সৈয়দ আলী আহসানের সাহিত্যে চিত্ত এবং বিত্ত
বাংলা সাহিত্যের হাতে গোনা কয়েকজন কবি-সাহিত্যিকের মধ্যে সৈয়দ আলী আহসান একজন। তাঁর লেখার চিত্ত ও বিত্ত বৈভবে মুগ্ধ হবে না এমন পাঠক খুঁজে পাওয়া দুষ্কর। যদিও পাঠ্যবইয়ের কবিতার মাধ্যমে তাঁর সাথে আমার প্রথম পরিচয়, কিন্তু পরবর্তীতে তাঁর লেখার প্রেমে পড়ে যাই। বিশেষ করে কবিতার কথা না বললেই নয়। সেই কবে পড়েছিলাম কবির লেখা আমার পূর্ব বাংলা কবিতাটি। এখনও যা মনের...