‘হাফ ফিট’ সাকিব খেলবেন!
২৪ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
সাকিব আল হাসান- বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, বিশ্বসেরা অলরাউন্ডার, দলের প্রাণভোমরা হয়ে এবারের বিশ্বকাপে তার কাঁধেই অধিনায়কত্বের গুরুদায়িত্বও। তবে সেই সাকিবই ‘প্রথম দর্শন’ দিলেন এমন একটা সময়ে যখন নিজে জুঝছেন চোটের সঙ্গে, দল ধুঁকছে সেমির লড়াই থেকে ছিটকে যাবার আতঙ্কে। বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশনে আজ বাংলাদেশের প্রতিপক্ষ উড়ন্ত দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের আগে এবারের আসরে প্রথমবারের মতো আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলনে হাজির হলেন দলের প্রতিনিধি হয়ে। তবে সাকিব বলে কথা! নিজের এক মোহনীয় গুণে এক ঝটকায় উড়িয়ে দিলেন সকল শঙ্কা। বললেন, সবকিছু ঠিক থাকলে খেলবেন আজ, দলও ফিরবে কক্ষপথে।
মাংসপেশির চোট নিয়ে মুম্বাইয়ের ম্যাচ ভেন্যুতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগের দিন থেকে ব্যাটিংটা শুরু করেছিলেন সাকিব। তবে বাকি ছিল রানিং আর বোলিং। ম্যাচের আগের দিন গতকাল অনুশীলনে যাবার আগে হওয়া এই সংবাদ সম্মেলনে তাই সবার নজর ছিল সাকিবের দিকেই। শুরুতেই এই ব্যাপারে প্রশ্ন হলে তিনি বলেন, ‘গতকাল (পরশু) যখন অনুশীলন করেছি, কোনো কিছু (অস্বস্তি) অনুভব করিনি। নেতিবাচক কোনো কিছু অনুভব করিনি। আজও (গতকাল) অনুশীলন করব। যদি সব কিছু ঠিকঠাক থাকে আশা করি, তাহলে ফিট ইনশাআল্লাহ।’ শতভাগ ফিট না হলেও খেলবেন কিনা এই প্রশ্ন করা হলে সাকিব উল্টো জানতে চান, ‘ফিটনেসের প্যারামিটার আসলে কী?’ পরে গুমোট পরিবেশ হাল্কা করতেই কি-না বললেন, ‘আজকের (গতকাল) ফিটনেস পরীক্ষা শেষে বোঝা যাবে। ব্যাটিংয়ে গতকালকে কোনো সমস্যা হয়নি। মনে হয় না আজকেও কোনো সমস্যা হওয়ার কথা। রানিং করা হয়নি, রানিং করে দেখা হবে। যদি রানিংয়ে কোনো সমস্যা না থাকে তাহলে আলহামদুলিল্লাহ (খেলতে পারব)।’
তখনই নতুন করে সেই পুরনো তামিমকে নিয়ে করা ‘হাফ ফিট’ প্রসঙ্গটা সামনে আসে। তবে দলের এই ক্রান্তিকালে কিছুটা পাশে থাকার চেষ্টাতেই কি-না নতুন করে আর সেই পুরনো কাসুন্দি ঘাঁটলেন না উপস্থিত সাংবাদিকরা। যাদের অনেকেই এখন বাংলাদেশ দলের চোখে ‘অনাহুত’!
দলের সবচাইতে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়েও পুরোপুরি ফিট না হয়ে খেলেন নি ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে। আজ হারলে মোটামুটি বিদায়ের ঘণ্টা বেজে যেতে পারে। তবে বাংলাদেশের সেমিফাইনালে খেলার ক্ষেত্রে এখনো ‘খুব ভালো সুযোগ’ আছে বলে মনে করেন সাকিব। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, অন্যান্য দল সহায়তা করছে তাঁদের, এখন নিজেদের কাজটি করার পালা। পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচের আগে ৪ ম্যাচে ১ জয় পাওয়া বাংলাদেশ পয়েন্ট তালিকায় ছিল ছয় নম্বরে। অবশ্য ছয় থেকে দশ নম্বরে থাকা পাঁচটি দলেরই ২ পয়েন্ট করে এখন। সবারই বাকি ৫টি করে ম্যাচ। সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে গেলে কার্যত বাকি সব ম্যাচই জিততে হতে পারে বাংলাদেশকে। প্রথম ৪ ম্যাচে মাত্র একটি জেতা দলের জন্য সেটি যে বেশ কঠিন, তা আলাদা করে বলতে হয় না। তবে সাকিব পেছনের ম্যাচের দিকে ফিরে তাকাতে চান না, ‘আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে। বিশ্বকাপে আগের ম্যাচে জিতলেন না হারলেন, তাতে কিছু যায় আসে না। নির্দিষ্ট দিনে কে পারফর্ম করছে সেটিই ব্যাপার।’
এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে না বলেও মনে করেন তিনি। দক্ষিণ আফ্রিকার উদাহরণ টেনে তিনি বলেছেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকাকে উড়তে দেখেছি, আবার নেদারল্যান্ডসের কাছে হারতে দেখেছি। ইংল্যান্ডের বিপক্ষে আবার দুর্দান্ত খেলেছে। এর মানে এসব ব্যাপার ক্রিকেটে হয়, বিশেষ করে বিশ্বকাপে। যেভাবে নিজেদের প্রস্তুত করতে চাই, সেভাবেই করব। নিজেদের সেরা খেলাটা খেলতে চাই। এরপর দেখব আমরা কোথায় আছি।’ তবে সব মিলিয়ে এ ম্যাচ যে বেশ গুরুত্বপ‚র্ণ, সাকিব জানেন সেটি, ‘স্বাভাবিকভাবেই অনেক ভালো খেলতে হবে, দক্ষিণ আফ্রিকা ৪টির ৩টি জিতেছে, ওরা অনেক ভালো অবস্থানে আছে। তবে যেটি বললাম, এটার মানে এই না যে সব শেষ। ৫টি ম্যাচ আছে, কাল (আজ) অনেক গুরুত্বপ‚র্ণ ম্যাচ। জিততে পারলে মোমেন্টাম পেয়ে যাব, খুবই ভালো অবস্থানে চলে আসব। যদিও খুব একটা ম্যাচ জিতিনি, তবে পয়েন্ট তালিকা দেখলে খুব একটা বাজে অবস্থায় নেই (হাসি)।’
সাকিব তাই সেমিফাইনালের আশা ছাড়েননি এখনো, ‘ওই সম্ভাবনা তো এখনো আছে। আমরা না পারলেও অন্যরা আমাদের সহায়তা করছে। ওইরকম যদি হতেই থাকে, আর আমরা যদি নিজেদের একটু সহায়তা করতে পারি, স্বপ্ন সত্যিও হয়ে যেতে পারে। আপনি যদি দেখেন, এখনো খুব ভালো সুযোগ আছে আমাদের। এত তাড়াতাড়ি হতাশ হবেন না। শেষ হলে হতাশ হোন। মন ভরে হতাশ হোন। কোনো সমস্যা নেই।’ এমন অবস্থানে দলকে উজ্জীবিত করার কাজটিও সহজ হওয়ার কথা নয়। তবে সাকিব বলছেন, সেটির দরকারও নেই, ‘মনে হয় না, বিশ্বকাপের মতো মঞ্চে কাউকে অনুপ্রাণিত করার দরকার আছে। সবারই নিজস্ব অনুপ্রেরণা আছে। যার যার জায়গা থেকে ভালো করছে। সমন্বিতভাবে ভালো করতে পারিনি। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স কয়েকজন ভালোই করেছে। এগুলো আরেকটু ভালো হলে সমন্বিতভাবে আরও ভালো করতে পারতাম।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা