জন্মদিনে অধ্যাপক আহমেদ রেজা
অধ্যাপক আহমেদ রেজার জন্ম ১৯৬১ সালের ১৯ ডিসেম্বর। বাবা আলহাজ্জ আহমেদ ইউনুস ও মা হাসিনা বানুর কোল আলো করে যখন এ শিশুটি আসে, তখন থেকেই তার উপস্থিতি আশীর্বাদ হয়ে ওঠে পরিবারের জন্য। শ্যামল-সুন্দর শিশুটির শৈশব থেকেই ছিল অপার মেধা, স্নিগ্ধতা, আর সৃজনশীলতার প্রকাশ। বাবা-মা বিশ্বাস করতেন, তাদের এই সন্তান একদিন পৃথিবীর আলোকে আরও উজ্জ্বল করে তুলবে।
শৈশব থেকেই আহমেদ রেজার মনযোগ...