অম্লান নজরুল
৩১ মে ২০২৪, ১২:১৪ এএম | আপডেট: ৩১ মে ২০২৪, ১২:১৪ এএম

বাংলা সাহিত্য এক উজ্জ্বল নক্ষত্রের নাম কাজী নজরুল ইসলাম। তাঁর সৃষ্টিশীল ক্ষুরধার লেখনি বাংলা সাহিত্য এক অনন্য ও স্বাতন্ত্র্য ধারার সুচনা করছে। সাহিত্যের প্রতিটি শাখায় সমান পদচারণা তাঁকে সাফল্যের উচ্চ শিখরে আসীন করেছে। রবীন্দ্র পরবর্তী সময়ে তিনিই সর্বাধিক জনপ্রিয় কবি, লেখক, প্রাবন্ধিক, গীতিকার, সুরকার ও গায়ক। সীমাহীন দরিদ্রতার কষাঘাতে বারবার জর্জরিত কবি কখনো তাঁর নীতি আদর্শ বিসর্জন দেননি। আজীবন সৎ নির্লোভ কবি নীতি ও আদর্শের মূর্তমান প্রতীক। তাঁর লেখনিতে সমাজের অসঙ্গতি, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, শোষণ বঞ্চনার পাশাপাশি প্রেম-প্রণয়ের বিষয়ও উঠে এসেছে। জমিদার কিংবা ধনী পরিবারে জন্ম না নিয়েও যে মানুষের অন্তরের অন্তস্থলে জায়গা করে নেয়া যায় কবি নজরুল তার উৎকৃষ্টতম উদাহারণ। বহুমুখী প্রতিভার অধিকারী এ মহান কবি যেন শোষিত মানুষেরই মুখপাত্র। তাঁর জ্বালাময়ী ক্ষুরধার সৃষ্টিকর্ম বিদ্রোহী কবির মর্যাদা দিয়েছে। যুগে যুগে বিভিন্ন কবি সাহিত্যিক তাঁদের সৃজনশীল সৃষ্টিকর্ম দ্বারা বাংলা সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তন্মধ্যে কাজী নজরুল ইসলাম তাঁর ব্যতিক্রমী বিদ্রোহী ধারার লেখনির মাধ্যমে সমাজের অসামঞ্জস্যতা দূর করে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাঁর বিদ্রোহী লেখনির জন্য তৎকালীন বৃটিশ সরকার তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে কারাগারে বন্দী করেন। তবুও তাঁকে দমিয়ে রাখা যায় না। জেলে বসেও তিনি সত্য ও ন্যায়ের পক্ষে বিদ্রোহ করে গেছেন। সাফল্যের স্বর্ণশিখরে পদার্পণ করেও তিনি মানবিকতার ফেরিওয়ালা হয়ে মনুষ্যত্বের জয়গান গেয়েছেন। কোন কর্মকে তিনি কখনো ছোট করে দেখেনি। তাঁর দৃষ্টিতে সকল কাজই সমান। শ্রমের গুরুত্ব তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। তিনি কখনো মসজিদে মুয়াজ্জিনের কাজ, কখনো লেটো গানের দলে, রুটির দোকানে আবার সৈনিক হিসাবেও দেশের জন্য কাজ করেছেন। তাইতো সর্বদা তাঁর কন্ঠে শ্রমজীবী মানুষের কথায় উচ্চারিত হয়েছে। সুঠাম দেহ আর বাবরি চুলের অধিকারী চির তরুণ কবি তাঁর লেখায় বারবার তারুণ্যের জয়গান করেছেন। তরুণরাই পারে কলুষিত সমাজটাকে বদলে দিতে। অসাম্প্রদায়িক ও মুক্ত মনের অধিকারী কবি আজীবন জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে তিনি সকলের কবি। তিনি ধনীদের জন্য লিখেছেন আবার নিঃস্বের জন্যও লিখেছেন। তিনি যেমন ইসলামের জন্য রচনা করেছেন গজল ইসলামী সংগীত তেমনি হিন্দুদের জন্যও লিখেছেন সুন্দর সুন্দর শ্যামা সঙ্গীত ও অন্যান্য বিষয়ে অসংখ্য গান। নজরুলের দৃষ্টিতে নারী ও পুরুষ সমান। তিনি নারী পুরুষে কখনো প্রভেদ করেননি। তিনি আধুনিক সাম্যবাদী সমাজ ব্যবস্থার অন্যতম রুপকার। অর্থের প্রাচুর্য কখনো তাঁকে স্পর্শ করতে পারেনি। স্বশিক্ষিত কবি তিক্ষ্ণ জ্ঞানের অধিকারী। স্বল্পদিনের কর্মজীবনে তিনি বহু সৃষ্টিশীলতা দিয়ে বাংলা সাহিত্য অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। তিনি আমাদের জাতীয় কবি। নজরুল রয়েছেন প্রতিটি বাঙালির চিন্তা, চেতনা, মেধা মনন ও আত্মিক বন্ধনে। নজরুলের সৃষ্টিকর্ম চির তরুণ, চির অমর। যুগোপযোগী তার লেখনশৈলী। তাইতো তিনি আর সকলের থেকে স্বতন্ত্র। বহু গুণের অধিকারী একজন সব্যসাচী স্রষ্টা। তাঁর রচিত ও সুরারোপিত গানগুলো আজ সকল সঙ্গীতপ্রেমী বাঙালির অন্তরে বেজে ওঠে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামটি একটি পূর্ণময় স্থান। এখানে জন্মেছিলেন এই মহান কবি। চুরুলিয়ার মাটিতে শায়িত আছেন কবির প্রিয় সহধর্মিণী প্রমিলা দেবী। বাঙালি হিসেবে আমরা গর্বিত। কাজী নজরুল ইসলামের মতো একজন মহান কবির পদধূলি পড়েছিল এই বাংলার মাটিতে। ১৯৭২ সালে সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশে আনা হয় কবিকে এবং বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। ধূমকেতু তার ছদ্মনাম। ধূমকেতুর মতই তিনি এসেছিলেন এই পৃথিবীতে। জীবনের শেষ দিনগুলোতে তিনি দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অত্যন্ত কষ্টময় জীবন অতিবাহিত করে ১৯৭৬ সালের ২৯ আগস্ট মৃত্যুবরণ করেন। মহামানবের মৃত্যু নাই। তিনি আজীবন বেঁচে থাকবেন তাঁর সৃষ্টির মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয়। ১৯২০ থেকে ১৯৪২ সাল পর্যন্ত সংক্ষিপ্ত কর্মজীবনে ২০টি মতো কাব্যগ্রন্থ ছোটগল্প, বড়গল্প, গান, গজল উপন্যাস প্রভৃতি সৃষ্টির মাধ্যমে নজরুল স্মৃতিতে চির অম্লান।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন

