যাদুর বাক্স
১৫ জুন ২০২৩, ০৮:৫৬ পিএম | আপডেট: ১৫ জুন ২০২৩, ১১:৪৯ পিএম
ভারত থেকে এসে নাগেশ্বরী উপজেলার চৌদ্দ কুড়ি এলাকা দিয়ে প্রবেশ করেছে গঙ্গাধার নদী। দুই দেশের সীমানায় একটি চর, সেখানে মানুষজনের তেমন যাতায়াত নেই। সেই চরে ছোট ছোট অনেক গাছপালা জন্মে এক বন হয়েছে। সেই বনে অনেক পশুপাখির সাথে নাকি পরীরা বসবাস করে। পরীদের মধ্যে এক নীল বর্ণের পরী আছে সবাই তাকে নীল পরী বলে ডাকে। নীল পরীর অনেক ক্ষমতা, সে তারই পূর্বপুরুষের নিকট থেকে একটি পিতলের বাক্স পেয়েছে। বাক্সটি চোখের পলকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, শুধু নীল পরী হুকুম দিলেই হলো। এটাই আার প্রধান শক্তি । বনের পশুপাখিরাও জানে এই বাক্সের যাদুকরী ক্ষমতা, তাই সবাই নীলপরীকে যাদুর রাজা বলে থাকে। বাক্সের ভিতর কী আছে নীলপরী সেটা কাউকে বলে না। আরো অনেক পরীই সেখানে থাকে তারাও জানে না বাক্সের রহস্য। তবে নীল পরী সবার প্রতি অনেক দয়া দেখাতে লাগলো।পরীদের মধ্যে কেউ দরিদ্র থাকলে বা মেয়ে বিয়ে দিতে না পারলে নীল পরীর কাছে বললে সে সবারই ব্যবস্থা করে দেয়। শুধু মাত্র চিল পাখিকে নীলপরী দেখতে পারে না। কারণ চিল নীলপরীকে তেমন পাত্তা দেয় না। চিল নিজের বুদ্ধিতে চলে, কারো ধার ধরে না। কেউ বিপদে পড়ে চিলের কাছে গেলে সে বড় বড় মাছ এবং অনেক খাবার যোগার করে দেয় । সে অনেক উড়তে পারে, উড়তে উড়তে চিল মেঘের দেশ পাড়ি দিতে পারে । চিল পাখিদের রাজা দাবি করে, কিন্তু বনের কেউ চিলকে মেনে নিতে চায় না। নীল পরী যাদুর জোড়ে সে সবকিছু করতে পারে এবং চিলের চেয়ে বেশী সাহায্য সহযোগিতা করে সকলের কাছের বন্ধু হয়ে যায়। চিল এই বনে মাতব্বরি করুক সেটা নীল পরী চায় না। কারণ এক সময় তার যাদুর বাক্স না থাকলে সে একেবারেই পঙ্গু হয়ে যাবে। সে নিজেতো কিছুই জানে না। যা করে সবই যাদুর বাক্সের জোড়ে এবং বনে একক রাজত্ব কায়েম করতে।
একদিন ভোর বেলা চিল উড়ে বন থেকে অনেক দূর যায় নীলপরী তা দেখতে পেয়ে যাদুর বাক্সের কাছে গিয়ে কি যেনো মনে মনে বলার সাথেই বাক্স এক নিমিষেই উড়ে যায়। বাক্স আকাশ পথে চিলটির চলাচলের রাস্তায় উপস্থিত হলে মুখ আপনা থেকেই খুলে সাদা সাদা চিকন জালের মতো কি যেনো বের হয়ে চিলের চলাচল রাস্তা বন্ধ করে দেয়। সারাদিন চলে গিয়ে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে চিল দেখে তার চলাচলের রাস্তা বন্ধ। এমন ঘটনা কে করেছে তা আর চিলের বুঝতে বাকি থাকে না। সে ফিরে চলে গেলো ভংশাই যাদু রাজ্যে। সেখানে সে যাদু বিদ্যা শিখে নীলপরীকে বন থেকে তাড়াবে বলে অঙ্গীকার করে এদিকে নীলপরী চিলের অবর্তমানে রাজত্ব করা শুরু করে। সে আর কাউকে গোনায় ধরে না। নিজেকে মহাবীর মনে করে যা ইচ্ছা তাই করে। বনের সবাইকে খুব অবহেলা করা শুরু করে। বনের পশুপাখি অসহায় হয়ে যায় নীল পরীর কাছে।
ওদিকে চিল যাদুরাজ্যে গিয়ে যাদুরাজ সুংশান ভনের কাছ থেকে যাদু শেখা শুরু করে। মাত্র তিন মাসের মধ্যে অনেক যাদু শিখে ফেলে। চিলের যাদু শেখা শেষে যাদুরাজকে বলে আসে আমি একটি এলাকায় যাচ্ছি, সেখানে এক পরী আছে তাকে পরাজিত করে সোনা দানা নিয়ে এসে আপনাকে উপহার দিবা যাদুরাজ চিলকে বলে দেয় তুই আগে গিয়েই আকাশ পথে যে জাল ছড়িয়ে আছে সেটি ভেদ করবি। সেজন্য এই নে এক মুষ্ঠি বালি। কিছু বালি জালের কাছে গিয়ে উড়িয়ে দিবি। দেখবি জালের আর চিহ্ন থাকবে না। চিল বালি খামচি দিয়ে ধরে নিয়ে এসেই সেই জালের কাছে কিছু উড়িয়ে দিতেই জাল একেবারে বাতাসে মিশে কোথায় যে যায় তার ইয়াত্তা নেই। তার পর সে চলে যায় সেই বনে।তখন রাত হয়েছে প্রায় নীল পরী তার যাদুর বাক্স এক গাছের ডালে বেঁধে রেখে পাখিদের সন্ধ্যা বরণ উৎসব উপভোগ করছে। চিল দূর থেকেই তা লক্ষ করে বাক্সের কাছে গিয়ে অবশিষ্ট বালি বাক্সের উপরে নিক্ষেপ করে। বালি নিক্ষেপ করেই চিল বাক্সের হাতল ধরে নিয়ে উড়ে যায় সেই যাদুরাজের কাছে। সেই বাক্সের মধ্যে লুকানো ছিলো বেশ কিছু সোনা দানা। চিল সেগুলি যাদুরাজকে উপহার দেয়। যাদুরাজ খুব খুশি হয়ে চিলের দৃষ্টি শক্তি আরো বৃদ্ধি করে দিয়ে বলে যা তুই এখন থেকে আলো আঁধার, এমন কি সাগরের নিচে কি আছে তা সবই দেখতে পারবি। কেউ তোর ক্ষতি করতে আসার আগেই অনেক দূর থেকেই দেখে তার মোকাবেলা করতে পারবি। তখন থেকে চিল যে কোনো পরিস্থিতিতে অনেক দূর থেকে সব দেখতে পারে।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন
পুঠিয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় নারীর মৃত্যু
স্বৈরাচারী হাসিনা গত ১৬ বছর বিরোধী দলগুলো দমন নিপীড়নে ব্যস্ত ছিল: কাজী দ্বীন মোহাম্মদ
ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পূর্বে ন্যাটোতে ব্লিঙ্কেনের শেষ সফর
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের মাস্টার প্ল্যান পুনর্গঠন করা হবে : নৌপরিবহন উপদেষ্টা
লক্ষ্মীপুরে অবাদে চলছে ফিটনেস বিহীন যানবাহন, নিশ্চুপ পুলিশ ও বিআরটিএ
কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
সাটুরিয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের নিরাপত্তা জোরদার
‘সাইবার মানডে’ উপলক্ষে ওয়েব হোস্টিংয়ে লিমডা হোস্টে চলছে ৬০% পর্যন্ত ছাড়!
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী
ফ্যাসিস্ট সরকারের ৮ বছরের নিষেধাজ্ঞার পর অবশেষে মঞ্চে আসছে থিয়েট্রিক্যাল বাহাস ও কন্ঠনালীতে সূর্য
মিলেছে ‘হারিছ চৌধুরী’র ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ
নাম পরিবর্তনের দাবি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
আইএসের নৃশংসতার বিচারে জাতিসংঘ ব্যর্থ : নাদিয়া মুরাদ
নোয়াখালীর সুবর্ণচরে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন
মানিকগঞ্জে হাঙ্গার প্রজেক্টের গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত
এবার ভারতের মালদহে বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া বন্ধ ঘোষণা
কিশোরগঞ্জের হাওর-অর্থনীতি বেগবান করতে চলছে কয়েকশ কোটি টাকার প্রকল্প
প্লাস্টিক ব্যবহার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে: অতিরিক্ত সচিব ফাহমিদা খানম