উপমহাদেশের বৃটিশ বিরোধী প্রথম মুসলিম কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
গতকাল ১৭ জুলাই উপমহাদেশের ব্রিটিশ বিরোধী প্রথম মুসলিম কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী`র ৯২তম প্রয়াণ দিবস। সিরাজী ছিলেন একজন বাঙালী লেখক, কবি, অনলবর্ষী বক্তা, রাজনৈতিক এবং সাংবাদিক। তিনি ১৯ শতকের শেষ থেকে ও ২০ শতকের ৩য় দশক সময়কালের বাঙালী মুসলিম পুনর্জাগরণের প্রবক্তাদের একজন। তিনি মুসলিমদের জন্যে বিজ্ঞানসাধনা, মাতৃভাষাচর্চা, নারীদের শিক্ষা এসবের পক্ষে লেখালেখি করেন। তার অনল-প্রবাহ (১৮৯৯) কাব্যগ্রন্থটি ব্রিটিশ সরকার...