বঞ্চিতদের জন্য।’ -সূরা মাআরিজ (৭০) যাকাত তো কেবল ফকির, মিসকিন, আমিলিন- যাকাত সংক্রান্ত কাজে নিযুক্ত ব্যক্তিবর্গের জন্য যাদের চিত্তাকর্ষণ প্রয়োজন তাদের জন্য, দাস-দাসী মুক্তির জন্য,ঋনগ্রস্থদেরজন্য,আল্লাহর পথে জিহাদ কারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এ হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। (সুরা তাওবা:৬০) যারা যাকাত আদায়ে উদাসীনতা দেখায় এবং কৃপণতা করে তাদের বিষয়ে কুরআনে কারীমে কঠিন হুমকি এসেছে। আল্লাহ তা‘আলা বলেন : আর যারা সোনা ও রূপা পুঞ্জীভ‚ত করে রাখে, আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও। যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে, অতঃপর তা দ্বারা তাদের কপালে, পার্শ্বে এবং পিঠে সেঁক দেওয়া হবে। (আর বলা হবে) ‘এটা তা-ই যা তোমরা নিজদের জন্য জমা করে রেখেছিলে। সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ কর, -সুরা তাওবাহ ৩৫,৩৬। রাসূলুল্লাহ (সা.) থেকে বর্ণিত’ ‘কিয়ামতের দিন তার সম্পদকে বিষধর সাপের আকৃতি দান করে তার গলায় পেচিয়ে দেওয়া হবে, সাপটি তার মুখের দুই পার্শ্ব কামড় দিয়ে বলতে থাকবে, আমি তোমার সম্পদ আমি তোমার জমাকৃত মাল -সহীহ বোখারী। যাকাত যাদের উপর ফরয : সুস্থ’ মস্তিষ্ক সম্পন্ন বালেগ পুরুষ-নারীর কাছে নিজের প্রয়োজনীয় আসবাব সামগ্রী, ব্যবহার্য দ্রব্যাদি ও বাসগৃহ ইত্যাদি ব্যতীত ঋণমুক্তভাবে যাকাতের নেসাব পরিমান সম্পদ থাকে অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ (৮৭.৪৮ গ্রাম) বা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য (৬১২.৩৬ গ্রাম) কিংবা সমপরিমাণ টাকা বা ব্যবসার মাল থাকে এবং তার উপর বছর অতিক্রান্ত হয় তাহলে উক্ত সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ শতকরা আড়াই পার্সেন্ট হারে যাকাত আদায় করা তার উপর ফরয। (আলমগীরী, শামী)। আল্লাহ মাহে রমজানের সবাইকে তাকওয়া অর্জনের তৌফিক দান করুন। আমিন।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন

সাঈদীকে জুডিসিয়াল ও মেডিকেল কিলিং করা হয়েছে - মাসুদ সাঈদী

ফ্যাসিস্ট হাসিনার আমলে হিন্দু নিপীড়ন নিয়ে যা বলেছিলেন তুলসী গ্যাবার্ড

মুসলমানদের উপরে হিন্দুদের হামলায় উস্কানি দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী

এনামুলের ব্যাটে মোহামেডানকে থামিয়ে গাজী গ্রুপের টানা পঞ্চম জয়

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৪১৩, বিভিন্ন দেশের নিন্দা

রামগড়ে এক শিক্ষার্থীকে অপহরণের দায়ে ২জনকে গ্রেফতার

ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা, লোহিত সাগরে প্রত্যাঘাত হুথিদের

ট্রেনিংয়ে না থেকেও ভাতা নেন সহকারী শিক্ষা অফিসার

নীলফামারীতে পলিথিন মজুদ, ব্যবসায়ীর দশ হাজার টাকা জরিমানা

তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ পৌর শহরে তালা ভেঙ্গে দুই বিপণী বিতানে চুরি

নারায়ণগঞ্জে গৃহবধূ ফিজা হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

কক্সবাজার শহরে সড়ক অবরোধ করে মানব বন্ধনে উচ্ছেদ আতঙ্কগ্রস্থ হাজারো নারী পুরুষ

আনোয়ারায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাল সংগ্রহ না করে ডব্লিউকেসি দিলেন গুদাম কর্মকর্তা

শেখ হাসিনা ও রেহানা পরিবারের ৩৯৪ কোটি টাকা ফ্রিজ

মায়ের সাথে দূর্ব্যবহারের জেরে চাচাকে ছুরিকাঘাত ভাইপোর

গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন যুবক গ্রেপ্তার

আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬, স্বর্ণ-টাকা উদ্ধার