পাকিস্তানকে গুটিয়ে দিল দক্ষিণ আফ্রিকা
২৭ অক্টোবর ২০২৩, ০৬:২২ পিএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩, ০৭:০১ পিএম
ব্যাটারদের প্রত্যেকেই পেলেন ভালো শুরু। কিন্তু ইনিংস টেনে লম্বা করতে পারলেন না কেউই। পাকিস্তানও পরল না পুরো ওভার খেলতে। বাবর আজমের দলকে গুটিয়ে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকা পেল তুলনামূলক সহজ লক্ষ্য।
চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ২৬তম ম্যাচে শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ২০ বল বাকি থাকতে ২৭০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ফিফটি পেয়েই আউট হন বাবর ও সউদ শাকিল।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৬০ রানে ৪ উইকেট নিয়েছেন স্পিনার তাবরিজ শামসি। ৪৩ রানে তিনটি নিয়েছেন মার্কো জানসেন।
একটা পর্যায়ে তিনশোর্ধো সংগ্রহের পথে ছিল পাকিস্তান। ষষ্ঠ উইকেটে যখন ব্যাটে ছিলেন সউদ শাকিল ও শাদাব খান। ৪০তম ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২২৫ রান। এসময় রীতিমত প্রটিয়াদের হুমকি হয়ে উঠেছিলেন শাবাদ ও শাকিল। দুজনের জুটি ছিল ৭১ বলে ৮৪ রানের।
জেরাল্ড কোয়েৎজিকে হাঁকাতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়ে আউট হন দারুণ খেলতে থাকা শাদাব। জুটি ভেঙে স্বস্তি ফেরে প্রটিয়া শিবিরে। পরপরই আউট হন শাকিলও, শামসির বলে কট বিহাইন্ড হয়ে। মোহাম্মদ নওয়াজও লড়াইয়ের আভাস দিয়ে আউট হয়ে গেলে পাকিস্তানের পুরো ৫০ ওভার খেলার আশা শেষ হয়ে যায়।
৩৬ বলে ৪৩ রান আসে শাদাবের ব্যাট থেকে। ৫২ বলে ৭ চারে ৫২ রান করেন শাকিল।
তাদের জুটির আগে দলকে টেনে নিচ্ছিলেন বাবর। তৃতীয় ও চতুর্থ উইকেটে দুটি চল্লিশোর্ধো জুটির নেতৃত্বে ছিলেন তিনি। ইমাম-উল হক (১৮ বলে ১২), মোহাম্মদ রিজওয়ান (২৭ বলে ৩১) ও ইফতিখার আহমেদকে (৩১ বলে ২১) থিতু হয়ে আউট হতে দেখেন অধিনায়ক। শেষ পর্যন্ত আউট হয়ে যান দলপতি নিজেও।
ছন্দ ফিরে পাওয়ার লড়াইয়ে এবার বাবরের ব্যাট থেকে এসেছে ৬৫ বলে লড়াকু ৫০ রানের ইনিংস। শামসিকে স্ক্রুপ করতে গিয়ে দুর্ভাগ্যজনক কট বিহাইন্ড হয়ে যান র্যাঙ্কিংয়ের শীর্ষ এই ব্যাটার।
আসরে আগের পাঁচ ম্যাচের চারটিতেই তিনশোর্ধো রান করেছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে আছে ৪২৮, ৩৯৯ ও ৩৮২ রানের ইনিংসও। সেই হিসাবে ২৭১ রানের লক্ষ্য মামুলি মনে হতেই পারে।
অবশ্য সময় গড়ানোর সাথে সাথে উইকেট কিছুটা বাউন্সি হতে শুরু করে। এই যা পাকিস্তানের জন্য আশার দিক। তবে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নওয়াজরা কতটা এর সুবিধা নিতে পারবেন সেইটাই এখন দেখার।
আগের পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে পাকিস্তান। তাদের সবশেষ হার আফগানিস্তানের বিপক্ষে। আর দক্ষিণ আফ্রিকা সমান ম্যাচে হেরেছে একটিতে, নেদারল্যান্ডসের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৪৬.৪ ওভারে ২৭০ (শফিক ১২, ইমাম ১২, বাবর ৫০, রিজওয়ান ৩১, ইফতিখার ২১, শাকিল ৫২, শাদাব ৪৩, নওয়াজ ২৪, শাহিন ২, ওয়াসিম ৭, রউফ ০*; অতিরিক্ত ১৯; জানসেন ৯-১-৪৩-৩, এনগিদি ৭.৪-০-৪৫-১, মার্করাম ৪-০-২০-০, মহারাজ ৯-০-৫৬-০, কোয়েৎজি ৭-০-৪২-২, শামসি ১০-০-৬-৪)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি
ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু
দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,
শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে
মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ
বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে
এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে
গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র
মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা
ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ
পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত
যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল