কাশ ফুলের উড়িবার ইচ্ছে শঙ্খ চিলের দেশে
কাশফুল, শ্বেত-ধবল ফুলগুলো নদীর ধারে, মাঠের প্রান্তে বা নির্জন চরে অগণিত ছোট ছোট দলে গজিয়ে ওঠে। দূর থেকে দেখলে মনে হয় যেন সাদা তুলার মতো নরম আর নীহারিকার মতো শুভ্র মেঘের সমাহার। প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি আমাদের মনে এক অদ্ভুত শান্তি এনে দেয়। কিন্তু কাশফুলের জীবন ও অস্তিত্বের পেছনে লুকিয়ে রয়েছে গভীর এক জীবনদর্শন, যা আমাদের বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে...