ঘুরে দাঁড়ানোর তাড়না নিয়ে চেন্নাইয়ে বাংলাদেশ
১২ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
ধর্মশালায় মনোরম হাওয়ায় বাংলাদেশ দলের অভিজ্ঞতা অম্ল-মধুর। আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে উড়ন্ত শুরুর পরই ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের ধাক্কা। বিপরীতমুখী দুই অভিজ্ঞতা সঙ্গী করে উত্তর ভারতের পাহাড়ি জনপদ থেকে দক্ষিণ ভারতের সমুদ্রের কিনারে এলেন সাকিব আল হাসানরা।
গতকাল ভাড়া করা বিমানে সরাসরি আড়াই হাজার কিলোমিটার দূরের চেন্নাই পৌঁছায় বাংলাদেশ দল। আগের রাতে ইংল্যান্ডের বিশাল রানের নিচে চাপা পড়লেও বিশ্বকাপে দারুণ কিছুর স্বপ্ন চাপা দেয়নি। এখনো বড় কিছুর আশা নিয়েই ক্রিকেটাররা এসেছেন নিউজিল্যান্ডকে সামলাতে। বিমানবন্দরে লিটন দাস, মেহেদী হাসান মিরাজরা ফুরফুরে থাকার চেষ্টা করেছেন। বাইরের সমালোচনায় কান না দিতে নির্দেশনা আছে টিম ম্যানেজমেন্টের। দলের পারফরম্যান্স যেমনই উঠা নামায় থাকুক, স্কোয়াডে থাকা ক্রিকেটারদের উপর যে ম্যানেজমেন্টের আস্থা আছে সেটা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে জানিয়ে দেওয়া হয়েছে। তবে আগের ম্যাচের হতাশা যে দলে জেঁকে বসেছে তার প্রমাণ মিলল কোচ, পেসারদের বক্তব্যেই।
ধর্মশালায় দুই ম্যাচেই পেসারদের বোলিং ছিল হতাশাজনক। আফগানিস্তানের পর ইংল্যান্ডের বিপক্ষেও টস জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। টসের ফলের মতো দুই ম্যাচে অপরিবর্তিত থাকে বাংলাদেশের বোলিংয়ের শুরুটাও। দুই দিনই উইকেটের শুরুর দিকে সুবিধা কাজে লাগাতে ব্যর্থ পেসাররা। এক দিনও তারা ভাঙতে পারেননি উদ্বোধনী জুটি। পেসারদের মলিন দিনে ইংল্যান্ডের ওপেনিং জুটি থেকেই আসে ১১৫ রান। ৩৬৪ রান করে তারা বাংলাদেশকে হারায় ১৩৭ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পেসারদের ব্যর্থতার কথা স্বীকার করে নেন বাংলাদেশের প্রধান কোচও, ‘সবশেষ দুই ম্যাচে অস্বাভাবিকভাবে ছন্দহীন ছিল ফাস্ট বোলাররা। সাধারণত দিনের ম্যাচে শুরুর দিকে ফাস্ট বোলারদের জন্য (উইকেটে) কিছু না কিছু থাকে। এই ম্যাচেও শুরুতে সিম মুভমেন্ট ছিল, কিছুটা চিটচিটে, অসম গতি ছিল উইকেটে। দুই ওপেনার খেলছিল এবং মিস করছিল, টাইমিংয়ে গড়বড় হচ্ছিল। তারা কিছুটা ভাগ্যবানও ছিল। এরপর তারা সত্যিই ভালো ব্যাটিং করেছে। আমরা শুরুতে কিছু উইকেট নিতে পারলে গল্পটা ভিন্ন হতে পারত।’
তাসকিন আহমেদ বল করেছেন কেবল ৬ ওভার। তাতে দেন ৩৮ রান। মুস্তাফিজুর রহমানের ১০ ওভার থেকে আসে ৭০ রান। শরিফুল ইসলাম ৩ উইকেট নিলেও দেন ৭৫ রান। বোলারদের এমন ফিগারে কোনো সদুত্তর দিতে পারেননি দলের পেস আক্রমণের নেতা তাসকিনও, মেনে নিলেন নিজেদের ব্যর্থতা, ‘আসলে পরিকল্পনা অনুযায়ী একটু খারাপ দিন গেছে। সবাই সবার সেরাটা দিতে পারিনি। কোনো কিছুর অজুহাত দিয়ে লাভ নেই। এর চেয়েও বাজে কন্ডিশনে ভালো করেছি আমরা। আমরা পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারিনি।’ গত দুই বছরে পেসারদের পারফরম্যান্সে যে ধারাবাহিকতা, বিশ্বকাপে তা ধরে রাখতে না পারলে প্রশ্ন উঠে যায় স্বাভাবিকভাবেই। তাসকিন অবশ্য এখানে বিরক্তিমাথা কণ্ঠে শোনালেন আশার কথা, ‘দুই ম্যাচ দিয়ে দুই বছরের অর্জনকে এলোমেলো মনে করেন তাহলে আমাদের ব্যর্থতাই...। সামনে ভালো করার চেষ্টা করবো। ভালো করতে পারিনি। সামনে করার চেষ্টা করবো।’
সেই সামনে কিন্তু খুব বেশি দূরের পথ নয়, আগামীকালই। এদিন চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামের বাইশগজে বড় পরীক্ষা। প্রতিপক্ষ উড়তে থাকা নিউজিল্যান্ড। চেন্নাইর মাঠ বলেই ক্রিকেটাররাও স্বপ্নটা দেখছেন। ঐতিহ্য অনুযায়ী ভারতের সবচেয়ে স্পিন বান্ধব উইকেট চেন্নাইতে। মিরপুরের সঙ্গে এই ভেন্যুর কিছুটা মিল আছে। প্রতিপক্ষে দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ড হলেও কন্ডিশনের চেনা আবহ দলকে দিচ্ছে সাহস। চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে পেস আক্রমণে বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে ছিপ্পাকের মাঠ বলেই অন্তত তিন স্পিনার একাদশে রাখবে বাংলাদেশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অপকর্মের হোতা পুলিশ কর্তারা এখনও বহাল
দুই সচিবের চুক্তিতে নিয়োগ পাওয়ার সম্ভবনা
হঠাৎ বেপরোয়া ছিনতাইকারী চক্র
ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান রাশিয়ার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ইসরাইলি হামলায় গাজায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত
প্রথম সরকারি সফরে সউদী যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
আড়ানী পৌরসভায় ৫০০ জন হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ
হালুয়াঘাটে ধরাছোঁয়ার বাইরে পাচার চক্রের ভারতীয় র'য়ের এজেন্ট সেই শুকান্ত দত্ত
সচিবালয়ে অগ্নিকাণ্ড বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে
ইয়েমেনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সের অপরাধের নেপথ্য কাহিনি
আটঘরিয়ায় স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য দূরীকরনের জন্য স্মারকলিপি প্রদান
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বাতেন, সম্পাদক সাইফুল
ষড়যন্ত্র এখনো থেমে নেই : আমিনুল হক
রাজধানীতে ব্যানার-ফেস্টুন অপসারণ করছে বিএনপি
খুলনা-চট্টগ্রাম ম্যাচে ‘টাইমড আউট’ নাটক
মেহেরপুরে প্রবীণ সাংবাদিক রশিদ হাসান খান আলোর জানাজা শেষে দাফন সম্পন্ন
সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই সৈয়দপুরে -বেবী নাজনীন
কিশোরগঞ্জের কৃষকরা শীতকালীন সবজি চাষ ও পরিচর্চায় ব্যস্ত
দুর্বৃত্তদের ধারালো অস্ত্রাঘাতে ছাত্রদল নেতা গুরুতর জখম