শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে পাঁচে ৫ ভারতের
২৩ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে টানা ৫ জয় তুলে নিলো স্বাগতিক ভারত। গতকাল ধর্মশালার হিমাচল প্রদেশ স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে ভারত ১২ বল হাতে রেখে ৪ উইকেটে হারায় নিউজিল্যান্ডকে। আগে ব্যাট করে ড্যারিল মিচেলের দুর্দান্ত সেঞ্চুরি ও রাচিন রবীন্দ্রর হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ২৭৩ রানের অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে বিরাট কোহলির দারুণ ব্যাটিংয়ে ৪৮ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এই জয়ে ২০ বছরের আক্ষেপ ঘুচলো ভারতের। সর্বশেষ ২০০৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল নিউজিল্যান্ড। এরপর কেটে গেছে প্রায় দুই দশক। এই সময়ে আইসিসি ইভেন্টের কোনো ম্যাচে কিউইদের হারাতে পারেনি ভারতীয়রা। অবশেষে ঘরের মাঠে সেই আক্ষেপ ঘোচালেন রোহিত শর্মারা। তবে স্বাগতিক ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে আলো ছড়ান নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটার মিচেল ও রবীন্দ্র। এ দুইজন ও গ্লেন ফিলিপস ছাড়া ব্যাট হাতে কিউইদের বাকিরা ছিলেন পুরোটাই ব্যর্থ। পাশাপাশি বল হাতে ভারতের পেসার মোহাম্মদ শামি রীতিমতো আগুন ঝরিয়েছেন! ১৯ রান তুলতেই শুরুর দুই উইকেট হারায় কিউইরা। এরপর রবীন্দ্রকে নিয়ে সেই ধাক্কা সামাল দেন মিচেল। তার সেঞ্চুরিতে বড় রানের পথেই ছিল নিউজিল্যান্ড। তবে শেষ দিকে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে তিনশো ছুঁতে পারেনি কিউইরা।
টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। রানের খাতা খোলার আগেই কিউই ওপেনার ডেভন কনওয়েকে বিদায় করেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। নবম ওভারে আরেক ওপেনার উইং ইয়ংকে ১৭ রানে থামিয়ে দেন মোহাম্মদ সামি। মাত্র ১৯ রানে দুই ওপেনারের বিদায়ের পর ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন রবীন্দ্র ও মিচেল। ২১তম ওভারে নিউজিল্যান্ডের রান ১শতে তুলেন তারা। ২৩তম ওভারে ওয়ানডেতে তৃতীয় হাফসেঞ্চুরির দেখা পান রবীন্দ্র।
৫৬ বল খেলে ৫ চার ও এক ছয়ের মারে তিনি ৫০ রান পূর্ণ করেন। ২৭তম ওভারে ওয়ানডেতে পঞ্চম অর্ধশতক করেন ৬০ বল খেলা মিচেল। হাফসেঞ্চুরির পথে তিনি তিন বাউন্ডারি ও দুই ছক্কা হাঁকান। ৩০তম ওভারে জাদেজার বলে মিচেলের ক্যাচ ফেলেন ভারতীয় উইকেটরক্ষক লোকেশ রাহুল। তখন ৫৯ রানে ছিলেন মিচেল। এরপর ব্যক্তিগত ৭০ রানে স্পিনার কুলদীপ যাদবের বলে বুমরাহর হাতে জীবন পান মিচেল।
১২ রানে জীবন পাওয়া রবীন্দ্রকে ইনিংসের ৩৩তম ওভারে ড্রেসিংরুমে পাঠিয়ে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন সামি। ৬টি চার ও ১ ছক্কায় ৮৭ বলে ৭৫ রান করে আউট হন রবীন্দ্র। তৃতীয় উইকেটে মিচেলের সঙ্গে ১৫২ বলে ১৫৯ রানের জুটি গড়ে দলকে ম্যাচে রাখেন তিনি। বিশ^কাপে ভারতের বিপক্ষে যেকোন উইকেটে এটিই নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের জুুটি। এতে ভেঙে যায় ৪৪ বছরের পুরনো রেকর্ড। ভারতের বিপক্ষে বিশ^কাপে এতদিন সর্বোচ্চ রানের জুটির মালিক ছিলেন জন রাইট ও ব্রুস এডগার। ১৯৭৯ বিশ্বকাপে লিডসে উদ্বোধনী জুটিতে ১০০ রান করেছিলেন রাইট ও এডগার। রবীন্দ্রর বিদায়ে উইকেটে এসে দুই অংকের ঘরে রান তুলতে পারেননি নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ৩৭তম ওভারের শেষ বলে দলীয় ২০৫ রানে কুলদীপের প্রথম শিকার হয়ে ৫ রানে আউট হন ল্যাথাম।
এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে ৪১তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন মিচেল। ঠিক ১০০ বলে ৭ চার ও ৪ ছক্কার মারে তিনি শতরান করেন। বিশ^কাপে ভারতের বিপক্ষে চার নম্বরে নেমে সেঞ্চুরি করা চতুর্থ ব্যাটার হলেন মিচেল। মিচেল-ফিলিপস ক্রিজে থাকা অবস্থায় ৪০ থেকে ৪৫ ওভারে মাত্র ২৮ রান পায় কিউইরা। ৪৫তম ওভারে ফিলিপসকে ২৩ রানে থামিয়ে নিউজিল্যান্ডের উপর চাপ বাড়ান কুলদীপ। মিচেলের সঙ্গে জুটিতে ৪৫ বলে ৩৮ রান তুলেছিলেন ফিলিপস। ফিলিপস আউট হওয়ার পর নিউজিল্যান্ডের শেষ ৫ ব্যাটারের মধ্যে তিনজন এক অংকের ঘরে রান তুললেও বাকি দু’জনের সংগ্রহ ছিল শূন্য রান। এর পুরো কৃতিত্ব ভারতীয় পেসার মোহম্মদ সামি’র। তার আগুন ঝরা বোলিংয়ের কারণেই মুখ থুবরে পড়েন নিউজিল্যান্ডে নীচের সারির ব্যাটাররা। অন্যপ্রান্তে মিচেল থাকলেও দ্রুত রান তুলতে পারেননি তিনিও। শেষ ছয় ওভারে ৬ উইকেটে হারিয়ে মাত্র ৩০ রান তুলতে পারে কিউইরা। মূলত সামির তোপেই তিনশ’র আগে গুটিয়ে যায় নিউজিল্যন্ড। শেষ ওভারের পঞ্চম বলে দলীয় ২৭৩ রানে আউট হন মিচেল। তিনি সামির বলে কোহলিকে ক্যাচ দিয়ে ফেরার আগে করে ১৩০ রান। তার ১২৭ বলের ইনিংসে ৯ চার ও ৫টি ছয়ের মার ছিল।
ভারতের মোহাম্মদ সামি ১০ ওভার বল করে ৫৪ রানে ৫ উইকেট নেন। ভারতীয়দের হয়ে একমাত্র বোলার হিসেবে বিশ্বকাপে দুইবার ফাইফার পাওয়ার রেকর্ড গড়েন তিনি। ৯৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বারের মত পাঁচ উইকেট নিলেন সামি। কুলদীপ যাদব ৭৩ রানে ২টি এবং বুমরাহ ও মোহাম্মদ সিরাজ উভয়েই ৪৫ রানে পান ১টি করে উইকেট।
২৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে দুর্দান্ত শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। এই জুটি ৭১ রান তুলে বিচ্ছিন্ন হয়। ১১.১ ওভারে কিউই পেসার লকি ফার্গুসন বোল্ড করে ফেরান রোহিতকে। ফেরার আগে ৪০ বল খেলে ৪টি করে চার ও ছয়ের মারে ৪৬ রান করেন ভারতীয় অধিনায়ক। আরেক ওপেনার গিল ৩১ বলে ২৬ রান করে ফার্গুসনের শিকার হন। তার ইনিংসে ৫টি বাউন্ডারির মার ছিল। ১৩.২ ওভারে দলীয় ৭৬ রানে ভারত ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন বিরাট কোহলি। তার অসাধারণ ব্যাটিংয়ে প্রায় দিশেহারা হয়ে পড়েন কিউই বোলাররা। তবে দুই ওপেনারকে হারানোর পর শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলরা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি।
আর দুই অঙ্ক ছোয়ার আগেই ফেরেন সূর্যকুমার যাদব। শ্রেয়াস ফেরেন ট্্েরন্ট বোল্টের শিকার হয়ে। ২২তম ওভারের তৃতীয় বলে দলীয় ১২৮ রানে কনওয়েকে ক্যাচ দেন তিনি। ফেরার আগে ২৯ বলে ৬ চারের মারে করেন ৩৩ রান। এরপরই আউট হন কেএল রাহুল। তিনি ৩৫ বলে তিন বাউন্ডারিতে ২৭ রান করে মিচেল স্যান্টনার শিকার হন। ৩৩.৫ ওভারে সূর্যকুমার যাদব ৪ বলে মাত্র ২ তুলে রান আউট হলে দলীয় ১৯১ রানে ভারত হারায় পঞ্চম উইকেটটি।
মূলত উদ্বোধনী জুটির পর আর বড় কোনো জুটি গড়তে পারেনি ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। তবে এক প্রান্ত আগলে রেখে ঠিকই ব্যাটিং করে গেছেন বিরাট কোহলি। তবে এই টপ অর্ডার ব্যাটার ড্রেসিংরুমে ফেরেন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। ভারতের সাবেক তারকা ক্রিকেটার লিটল মাস্টার খ্যাত শচীন টেন্ডুলকারকে ছোঁয়ার আগেই থামেন কোহলি। শচীন তার ওয়ানডে ক্যারিয়ারে ৪৯টি সেঞ্চুরি নিয়ে সবার উপরে থাকলেও কোহলি ইতোমধ্যে ৪৮ সেঞ্চুরির মালিক বনে গেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেলে তিনি ছুঁয়ে ফেলতেন শচীনকে। কোহলি যখন আউট হন তখন জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৫ রানের। তবে ৪৮তম ওভারের চতুর্থ বলে দলীয় ২৬৯ রানে কিউই বোলার ম্যাট হেনরিকে তুলে মারতে গিয়ে গ্লেন ফিলিপসের তালুবন্দী হন কোহলি। ফেরার আগে করেন ১০৪ বলে ৯৫ রান। তার ইনিংসে ছিল ৮ চার ও ২ ছক্কার মার। কোহলি ফেরার পর মোহাম্মদ শামিকে সঙ্গে নিয়ে ১২ বল হাতে রেখেই জয় ছুঁয়েছেন রবীন্দ্র জাদেজা। শেষ পর্যন্ত জাদেজা ৪৪ বলে ৩ চার ও এক ছয়ের মারে ৩৯ রানে অপরাজিত থাকেন। শামির সংগ্রহ ১ বলে ১ রান।
নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ৬৩ রানে পান ২ উইকেট। ম্যাচসেরা নির্বাচিত হন মোহাম্মদ শামি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা