ঔপনিবেশিক পণ্ডিতদের ইসলামবিদ্বেষ
নেপোলিয়ন বোনাপার্টের (১৭৬৯-১৮২১) মিসর আক্রমণ ইসলামের ইতিহাসে একটি ভয়াবহ যুগের সুচনা ঘটায়। এর আগে মুসলমানরা খ্রিস্টানদের কাছে বহু যুদ্ধে হেরেছে। কিছু দিন পরে আবার ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু ১৭৯৮ সালে উত্তর কায়রোর আমবাবাহ যুদ্ধক্ষেত্রে নেপোলিয়নের সেনাদের কাছে মিসরীয় মুসলিমদের পরাজয় কেবল সামরিক পরাজয় ছিলো না, এটা ছিলো ইসলামের একটি যুগের পরিসমাপ্তি এবং ব্যাপকতর পরাজয়।
এরপরই মুসলিমরা নিজেদের পরাজিত ও শাসিত জাতি হিসেবে...