বিশ্বসাহিত্যে ঈদ
মানবজীবনে উৎসবের গুরুত্ব অপরিসীম। দৈনন্দিন জীবনের এক ঘেয়েমি তাকে ক্লান্ত, শ্রান্ত ও নির্জীব করে তোলে। উৎসব তার জীবনে এনে দেয় সজীবতা, উৎফুল্লতা ও চাঞ্চল্য। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে হঠাৎ এক পশলা বৃষ্টি যেমন আনন্দের বন্যা বইয়ে দেয় সমস্ত জীবের শরীরে ও অন্তরে, তেমনি উৎসব শৃঙ্খলায় বন্দী মানুষের পার্থিবজীবনে এনে দেয় অপার্থিব মুক্তি ও স্বস্তির আনন্দ। উৎসবের স্পর্শে ঝর্ণার মতো নৃত্যের জীবন...