আগামী মাসে বয়সভিত্তিক দুই সাফ
০৪ আগস্ট ২০২৩, ১০:০০ পিএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) বয়সভিত্তিক দুই সাফ চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ চূড়ান্ত করেছে। আগামী মাসেই মাঠে গড়াচ্ছে বয়সভিত্তিক দুই সাফ। দু’টি আসরেই অংশ নিচ্ছে বাংলাদেশ। আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের খেলা। এরপর ২১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নেপালের দশরথ স্টেডিয়ামে চলবে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের খেলা। এ দুই টুর্নামেন্টে লাল-সবুজের বয়সভিত্তিক দলের বাজেট নিয়ে গতকাল আলোচনা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডেভলপম্যান্ট কমিটির সভায়। সেই সঙ্গে সাফের দেওয়া চূড়ান্ত সূচীও প্রকাশ করেছে বাফুফে। দু’টি টুর্নামেন্টের জন্যই বাফুফের এলিট একাডেমির ফুটবলারদের নিয়ে দল গড়া হয়েছে। ভুটানে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে দুই গ্রুপে ৬টি দল খেলবে। বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী হয়েছে ভারত ও নেপাল। ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক ভুটান, মালদ্বীপ ও পাকিস্তান। ১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, এরপর ৩ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে লাল-সবুজরা খেলবে নেপালের বিপক্ষে। গ্রুপ পর্ব শেষে ৭ সেপ্টেম্বর দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ে অনুষ্ঠিত হবে দু’টি সেমিফাইনাল। ১০ সেপ্টেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
অন্যদিকে নেপালে আয়োজিত অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপেও খেলছে ছয় দল। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে তারা প্রুতিপক্ষ হিসেবে পেয়েছে ভারত ও ভুটানকে। ‘এ’ গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গী হয়েছে মালদ্বীপ ও পাকিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ২১ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে। ২৩ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলবে লাল-সবুজরা। ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দু’টি সেমিফাইনাল। ৩০ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে অনুর্ধ্ব ১৯ সাফের। সবগুলো ম্যাচই হবে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অপকর্মের হোতা পুলিশ কর্তারা এখনও বহাল
দুই সচিবের চুক্তিতে নিয়োগ পাওয়ার সম্ভবনা
হঠাৎ বেপরোয়া ছিনতাইকারী চক্র
ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান রাশিয়ার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ইসরাইলি হামলায় গাজায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত
প্রথম সরকারি সফরে সউদী যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
আড়ানী পৌরসভায় ৫০০ জন হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ
হালুয়াঘাটে ধরাছোঁয়ার বাইরে পাচার চক্রের ভারতীয় র'য়ের এজেন্ট সেই শুকান্ত দত্ত
সচিবালয়ে অগ্নিকাণ্ড বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে
ইয়েমেনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সের অপরাধের নেপথ্য কাহিনি
আটঘরিয়ায় স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য দূরীকরনের জন্য স্মারকলিপি প্রদান
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বাতেন, সম্পাদক সাইফুল
ষড়যন্ত্র এখনো থেমে নেই : আমিনুল হক
রাজধানীতে ব্যানার-ফেস্টুন অপসারণ করছে বিএনপি
খুলনা-চট্টগ্রাম ম্যাচে ‘টাইমড আউট’ নাটক
মেহেরপুরে প্রবীণ সাংবাদিক রশিদ হাসান খান আলোর জানাজা শেষে দাফন সম্পন্ন
সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই সৈয়দপুরে -বেবী নাজনীন
কিশোরগঞ্জের কৃষকরা শীতকালীন সবজি চাষ ও পরিচর্চায় ব্যস্ত
দুর্বৃত্তদের ধারালো অস্ত্রাঘাতে ছাত্রদল নেতা গুরুতর জখম