বিষাক্ত কেমিক্যালের মিশ্রণে তৈরি সয়াবিন বোতলজাত করে বাজারে বিক্রি
১৫ মে ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৫ মে ২০২৪, ১২:০০ এএম
বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট বলে একটি প্রবাদ চালু আছে। ঠিক তেমনি খোলা তেলের সাথে বিষাক্ত কেমিক্যালের মিশ্রনে তৈরি ভেজাল সয়াবিন তেল লগো লাগিয়ে বোতলজাত করে বাজারে বিক্রি করছে একটি চক্র। তবে ওই ব্র্যান্ডের কোনো অনুমোদনও নাই।
সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া মহল্লায় এক প্রবাসির বাড়ি ভাড়া নিয়ে খোলা ও ভেজাল তেলের ব্যারেল থেকে মোটর পাম্পের মাধ্যমে তেল বোতলজাত করে ‘আল মদিনা সিটি’ লগো লাগিয়ে রাতের আঁধারে বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছে কম দামে সরবরাহ করছে ইলিয়াস আহমেদ।
খোঁজ নিয়ে জানা গেছে, এই চক্রটি বাইরে খোলা বাজার থেকে সয়াবিন সংগ্রহ করে রান্নার প্রধান উপকরণ ভোজ্যতেলে পাম অয়েল ও বিভিন্ন কেমিক্যাল মিশ্রনে ভেজাল অস্বাস্থ্যকর উপাদান মিশিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বড় ড্রামে সংরক্ষণ করে। পরে ওই বড় ড্রাম থেকে ৫, ৩, ২, ১ লিটার ও ৫০০ এমএল প্লাস্টিকের বোতলে ঢেলে বোতলের গায়ে ‘আল মদিনা সিটি’ লেবেল লাগিয়ে বাজারজাত করছে। আবার কিছু কিছু লেবেলে বিএসটিআইয়ের লগো রয়েছে। যেখানে বিএসটিআইয়ের কোনো অনুমোদনই নেই। আর এসব তেলে তৈরি খাদ্য আহারে নানা রোগ-ব্যাধিসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পাশাপাশি দুটি টিনসেড ঘরের একটি মাত্র মূল গেইট যেটি ভিতর থেকে বন্ধ রয়েছে। ভিতরে শ্রমিকরা তৈল বোতলজাত করছে। গণমাধ্যমকর্মী পরিচয় দেওয়ার পরও কেউ গেইট খোলেনি।
তবে এই প্রতিবেদকের সাথে গোপনে কথা হয় ভেজাল তেল তৈরির কারখানার এক কর্মচারীর সাথে। তিনি পরিচয় গোপন রেখে বলেন, এখানে বড় বড় ড্রাম থেকে খোলা তেলের সাথে পামওয়েল ও বিভিন্ন কেমিক্যালে ক্যামিকেল মিশিয়ে তৈরি সয়াবিন বোতলজাত করে ‘আল মদিনা সিটি’ লগো লাগিয়ে বাজারজাত করা হয়। এখানে ৭ জন কর্মচারী কাজ করে। ৫, ৩, ২, ১ লিটার ও ৫০০ এমএল তেলের বোতল নিজস্ব কর্মচারী দিয়ে সাভারের আমিনবাজার, হেমায়েতপুর, বলিয়ারপুরসহ গ্রামের বিভিন্ন জায়গায় এসব বোতলজাত তেল বিক্রি করে বিপুল পরিমাণ অবৈধ মুনাফা আয় করছে।
তিনি বলেন, এই কারখানার মালিক ইলিয়াস আহমেদ। তার বাড়ি ধামরাই এলাকায় কিন্তু তিনি থাকেন ভাটপাড়া মহল্লায়।
ওই বাড়ির আশপাশের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি তারা বিভিন্ন ভেজাল উপাদান দিয়ে সয়াবিন তেল তৈরি করে বোতলজাত করে বিক্রি করে। এই প্রতিষ্ঠান চিহ্নিত করার মতো কোনো সাইনবোর্ডও নেই।
প্রবাসির ওই বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ আলী বলেন, ৫/৬ মাস আগে ইলিয়াস আহমেদ তেলের কারখানা করার জন্য বাড়িটি ১৮ হাজার টাকা মাসে ভাড়া নেন। কারখানার কোনো অনুমোদন আছে কিনা অথবা ভেজাল নাকি আসল তেল তৈরি হয় তাও তিনি জানেন না। তবে তিনি বলেন, এরকম সাভারে অনেক অবৈধ কারখানা আছে।
স্থানীয় জনপ্রতিনিধি (১নং ওয়ার্ড কাউন্সিলর) রমজান আহমেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আপনাকে অবহিত করবো।
এ বিষয়ে ভেজাল সয়াবিন তৈরির মূলহোতা ইলিয়াস আহমেদের সাথে যোগাযোগের জন্য তার মুঠফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও জবাব দেননি। তবে পরে তিনি ফোন করে তার কারখানার যে অনুমোদন নেই তা অকপটে স্বীকার করেন। তিনি বলেন, তার সাথে জনি নামে আরেকজন পার্টনার রয়েছে। কারখানাটি নতুন শুরু করেছি। ভেজাল তেলের বিষয়টিও তিনি স্বীকার করেন। একপর্যায়ে এই প্রতিবেদকের সাথে দেখা করে তাকে বিভিন্নভাবে ম্যানেজ করারও চেষ্টা করেন ইলিয়াস।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অমিত শাহকে অভিযুক্ত করলেন কানাডার মন্ত্রী, কোনপথে দ্বিপাক্ষিক সম্পর্ক?
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন
না.গঞ্জে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৫০ জন আক্রান্ত
উত্তরায় ডেঙ্গু সচেতনতা লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা মোস্তফা জামান
ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সামরিক বাজেট দ্বিগুণ বাড়াচ্ছে ইরান
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটে প্রথম শহীদ জিলুর মৃত্যু বার্ষিকীতে সিলেট যুবদলের দোয়া মাহফিল
বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর মৃত্যুদন্ড
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তি শিগগিরই হচ্ছে : লেবাননের প্রধানমন্ত্রী
সাবেক ছাত্রলীগ নেতার মুজেজায় সিলেটে (এক লাফে) অধ্যক্ষ হয়ে যান হাকিম মুহিব বুল্লাহ
আদর্শিক ছাত্র জনতার ভূমিকা রাখতে হবে -মাওলানা ইমতিয়াজ আলম
গাড়িতে অগ্নিসংযোগকারীরা পতিত সরকারের প্রেতাত্মা- মাওলানা ইউনুছ আহমাদ
জকিগঞ্জকে স্বধীন বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে ঘোষণার দাবী
ফ্যাসিবাদ হাসিনা গত ১৫ বছরে দেশটাকে তার পৈত্রিক সম্পত্তি মনে করেছিল -আমতলীতে ভিপি নুরুল হক নুর
সায়মা ওয়াজেদের সাথে কাজ করতে চায় না অন্তর্বর্তী সরকার
রেঞ্জ কর্মকর্তার (এসিএফ) বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে শরণখোলায় সুন্দরবনের জেলে মৎস্যজীবিদের মানববন্ধন
তূণমূল নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এসেছে দেশের স্বাধীনতা : সিলেট মহানগর বিএনপি সেক্রেটারী ইমদাদ চৌধুরী
মাদকসেবীদের আড্ডাস্থল বাকৃবির রেলস্টেশন
মানব কল্যাণে চাই সকলের একত্রিত প্রচেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব দ্রুত সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচন
সেন্টমার্টিনের অস্তিত্ব ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে