লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক
হজ্জ শব্দটি আরবী। এর আভিধানিক অর্থ হলো সংকল্প করা, দৃঢ় অভিপ্রায় করা এবং কোথাও গমনের ইচ্ছা করা। ইসলামী শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখে মক্কা মোয়াজ্জমার কাবাগৃহ এবং এর সংলগ্ন কয়েকটি স্থানে ইসলামের বিধান মোতাবেক অবস্থান করা বা জিয়ারত করাকে হজ্জ বলা হয়।
হযরত ইব্রাহীম (আ:) আল্লাহ পাকের নির্দেশক্রমে কাবাগৃহকে কেন্দ্র করে আল্লাহ পাকের দেয়া নিয়ম অনুসারে হজ্জ প্রবর্তন করেন। তবে,...