ডেঙ্গু গল্প
০৪ অক্টোবর ২০২৪, ১২:১৭ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ১২:১৭ এএম
পুরো হাসপাতাল জুড়ে ডেঙ্গু রোগী ভরপুর। সবগুলো হাসপাতালের একই অবস্থা। ডেঙ্গু জ্বর প্রকট আকার ধারণ করেছে। আজ পাঁচ দিন ধরে হসপিটালে স্বামী পলাশকে সেবা দিয়ে যাচ্ছে শোভা ডাক্তার যখন বলল পলাশের অবস্থা চরম গুরুতর। শেষ পর্যন্ত বেঁচে ফিরে কিনা বলা যাচ্ছে না। ডাক্তারের তথ্যটি শোনার পর শোভার পুরো পৃথিবী কেঁপে উঠল। পলাশের যদি কিছু হয়ে যায় তবে সে কোথায় যাবে। সৎভাইদের কাছে আশ্রয় তো দূরের কথা, কোনো আত্মীয় তাকে একদিনের জন্যও ঠাঁই দেবে না। বয়স বাড়ার সাথে সাথে পুরো পৃথিবীকে শোভার জানা হয়ে গেছে। স্বার্থ ছাড়া কেউ কাউকে দয়া করে না। আবার পলাশও যে তাকে দয়ার সাগরে ভাসিয়ে দিয়েছে, এমনও না। দাম্পত্য জীবনে এই মানুষটা তাকে কোনোদিন কোনো দিক থেকে সুখ দেয়নি। শ্বশুর শাশুড়ি আর ননদ তাকে উপযুক্ত মূল্যায়ন করেছে। কিন্তু পলাশ কখনো তার সাথে সোজা পথে চলে না। কারণে-অকারণে ভুল ধরা থেকে শুরু করে কখনো নির্জনে দুটি মনের কথা বলতে পলাশ বরাবরই নিজেকে কাপুরুষ প্রমাণ করেছে। স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ তোলার সুযোগ পায়নি। কিন্তু তাকে পারিবারিক চাপে পড়ে বিয়ে করতে হয়েছে। বাবলি নামের একজনের সাথে সম্পর্ক ছিল পলাশের। সেই সম্পর্ক মানেনি পলাশের বাবা-মা। জোর করে শোভার সাথে বিয়ে দেন তারা। কিন্তু অভাগী হয়ে গেল শোভা সুযোগ্য পাত্রী আর সংসারের জন্য মানানসই বউ হিসেবে শোভা অতুলনীয় হলেও স্ত্রীর মর্যাদা অর্জনে সে ব্যর্থ। পলাশ একই ছাদনা তলার নিচের দিনের পর দিন সংসার হয়ত করেছে, কিন্তু সংসারী হতে পারেনি।
সেই পলাশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার পর হাসপাতালে এসে শয্যাশায়ী হবার পর বাবা-মা বোনেরা তাকে কেউ দেখতে আসেনি। কারণ সংসারের প্রতি খামখেয়ালী করার কারণে পরিবারের সদস্যরা অনেক আগেই পলাশকে মন থেকে বহিষ্কার করেছে। এই নির্মম হাসপাতালে অসুস্থ রোগী পলাশকে একমাত্র শোভাই সেবা যতœ করে নিজেকে উজাড় করে দিয়েছে।
আজ পলাশের শরীরটা একটু ভালো। স্বাভাবিক লাগছে সবকিছু। স্বামীর এমন সুস্থতায় স্বস্তির নিঃশ্বাস নামছে শোভার। কেবিনে শুয়ে আছে পলাশ। ছোট্ট কেবিনের একপাশে ফ্লোরে ওড়না বিছিয়ে শুয়ে পড়তেই ঘুম চোখে নেমে এল। আজ কয়েকদিন এখানে পলাশের সেবায় ঘুমে শোভর দারুন সমস্যা হয়েছে।
ঘুম ভাঙলো ২ ঘণ্টা পর। জেগে দেখে পলাশ কেবিনে নেই। কোথায় গেল! ফোন দেয় পলাশকে। ওপাশ থেকে পলাশ জানায়, আমি ছাদে এসেছি। তুমি আসবে?
বুকটা ধক করে উঠে শোভার। আজকে পলাশের কন্ঠে এত নমনীয়তা কেন! মনে হচ্ছে ছাদে যাবার ওই আহবানে একধরনের মায়া আছে।
দৌড়ে শোভা চলে এল ছাদে হাসপাতালের এই সুবিশাল ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে পলাশ। তার হাতে একটি রঙ্গন ফুল। শোভাকে দেখে পলাশ এগিয়ে এসে বলল, এই ফুল তোমার জন্য। গোলাপ হলে ভালো হত। ছাদের এই টপগুলোর গাছে কেবল রঙ্গনটাই পেলাম। আমার এই কর্মকা-ে অবাক হচ্ছো? হাহাহা। আমাকে তুমি ক্ষমা করে দিও। হাসপাতালে যেভাবে আমাকে আগলে রাখলে, আমি সব খেয়াল করেছি। অথচ তোমাকে বিয়ের পর থেকে কেবল অবহেলাই উপহার দিয়েছি। আজ থেকে আমার পক্ষ থেকে তোমাকে অবহেলা দেওয়ার দিন শেষ। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে?
কোনো জবাব দিতে পারছে না শোভা। তার যে কান্না আসছে। শোভার জীবনে আনন্দ কম। তাই সে আনন্দ অশ্রুর অনুভূতির সাথে এই প্রথম পরিচিত হচ্ছে। কিন্তু তার থেকেও ভালো লাগছে পলাশের হাতের ওই রঙ্গন ফুলটি দেখে। ভাবতে অবিশ্বাস লাগছে যে এই ফুল তার জন্য। শোভার চোখের জল টপটপ করে ঝরে পড়ার পর এবার অবিরাম ঠোঁট কাঁপছে। কি যে এক অবস্থা।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি