রওশন এরশাদের নির্দেশনায় জাপার আরো দুটি বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি ঘোষণা
২০ মে ২০২৩, ১১:৫২ এএম | আপডেট: ২০ মে ২০২৩, ১১:৫২ এএম
সময় গণনায় আর মাত্র সাত মাস পরই দেয়া হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। কি প্রক্রিয়ায় নির্বাচন হবে বা কোন সরকারের অধিনে নির্বাচন হবে, তা নিয়ে রাজনৈতিক উত্তাপ থাকলেও এরইমধ্যে ছোট বড় সব দলই মাঠ গোছাতে শুরু করেছে সাংগঠনিক কর্মকাণ্ড। নিবন্ধনহীন দলগুলো জোটগত নির্বাচনে অংশ নিতে নিজেদের শক্তি প্রদর্শনে তৎপরতা শুরু করেছে। ঠিক তেমনি বিএনপি নির্বাচনে আসুক বা চাই না আসুক, নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে মাঠে নেমেছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। এরইমধ্যে বিভাগীয় সাংগঠনিক তৎপরতা পরিচালনার জন্য বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদকে বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির প্রধান করা হয়েছে।
এরপর একে একে প্রকাশ করা হচ্ছে জাপার বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি। সে ধারায় এবার ২০ মে শনিবার সাবেক এমপি ফখরুজ্জামান জাহাঙ্গীরকে সমন্বয়ক করে রংপুর এবং সাবেক এমপি আব্দুল গাফফার বিশ্বাসকে খুলনা বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির দায়িত্ব দিয়ে নাম ঘোষণা করা হয়েছে। বেগম রওশন এরশাদের নির্দেশনায় এতে স্বাক্ষর করেছেন জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্ এবং বিরোধী দলীয় নেতার মূখপাত্র ও বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক কাজী মামুনূর রশীদ।
কমিটি গঠনের দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক তৎপরতা শুরুর নির্দেশনা জারি করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হয়েছে। রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটিতে ১০ জনকে সদস্য করা হয়েছে। এরা হলেন- সংসদের বিরোধী চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সাবেক এমপি ওয়াহিদুজ্জামান সরকার বাদশা, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, অধ্যক্ষ মাহবুবুল আলম মিঠু, অধ্যক্ষ আসাদুজ্জামান চৌধুরী সাবলু, ড. আব্দুল্লাহ আল নাছের, ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার, এজাজ আহম্মেদ খান , ইঞ্জিনিয়ার সাজিউল ইসলাম রকি ও মনজুরুল হক সাচ্চা।
অন্যদিকে খুলনা বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটিতে ১০ জনকে সদস্য করা হয়েছে। এরা হলেন- অ্যাড. মাহবুবুল আলম বাচ্চু, মোল্যা শওকত হোসেন বাবুল, অ্যাড. আকরাম হোসেন, অ্যাড.রতন কুমার মিত্র, মিজানুর রহমান মিজান, সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ, অ্যাড.সাজ্জাদ হোসেন, আলমগীর সিকদার, মনিরুল ইসলাম ঝন্টু ও অ্যাড.মাসুদুর রহমান। এছাড়া সিলেট (অতিরিক্তি সংযুক্ত জেলা-ব্রাক্ষ্মণবাড়িয়া) বিভাগের সাংগঠনিক সমন্বয় কমিটিতে আরো দু'জনকে সদস্য করা হয়েছে। এরা হলেন মো. ফিরোজ খাঁন, সোলায়মান মজুমদার।
এছাড়া শিগগিরই বরিশাল বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ এরআগে গেলো ৭ মে প্রথম দফায় তিনটি বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি গঠন করা হয়। দ্বিতীয় দফায় ৯ মে রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে দশম জাতীয় সম্মেলন প্রস্তুতির কেন্দ্রীয় কমিটিতে আরো ৪ জনকে সদস্য করা হয়েছে। তারা হলেন- অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল (ব্রাক্ষ্মণবাড়িয়া), সৈয়দ মোকাব্বের(ব্রাক্ষ্মণবাড়িয়া), আব্দুল আজিজ(ব্রাক্ষ্মণবাড়িয়া) ও ইঞ্জিনিয়ার সাজিউল ইসলাম রকি(দিনাজপুর)। জাপা প্রেসনোট বিভাগের কর্মকর্তা কাজী শামসুল ইসলাম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান