রওশন এরশাদের নির্দেশনায় জাপার আরো দুটি বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি ঘোষণা
২০ মে ২০২৩, ১১:৫২ এএম | আপডেট: ২০ মে ২০২৩, ১১:৫২ এএম
সময় গণনায় আর মাত্র সাত মাস পরই দেয়া হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। কি প্রক্রিয়ায় নির্বাচন হবে বা কোন সরকারের অধিনে নির্বাচন হবে, তা নিয়ে রাজনৈতিক উত্তাপ থাকলেও এরইমধ্যে ছোট বড় সব দলই মাঠ গোছাতে শুরু করেছে সাংগঠনিক কর্মকাণ্ড। নিবন্ধনহীন দলগুলো জোটগত নির্বাচনে অংশ নিতে নিজেদের শক্তি প্রদর্শনে তৎপরতা শুরু করেছে। ঠিক তেমনি বিএনপি নির্বাচনে আসুক বা চাই না আসুক, নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে মাঠে নেমেছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। এরইমধ্যে বিভাগীয় সাংগঠনিক তৎপরতা পরিচালনার জন্য বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদকে বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির প্রধান করা হয়েছে।
এরপর একে একে প্রকাশ করা হচ্ছে জাপার বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি। সে ধারায় এবার ২০ মে শনিবার সাবেক এমপি ফখরুজ্জামান জাহাঙ্গীরকে সমন্বয়ক করে রংপুর এবং সাবেক এমপি আব্দুল গাফফার বিশ্বাসকে খুলনা বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির দায়িত্ব দিয়ে নাম ঘোষণা করা হয়েছে। বেগম রওশন এরশাদের নির্দেশনায় এতে স্বাক্ষর করেছেন জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্ এবং বিরোধী দলীয় নেতার মূখপাত্র ও বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক কাজী মামুনূর রশীদ।
কমিটি গঠনের দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক তৎপরতা শুরুর নির্দেশনা জারি করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হয়েছে। রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটিতে ১০ জনকে সদস্য করা হয়েছে। এরা হলেন- সংসদের বিরোধী চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সাবেক এমপি ওয়াহিদুজ্জামান সরকার বাদশা, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, অধ্যক্ষ মাহবুবুল আলম মিঠু, অধ্যক্ষ আসাদুজ্জামান চৌধুরী সাবলু, ড. আব্দুল্লাহ আল নাছের, ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার, এজাজ আহম্মেদ খান , ইঞ্জিনিয়ার সাজিউল ইসলাম রকি ও মনজুরুল হক সাচ্চা।
অন্যদিকে খুলনা বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটিতে ১০ জনকে সদস্য করা হয়েছে। এরা হলেন- অ্যাড. মাহবুবুল আলম বাচ্চু, মোল্যা শওকত হোসেন বাবুল, অ্যাড. আকরাম হোসেন, অ্যাড.রতন কুমার মিত্র, মিজানুর রহমান মিজান, সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ, অ্যাড.সাজ্জাদ হোসেন, আলমগীর সিকদার, মনিরুল ইসলাম ঝন্টু ও অ্যাড.মাসুদুর রহমান। এছাড়া সিলেট (অতিরিক্তি সংযুক্ত জেলা-ব্রাক্ষ্মণবাড়িয়া) বিভাগের সাংগঠনিক সমন্বয় কমিটিতে আরো দু'জনকে সদস্য করা হয়েছে। এরা হলেন মো. ফিরোজ খাঁন, সোলায়মান মজুমদার।
এছাড়া শিগগিরই বরিশাল বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ এরআগে গেলো ৭ মে প্রথম দফায় তিনটি বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি গঠন করা হয়। দ্বিতীয় দফায় ৯ মে রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে দশম জাতীয় সম্মেলন প্রস্তুতির কেন্দ্রীয় কমিটিতে আরো ৪ জনকে সদস্য করা হয়েছে। তারা হলেন- অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল (ব্রাক্ষ্মণবাড়িয়া), সৈয়দ মোকাব্বের(ব্রাক্ষ্মণবাড়িয়া), আব্দুল আজিজ(ব্রাক্ষ্মণবাড়িয়া) ও ইঞ্জিনিয়ার সাজিউল ইসলাম রকি(দিনাজপুর)। জাপা প্রেসনোট বিভাগের কর্মকর্তা কাজী শামসুল ইসলাম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডেনমার্ক সরকারের আইএফইউ কর্তৃক একেএস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
রাশিয়ার জনগণকে ভালোবাসেন ট্রাম্প!
বিমানবন্দরে রাতভর তল্লাশিতে মেলেনি কিছুই : শাহজালালে ফের বোমা হামলার হুমকি বার্তা
বিপুল কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো
ইএফডি মেশিনের আগে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনুন
বিএনপিতে চাঁদাবাজ অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই : আমান উল্লাহ আমান
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
রূপগঞ্জে শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা
মাদক চাঁই রুবেল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
দুর্নীতির মামলায় খুলনার সাবেক এমপি মিজানুর রহমান কারাগারে
সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দ
জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে
এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫
নারায়ণগঞ্জে কিউলেক্স মশার উপদ্রবে নাজেহাল নগরবাসী
স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান
নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : নবীন পুলিশদের আইজিপি