মোরেলগঞ্জে ১০৩তম বারুনী মেলা ও স্নানোৎসবে লাখো ভক্তের মাঝে বিএনপি নেতা কাজী শিপন

আন্তর্জাতিক রেসিং ট্র্যাকে ইতিহাস গড়লেন বাংলাদেশের পূর্ণি আয়মান

ঢাকার বাতাসে পরিস্থিতি অবনতি, ছুটির দিনেও অস্বাস্থ্যকর

ইউনূস সরকারের প্রশংসায় ফ্যাসিস্ট নাজমুল! চোর লম্পট বলল বিপুকে

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন রিমা

বিশেষ ক্ষমতা আইনে কারাগারে অভিনেত্রী মেঘনা আলম

শুল্ক ছাড়ের আগে অভ্যন্তরীণ তথ্য কাজে লাগিয়েছেন ট্রাম্প, তদন্তের দাবি মার্কিন সিনেটরদের

ট্রাম্পকে যারা দিয়েছিলেন অনুদান, তাদেরই এখন বিলিয়ন বিলিয়ন ডলার বের করে নিচ্ছেন তিনি!

'মঙ্গল শোভাযাত্রা' নাম পাল্টে নতুন নাম 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'

মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ টি দোকান পুরে ছাঁই, নিঃস্ব ব্যবসায়ীরা

একদিনেই বিশ্বের শীর্ষ ১০ অতিধনীর সম্পদ বেড়েছে ১৩১ বিলিয়ন ডলার

সর্বজনবিদিত মানবাধিকার ও গণতান্ত্রিক সংস্কৃতি

“আমাদের ভবিষ্যৎ বিক্রি করো না”- উপকূলে জলবায়ু অবরোধ কর্মসূচি

থানায় সুপারিশ নিয়ে বিপাকে বিএনপি নেতা, ব্যাখ্যা চাইল জেলা কমিটি

মতলব মুন্সীর হাট বাজারে আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান

আর্টেমিস অ্যাকর্ডে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

দেশের চার অঞ্চলে দুপুরের মধ্যেই ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোকে সতর্ক বার্তা

সাগরে ডাকাতি: ২ কোটি টাকার মালপত্র লুট, ২৫ ঘণ্টা পর ৬৮ জেলে উদ্ধার

ইসরাইলি অবরোধে অপুষ্টিতে ভুগছে গাজার ৬০,০০০ শিশু : জাতিসংঘ

আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন ঢাকামুখী যাত্রা, গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য