রবীন্দ্রনাথের ছোটগল্প এবং কাব্য ভাবনা
বাংলা সাহিত্যের প্রসঙ্গ আসলেই যে নামটি সর্বাগ্রে মনের মুকুরে ভেসে উঠে তিনি আর কেউ নন, রবীন্দ্রনাথ ঠাকুর। যাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ কবি-কথাসাহিত্যিক বললেও অত্যুক্তি হবে না। যিনি গুরুদেব, কবিগুরু, বিশ্বকবি ইত্যাদি অভিধায় ভূষিত। ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ, ৯৪টি ছোটগল্প, এবং অসংখ্য গানই তার আধিপত্য এবং শেষ্ঠত্বের প্রমাণ। সাহিত্যের এহেন শাখা নেই, যেখানে তাঁর গৌরব দীপ্ত...