আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব (রহ.)
০৮ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৮ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম
(পূর্বে প্রকাশিতের পর)
আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব (রহ.) এর অসংখ্য ছাত্রবৃন্দ রয়েছেন যারা দেশ-বিদেশে ইলমে-দ্বীনের খেদমত, তরীকতের খিদমত চালিয়ে গেছেন এবং চালিয়ে যাচ্ছেন। কেউ কেউ বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছেন। তাঁর উল্লেখযোগ্য শাগরিদবৃন্দ হলেন- আল্লামা শিহাব উদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী, শায়খুল হাদিস মাওলানা আব্দুল হাই ছাতকী (প্রাক্তন মুহাদ্দিস - সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা), শায়খুল হাদিস মাওলানা রইছুদ্দীন হামজাপুরী রহ. (প্রাক্তন উপাধ্যক্ষ ও মুহাদ্দিস- সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা), শায়খুল হাদীস মাওলানা মো. আব্দুল মজিদ রহ. (প্রাক্তন মুহাদ্দিস- বুরাইয়া কামিল মাদরাসা এবং ইছামতি দারুল উলূম কামিল মাদরাসা; প্রাক্তন উপাধ্যক্ষ- মাথিউরা সিনিয়র ফাযিল মাদরাসা; প্রাক্তন আরবি প্রভাষক- সিংচাপইড় ইসলামিয়া আলিম মাদরাসা), শায়খুল হাদিস মাওলানা শামসুল হুদা রহ. (প্রাক্তন মুহাদ্দিস- ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা), মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী রহ. (প্রাক্তন অধ্যক্ষ- মৌলভী বাজার টাউন কামিল মাদরাসা), মাওলানা মো. তৈয়্যিবুর রহমান রহ. (প্রাক্তন অধ্যক্ষ- বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসা), মাওলানা মাশুক আহমদ রহ. (প্রাক্তন অধ্যক্ষ- ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা, জকিগঞ্জ), মাওলানা শফিকুর রহমান পাখিছিরী (প্রাক্তন অধ্যক্ষ- সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা), মাওলানা মুহিবুর রহমান রহ. (প্রাক্তন অধ্যক্ষ- হবিবপুর কেশবপুর ফাযিল মাদরাসা, সুনামগঞ্জ), মাওলানা কমর উদ্দিন রহ. (প্রাক্তন অধ্যক্ষ- রসুলগঞ্জ জামেয়া কুরআনিয়া ফাজিল মাদরাসা, জগন্নাথপুর), মাওলানা মো. শফিকুর রহমান রহ. (প্রাক্তন সুপার- থানাবাজার দাখিল মাদরাসা, জকিগঞ্জ), মাওলানা ইলিয়াস উদ্দিন রহ. (প্রতিষ্ঠাতা সুপার, নূতন বাজার দাখিল মাদ্রাসা, ধারন বাজার, ছাতক, স্নুামগঞ্জ), মাওলানা মো. আব্দুশ শহীদ ঘোরী (প্রাক্তন সুপার- দিনারপুর আইনগাঁও দাখিল মাদরাসা, নবীগঞ্জ), মাওলানা আব্দুল হক নুমানী (প্রাক্তন ইমাম ও খতিব- বাংলাদেশি ইসলামিক সেন্টার এন্ড জামে মসজিদ, লজেলস, বার্মিংহাম, ইউকে), মাওলানা ইসহাক আহমদ (,প্রাক্তন ইমাম ও খতিব- মদিনা মসজিদ ওল্ডহাম, ইউকে), মাওলানা মো. আব্দুল আলি (প্রাক্তন ইমাম ও খতিব শাহজালাল জামে মসজিদ, ওয়ালসল, ইউকে), মাওলানা হাফিজ নজির আহমদ রহ. (প্রাক্তন ইমাম ও খতিব- হাইড জামে মসজিদ, ইউকে), মুফতি ইলিয়াস হোসেন (প্রাক্তন অধ্যক্ষ- লন্ডন দারুল হাদিস লতিফিয়া মাদরাসা), মাওলানা নজরুল ইসলাম মিটুপুরী (প্রাক্তন সুপার- গিয়াস নগর দাখিল মাদরসা, কুলাউড়া), মাওলানা আব্দুল মতিন রহ. (প্রতিষ্ঠাতা ও মুহতামিম- ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা), মাওলানা আব্দুল কাদির ঘোড়াডুম্বুরী রহ. (প্রাক্তন আরবি প্রভাষক- বুরাইয়া কামিল