বৈশাখ, রবীন্দ্রনাথ এবং আগামীর বাস্তবতা
বলতে কোনো দ্বিধা নেই, বৈশাখ আমাদের নিজস্ব সংস্কৃতি এবং আমাদের সাহিত্য। সম্ভবত বাংলা ভাষায় এমন কোনো কবি, ছড়াকার কিংবা সাহিত্যিক নেই যিনি বৈশাখ নিয়ে কিছু না কিছু লিখেননি। এই যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই ধরা যাক। তিনি বৈশাখ নিয়ে এতো বেশি লিখেছেন যে, তাকে বৈশাখের কবি বললেও অত্যুক্তি হবে না। বলা বাহুল্য তার জন্মও এই বৈশাখ মাসে। হয়তো এই কারণে...