সময়ের কলার ধরে
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ এএম
বড় মমতা হয় জেগে উঠে ভয়
তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা কেঁদে মরে
হে মসনদ আরামের, দীর্ঘ সময়ের
দাপুটে সহচর।
ভুলে গিয়েছিলাম অতীত সময়ের বাতাসে
উর্বরতা হারিয়ে ফসলের মাঠ হচ্ছে পতিত,
ক্ষণিকের ক্ষমতার সুধাপান করে মনুষ্যত্ব হারিয়ে ভুলে গিয়েছিলাম সঠিক
গমন রাস্তা ঠিকানা।
তবুও করে যাই ধরে রাখার লড়াই
কৌশলের শিকলে বন্দি করে
ঘরের মধ্য খামে,
তুমিও হইও অনুগত নিক্ষিপ্ত ঘৃণা পাত্রে,
যেওনা ছেড়ে, দিওনা ফেলে ময়লা
স্তুপে। যা করেছি খেয়েছি যা
গোগ্রােেস হাড়গোড় মাংস
অস্থিমজ্জা শিরা-উপশিরায় ঢুকে ঢুকে!
কিযে মজা! আরো খেতে চাই সময়ের
কলার চেপে ধরে আরো অধিক সময়
ধরে। অভ্যাস অপব্যবহারের পালে
দাও হাওয়া পথচলায়
হে লালিত স্বপ্ন বড্ড প্রয়োজন তোমায়,
পাগল হয়ে যাব, হবে সাথে ভক্ত,
ভক্তের ভক্ত মাতল, তোমাকে
না পেলে পুনর্বার বারবার ফেরাবার,
হে বাহুবল ক্ষমতার আলো
আঁধারের মহাশক্তি,
আজ তোমার জন পতন ঘুঙুর
বাজে আনাচে কানাচে।
বিশ্বজুড়ে বর্ণনা করছে তোমারই
কালিমাখা বিশাল অধ্যায়,
তোমার রক্তমাখা হাত আজ
অসার সময়ের ঝড়ে।
খুঁজেছি তোমায়
শাহজালাল সুজন
আমি সাহিত্যের এক ফেরিওয়ালা সেজে
তোমার মনের কাব্য খুঁজেছি দিগন্তে,
ধ্রুবতারা হয়ে আছো শুভ্র নীলিমায়
হঠাৎ ছেয়েছে এক নিকষ আঁধার।
বসন্ত পবন হয়ে দোলা দিতে দাওনি
লজ্জাবতী হয়ে তুমি ঘোমটা দিয়ে থাকো
ফুলের কাননে আছো সুবাসিত ঘ্রাণে
প্রকৃতিতে বিছায়েছো আউলা কালো কেশ।
রাখালের উষ্ণ ঠোঁটে বাঁশির সুরেতে
তটিনীর স্রোতে ভেসে পদ্মফুলে মিশে,
হরিণীর অক্ষি কূলে তোমায় খুঁজেছি
হয়তো আছো কারুকার্য শিখীর গলেতে।
আজো খুঁজি প্রশান্তির ছায়া বটমূলে
কবিতার ভাবনাতে কাব্য মায়াজালে,
এখনো অনেক খুঁজি বিবর্ণ ধূসরে
খুঁজেছি তোমায় ঐ রূপের দিগন্তে।
শেষ আহার
নুরুল ইসলাম নূরচান
হুট করে ঢুকে পড়েছিল ছাত্রাবাসে
কেন ঢুকেছিল, কে জানে!
যেই ঢুকে পড়েছে, অমনি ঘেরাও।
তার প্রচ- ক্ষুধার কথা জানালো
ডাল ভাত খাওয়ানো হলো।
তারপর চলল মারধরের মচ্ছব
কী অপরাধ ছিল তার?
গণপিটুনিতে এক সময় নিথর
তোফাজ্জলের তাজা দেহপ্রাণ।
আপন বলতে পৃথিবীতে
কেউ ছিল না তার,
ছিল মানসিক ভারসাম্যহীন যুবক।
সোনালি স্মৃতি
মমতা মজুমদার
ঘোর অন্ধকারে তখনো আমি বিভোর;
পাখিদের নৃত্যে কেবলই দু-চোখ মুদি!
তমসা ভেঙে দেখি ঝাপসা হৃদয়ের ভূমি
আমাকে জব্দ করে আছে আশ্বিনের তপ্ত
পলিমাটি।
ক্ষণে ক্ষণে বাড়ে ব্যথা, এ কি রুক্ষতা তার
ঘামার্ত শরীর জুড়ে;
মেঘমল্লার ঝড় তুলে, চরণে লুটে যায় সোনালি
সুখের স্মৃতি!
ক্ষতস্থানে মলম লাগিয়ে চলছি পরিপাটি।
দখিনা পবনে উড়ে আসে পোড়া গন্ধ
দগ্ধতা কেবলই চারপাশ জুড়ে, গিলে খায়
আমায়, যেন সে ভয়ংকর রাক্ষসী।
ঘনিয়ে আসে দুচোখের তারা, নিভে যায়
জলন্ত এক প্রদীপ।
পাখির নীড়ে ফেরার আনন্দ নেই কিঞ্চিৎ
তবু সূর্য তোরণ আবিভূত হয়, পশ্চিমে মিলায় নিয়মমাফিক
ভাবনার চিলেকোঠায় জানান দেয় একদা,
তোমাদের ভিড়ে ক্ষণিকের অতিথি কেবল আমি।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি