নববর্ষের ঘোষণা
আমার বুকের ওপর পেরেকের ব্যবহার বেড়েছে দ্বিগুনআমিতো দেয়াল নই, সামাজিক নিয়মে এক স্বাধীন মানুষসমস্ত দেহেতে যার মিশে আছে একুশের সাহসী ফাগুণ।আঁধার বিবরে রেখে পৃথিবীর কুটিল স্বভাবগিলোটিনে বাধা হলো বিদ্রোহ,পতাকার হিমায়িত খুনখড়গহস্ত এক কাপালিক এসে দেবতার পায়ে বুঝি ঢেলেছিল আসাদেররফিকের, মিলনের বুকের আগুণ। দোয়েল পাখির ঠোঁটে মেঘলা সকালদাদনের কষ্টসহ হেঁটে যায় কৃষকের অসহায় চোখপেরেক ঠুকোনা তুমি মানুষের বুকের ওপরদেবতাকে নিয়ে যাও...