উন্মাদ
তুই তো বরাবরই না করিস, কিন্তু তোর শরীরের গন্ধ আমাকে পাগল করে। বহুবার আমি তোকে বলেছি আমাকে কিচ্ছু দিস না—শুধু কথা দে— তোর কথা, আর তুইটা আমার হৃদয়ে বাস করবে?তুই একটা মাতাল হাওয়া—যখনই তোর গন্ধ নাকে এসে লাগে, তখনই মনে হয় আকাশে কম্পন সৃষ্টি হচ্ছে,, সমুদ্র উথলে উঠছে,,,সুনামি হবে বৈকি, হচ্ছে তো!বাতাসে ধক ধক করছে বুকটা—তুই তো বুঝিস না, তোকে...