মু’মিন বান্দা রমজানে এক বছরের ঈমানি শক্তি অর্জন করেন :জুমার খুৎবা-পূর্ব বয়ান
০৫ এপ্রিল ২০২৫, ১২:২৫ এএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ১২:২৫ এএম

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক গতকাল জুমার বয়ানে বলেন, সিয়ামের মাধ্যমে আমরা যে তাকওয়া অর্জন করেছি তা চালু রাখতে হবে। তা হলেই রমজানের নেয়ামতের শোকর আদায় হবে। খতিব বলেন, মু’মিনবান্দা রমজানের এক মাসে পুরো বছরের ঈমানি শক্তি অর্জন করেন। এই ঈমানি শক্তিকে কাজে লাগাতে হবে। শয়তান থেকে পানাহ চাইতে হবে। হারাম অর্থ দিয়ে রিজিক খাওয়া বন্ধ করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে। খতিব বলেন, আল্লাহর নাফরমানি আমরা কীভাবে করবো? আল্লাহকে হাশরের দিন কীভাবে মুখ দেখাবো? আল্লাহ সব দেখছেন।
সংযমকে ধরে রাখতে পারলে আল্লাহর রাস্তা সহজ করে দিবেন। হিম্মতের সাথে ঈমানি শক্তিকে কাজে লাগাতে হবে। খতিব বলেন, এমন কোনো অঙ্গন নেই যেখানে ইসলামের বিধান নেই। ধর্ম যার যার উৎসব সবার। এ ধরনের কথা মুসলমানরা মানতে পারেন না। আমি মুসলিম আমার আক্বিদাও ইসলামের আক্বিদা হতে হবে। হিন্দুয়ানী সভ্যতা মুসলমানের জন্য নয়। ইসলামকে বুঝতে হবে এবং মানতে হবে। ফয়সালাকারী হিসেবে নবী করীম (সা.)-কে মেনে নিতে হবে। রাসূল (সা.)-এর উত্তম আদর্শকে ধরে রাখতে হবে। খতিব বলেন, সংস্কৃতির নামে সভ্যতার নামে ইসলামের বিধানকে লঙ্ঘন করা যাবে না। পহেলা বৈশাখের উৎসব মুসলমানের উৎসব নয়। পহেলা বৈশাখের উৎসবের মাধ্যমে অশ্লীলতা বেহায়াপনা ছড়ায়। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন। (আমিন)
গোপালগঞ্জ সিও অফিস মোড় সংলগ্ন বাইতুল ফালাহ জামে মসজিদে অতিথি খতিব হিসেবে জুমার নামাজ পূর্ব বয়ানে খতিব মাওলানা রিয়াদুল ইসলাম মল্লিক বলেন, ইসলামে আত্মশুদ্ধির গুরুত্ব অপরিসীম, সুস্থ্য দেহের ন্যায় সুস্থ্য আত্মার প্রয়োজনীতাও সমান রকম। বরং আত্মিক পরিশুদ্ধতা শারীরিক সুস্থতার চেয়েও বহুগুণ গুরুত্বপূর্ণ। ইহলৌকিক ও পরলৌকিক উভয় জাহানে সফল জীবন গঠনে আত্মশুদ্ধির কোনো বিকল্প নেই। একজন মু’মিনের বৈশিষ্ট্যই হলো আত্মাকে পরিশুদ্ধ রেখে দুনিয়া ও আখিরাতের সফলতা নিশ্চিত করা। আপন আত্মাকে যতবেশি পবিত্র, পরিচ্ছন্ন রাখা যাবে তত বেশি আল্লাহর নৈকট্য অর্জনে সহায়ক হবে।
খতিব বলেন, আত্মশুদ্ধির মাধ্যমে বান্দা সংযত মনোভাব অর্জন করে। গুনাহর পথে ধাবিত হৃদয়ের লাগাম টেনে সে নিজেকে আল্লাহর অবাধ্যতা থেকে রক্ষা করে। আল্লাহ বলেনÑ ‘তিনি উম্মীদের মধ্য হতেই একজনকে পাঠিয়েছেন তাদের জন্য রাসূলরূপে, যিনি তাদের নিকট আল্লাহর আয়াত পাঠ করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন অথচ ইতোপূর্বে তারা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল।’ (সূরা জুমআ-২) নফস’ দ্রুত পরিবর্তনশীল। সময়ের সাথে মানুষের হৃদয়ের ধ্যান-ধারণা ও বোধের পরিবর্তন আসে। মুহূর্তে স্বচ্ছ হৃদয়ে ভর করতে পারে কলুষতা। শয়তানী ওয়াসওয়াসায় হেরে যেতে পারে মু’মিন হৃদয়। আবার পাপে ভরা হৃদয় মহান আল্লাহর ভয়ে ফিরে আসতে পারে চিরদিনের জন্য। এজন্যই অন্তরের পরিচর্যা প্রয়োজন। নবী (সা.) মানব হৃদয়ের বৈচিত্র্যতার ব্যাপারে ইরশাদ করেন, আদম সন্তানের হৃদয় হাঁড়ির উতলানো বা টগবগ করে ফোটা পানির চেয়েও অধিক পরিবর্তনশীল। আত্মশুদ্ধির সাথে সফলতার যেমন সম্পর্ক তেমনি ব্যর্থতার সম্পর্কও রয়েছে। যে অন্তরকে কলুষিত ও অপবিত্র করবে সে নিজেকে ব্যর্থতার দিকে ঠেলে দেবে। মহান আল্লাহ এ ব্যাপারে ইরশাদ করেনÑ ‘নিশ্চয় সে সাফল্য লাভ করবে, যে নিজের আত্মাকে শুদ্ধ করবে।’ (সূরা আলা-১৪) বিপরীতে কলুষ হৃদয়ের ব্যাপারে মহান আল্লাহ ইরশাদ করেনÑ ‘যে নিজের নফসকে কলুষিত করেছে সে তো ব্যর্থ হয়েছে।’ (সূরা শামস-১০) মহান আল্লাহ প্রতেক্যের হৃদয়ের গহীনের খবর জানেন। তিনি সবকিছু সম্পর্কে সম্যক অবগত। এজন্য আমাদের আমল ও কর্ম বাহ্যিকভাবে সংঘটিত হলেও মহান আল্লাহ মানুষের হৃদয় দেখেন ও নিয়তের বিশুদ্ধতা দেখেন। বাহ্যিক আমল যত ভালো হোক, হৃদয়ের পরিশুদ্ধতা বা ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য না হলে তা গ্রহণীয় নয়। এ ব্যাপারে রাসূল (সা.) বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের শরীর ও আকার আকৃতি দেখেন না। বরং তিনি লক্ষ্য করেন তোমাদের হৃদয় এ কথা বলে তিনি আঙ্গুল দ্বারা নিজের বুক বা অন্তরের দিকে ইশারা করলেন। (মুসলিম) হাদিসেও বিষয়টি পরিষ্কার বর্ণনা করা হয়েছে। নবী (সা.) ইরশাদ করেন, শুনে রাখো, নিশ্চয় দেহে একটি গোশতের টুকরা রয়েছে, তা যখন ঠিক হয়ে যায় তখন গোটা শরীরই ঠিক হয়ে যায়। আর তা যখন নষ্ট (কলুষিত) হয়ে যায় তখন সমস্ত শরীর নষ্ট হয়ে যায়। জেনে রেখো, ‘সেই গোশতের টুকরাটি হলো ক্বলব বা অন্তর।’ (বুখারী-৫২) ‘যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সেদিন উপকৃত হবে শুধু সে যে আল্লাহর নিকট বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে।’ (সূরা শু‘আরা : ৮৯-৯০) রমাজান পরবর্তী সময়ে আল্লাহ সবাইকে তাক্বওয়ার উপরে অটল ও অবিচল থেকে আখিরাতের সফলতা অর্জন করার তৌফিক দান করুন। (আমিন)
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, যৌথ বাহিনীর অভিযানে জরিমানা

বেফাক পরীক্ষায় জামিয়া গাফুরিয়া ইসলামপুর মাদরাসার সাফল্য

ঘৃণার বিষ

উল্লাপাড়ায় ১২ টি টিয়ারশেল উদ্ধার

গাজা ইস্যুতে কুষ্টিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মদ ও মাদক সহ গ্রেফতার পাকিস্তান সেনার একাধিক উচ্চপদস্থের পুত্র-কন্যা

মেয়াদ উত্তীর্ণ ভিসায় আটক, মার্কিন অভিবাসন কেন্দ্রে আত্মঘাতী চীনা মহিলা

এবছর একাধিক উপগ্রহ উৎক্ষেপণ করবে ইরান

গাজায় গণহত্যা: পাকুন্দিয়ায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ, ইসরায়েলি পণ্য বয়কটের আহবান

ফটিকছড়িতে বিল্ডিং থেকে পড়ে গ্ৰামীণ ব্যাংক ম্যানেজার নিহত

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের নতুন ৫ দফা

রাজধানীতে পৃথক স্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ৩

রিদপুরে যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭, পরিচয় মিলছে সকলের

ঘাটাইলে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে ২ জনের জেল

আওয়ামীলীগের ধূসররা লুটপাট ও ভাংচুর করছে : টুকু

দুই সচিব ও ডিসি প্রত্যাহার

মঠবাড়িয়ায় ট্রাক চাপায় ইজিবাইকের নারী যাত্রী নিহত

শিক্ষার্থীদের সৎ ও ভালো মানুষ হওয়ার পরামর্শ দিলেন হাসনাত

রায়পুরে আধিপত্য বিস্তারে খুনের জেরে তিন বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক

উন্নয়ন সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী