আড়িয়াল বিলের ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়
আড়িয়াল বিলের ফসলি জমির মাটি কেটে ইউপি চেয়ারম্যানের ইটের ভাটায় নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে নিজের প্রভাব খাটিয়ে দিন রাত ফসলি জমি কেটে ডাঙ্গা (পুকুর) তৈরির নাম করে সেই মাটি অর্ধশত মাহিন্দ্র যোগের নিজের ইট ভাটায় তুলার অভিযোগ উঠে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ এর বিরুদ্ধে।
এতে দিন দিন আড়িয়াল বিলে কৃষি...