মাদরাসা), মাওলানা নজমুল হুদা (প্রাক্তন উপাধ্যক্ষ- রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদরাসা), মাওলানা ক্বারী জমির উদ্দিন রহ. (প্রাক্তন ইমাম ও খতিব- কুদরতউল্লাহ জামে মসজিদ), মাওলানা মো. আব্দুল মালিক (প্রাক্তন আরবি প্রভাষক- ফতেহপুর কামিল মাদরাসা), মাওলানা মো. হবিবুর রহমান (প্রাক্তন অধ্যক্ষ- রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদরাসা), মাওলানা আব্দুল হালিম (প্রতিষ্ঠাতা ও সুপার- শাহ পরান দাখিল মাদরাসা, নবীগঞ্জ), মাওলানা হাফিজ রহমতুল্লাহ রহ. (প্রতিষ্ঠাতা- সৎপুর দারুল হিফজ মাদরাসা), মাওলানা আব্দুস সালাম আল-মাদানী (অধ্যক্ষ- গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসা, ছাতক), মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী (অধ্যক্ষ- কামাল বাজার ফাজিল মাদরাসা ও মহাসচিব- বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ), মাওলানা রফিকুল হক ( প্রাক্তন ইমাম ও খতিব- মদিনা মসজিদ ওল্ডহাম, ইউকে), মাওলানা আজিম উদ্দিন রহ. (প্রাক্তন ইমাম ও খতিব, ডারল্যাস্টন সুন্নি জামে মসজিদ, বার্মিংহাম, ইউকে), মাওলানা মো. ফখরুল ইসলাম রহ. (প্রাক্তন ইমাম ও খতিব, শাহজালাল মসজিদ, কিথলী, ইউকে এবং উপাধ্যক্ষ- জকিগঞ্জ ফাজিল মাদরাসা, খতীব- জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ), মাওলানা আবু আহমদ হিফজুর রহমান রহ. (প্রাক্তন ইমাম দারুল উম্মাহ, লন্ডন), মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান (অধ্যক্ষ, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা), মাওলানা আব্দুল মোছাব্বির (সহযোগী অধ্যাপক, সিলেট সরকারি আলিয়া মাদরাসা), মাওলানা মো. আব্দুন নুর (অধ্যক্ষ, মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলিম মাদরাসা, হবিগঞ্জ), মাওলানা ছরওয়ারে জাহান (অধ্যক্ষ, চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাজিল মাদরাসা, বালাগঞ্জ এবং সহসভাপতি- বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ), মাওলানা হাফিজ আব্দুল জলিল (ইমাম ও খতিব দারুস সালাম মসজিদ, লেস্টার, ইউকে), মাওলানা মো. মাশহুদ ইকবাল (ইমাম ও খতিব, নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার, ইউএসএ), মাওলানা শরিফ উদ্দিন (ইমাম ও খতিব, নিউ জার্সি মসজিদ, ইউএসএ)।
দ্বীন ইসলামের প্রচার ও ইলমে দ্বীনের খিদমত আঞ্জাম দেয়ার মহৎ উদ্দ্যেশ্যে আল্লামা মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী ছাহেব রহ. ১৯৭৮ সালের ১ জানুয়ারি স্থায়ী বসবাসের জন্য বৃটেন গমন করেন। বৃটেনে বাংলাদেশী কমিউনিটির সবচেয়ে প্রবীন আলেমে দ্বীন হিসেবে তিনি পরিগনিত। সেখানে প্রথমে তিনি লেস্টার শহরে বসবাস করতেন এবং তাঁকে বলা হতো ‘লেস্টারের ছাহেব’। তিনি হয়ে উঠেন সকল মত ও পথের আলেমগণের শ্রদ্ধাভাজন মুরুব্বি। ধীরে ধীরে তাঁর বুযুর্গি সর্বমহলে ছড়িয়ে পড়ে। উল্লেখ্য যে, আল্লামা দুবাগী ছাহেব ছিলেন যুক্তরাজ্যে জৈনপুরী-ফুলতলী মতাদর্শের প্রথম আলিমে দ্বীন। তিনি সর্বপ্রথম মসলকের ভিত্তিস্থাপন করেন। পরে একই বছর ১৯৭৮ সালের ২রা জুন শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. প্রথমবারের মত বৃটেন সফর করেন। দুবাগী ছাহেব নিজের পরিচিত ও মতাদর্শীগণকে নিয়ে ফুলতলী ছাহেব রহ.-কে এক বিশাল ঐতিহাসিক অভ্যর্থনা জানান। তিনি বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে স্পৃহা যুগিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে ফুলতলী ছাহেবের ওয়াজ-নসিহত মাহফিলের ব্যবস্থা করেন। এছাড়া এই মহতি কাজে নানা জাতি ও ভাষাভাষীর মানুষকে সম্পৃক্ত করতে তিনি বাংলার পাশাপাশি ইংরেজী, উর্দু, হিন্দী এবং গুজরাটি ভাষায়ও প্রচার-প্রচারণা চালিয়ে মানুষজনকে আগ্রহান্বিত করে তুলেন। এই সফরেই দুবাগী ছাহেব স্বীয় পীর ও মুর্শিদ আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী রহ. এর সাথে বৃটেনে মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের দ্বীনি শিক্ষার কথা আলোচনা করে মাদরাসা প্রতিষ্ঠার প্রস্তাবনা ও পরিকল্পনা করেন। ফুলতলী ছাহেব রহ. এ সফরেই লন্ডনে মাদরাসার ভিত্তিস্থাপন করেন। তখন মাদরাসার নাম ছিল মাদরাসা-এ-দারুল ক্বিরাত মজিদিয়া। পরবর্তীতে এই মাদরাসার নামকরণ হয় লন্ডন দারুল হাদীস লাতিফিয়া।
সৈয়দপুরে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এর উপর নির্মম হামলার পর ১৯৮০ সালে দুবাগী ছাহেব যুক্তরাজ্যের বিভিন্ন শহরের মুরব্বিয়ানকে নিয়ে লেস্টার শহরে এক সভার আয়োজন করে বিলাতে সর্বপ্রথম আনজুমানে আল-ইসলাহ প্রতিষ্ঠা করেন। বৃটেনে তিনি ফুলতলী মসলকের নীতিনির্ধারক ছিলেন। তাই দুবাগী ছাহেবের কারণে লেস্টারই ছিল মছলকের হেডকোয়াটার বা প্রধান কেন্দ্র। এই লেস্টারেই ফুলতলী ছাহেব সর্বপ্রথম গমন ও অবস্থান করেছিলেন। আর প্রথমে সেখানেই মছলকি মসজিদ মাদরাসা প্রতিষ্ঠার পরিকল্পনাও ছিল। পরে শহরকেন্দ্রিক মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা বেশী গুরুত্বপূর্ণ বিবেচনায় লন্ডনকে বেছে নেয়া হয়। পরে দুবাগী ছাহেবও লন্ডনে চলে আসেন।
মোদ্দাকথা, বৃটেনে তখন মছলকের সব কার্যক্রম পরিচালিত হত দুবাগী ছাহেব রহ. এর মাধ্যমে।
হযরত আল্লামা দুবাগী ছাহেব রহ. ছিলেন উস্তাযুল উলামা, প্রখ্যাত মুফতি, শায়খুল হাদীস, মুফাসসির ও উঁচু মার্গীয় প্রথম শ্রেণির ক্বারী। তাকওয়া ও পরহেজগারীসহ বহুগুণের অধিকারী এমন বিশিষ্ট বুযুর্গ ব্যক্তিত্ব ক্ষণজন্মা হয়ে থাকেন। অনেক যুগ কিংবা শতাব্দীর পর এমন বিরল গুণসম্পন্ন ব্যক্তিত্বকে পাওয়া যায়। তাদের কারো সংস্পর্শে আসা মহা সৌভাগ্যের বিষয় হয়ে থাকে।
তথ্যসূত্রে জানা যায়, তাঁর শাগরেদগণের অনেকেই ছিলেন যুগের প্রখ্যাত মুহাদ্দিস, মুফতি, মুফাসসির ও ক্বারী। তাদের স্মৃতিচারণ হলো- আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব রহ. ছিলেন সুন্নতে নববীর প্রতিকৃতি। তাঁর অনুসরণ-অনুকরণে নিঃসন্দেহে সুন্নতের অনুসরণ-অনুকরণ হয়ে যেত। ফিকহের ক্ষেত্রে তিনি যেকোনো কঠিন মাসআলা-মাসায়েলের জবাব দিতেন সাথে সাথেই। যেন এক জীবন্ত ফিকহের কিতাব ছিলেন। তাফসির আর ইলমে নাহু-ছরফ, ফরাঈজ ও বালাগতে পা-িত্যপূর্ণ জ্ঞানের অধিকারী আল্লামা দুবাগী ছাহেব রহ. যে-কোন কঠিন পরিস্থিতিতে দালিলিক সমাধান দিতে পারদর্শীতা দেখাতেন। তাঁর দেয়া ফতোয়া, ব্যাখ্যা বিশ্লেষণ ও সিদ্ধান্ত সর্বদলীয় ওলামায়ে কেরামের কাছে ঐক্যমতে গ্রহণীয় হতো। (চলবে)
লেখক: সিনিয়র শিক্ষক, মানিককোনা দারুল কেরাত সুন্নিয়া দাখিল মাদরাসা, ফেঞ্চুগঞ্জ, সিলেট।
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে- কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত