দুইয়ে দুইয়ে সিরিজ বাংলাদেশের
২৮ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
ব্যাট হাতে সম্মিলিত পারফরম্যান্সে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ নারী দল। পরে বোলাররা আটকে রাখলেন পাকিস্তানের ব্যাটারদের। দারুণ জয়ে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২০ রানে জিতেছে বাংলাদেশ। ১২১ রানের লক্ষ্যে পুরো ২০ ওভার খেলে ৭ উইকেটে ১০০ রানে থেমেছে পাকিস্তান।
তিন ম্যাচ সিরিজের প্রথমটি ৫ উইকেটে জেতে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পঞ্চমবারে এসে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেল তারা। সব মিলিয়ে এই সংস্করণে বাংলাদেশের তৃতীয় সিরিজ জয় এটি। এর আগে ২০১৮ সালে আয়ারল্যান্ড ও পরের বছর থাইল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশের মেয়েরা।
১টি করে চার-ছক্কায় দলের সর্বোচ্চ ২৭ রান করেন স্বর্ণা আক্তার। ২২ বলের এই ইনিংসের সৌজন্যে ১১ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবার ম্যাচ সেরার স্বীকৃতি পেলেন ১৬ বছর বয়সী অলরাউন্ডার। প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে জয়ের কারিগর নাহিদা আক্তার এবার ধরেন ১৫ রানে ২ শিকার। এই সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় সালমা খাতুনের পাশে বসলেন তিনি। দুজনেরই এখন সমান ৮৪ উইকেট। সাবেক অধিনায়ক সালমা ৯৩ ইনিংসে পেয়েছিলেন ৮৪ উইকেট। বর্তমান দলের সহ-অধিনায়ক ৭১ ইনিংসেই ছুঁয়ে ফেললেন তাকে।
সাগরিকায় এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরু পায় বাংলাদেশ। ২ চার ও ১ ছক্কায় ১৩ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন শামিমা সুলতানা। আরেক ওপেনার মুর্শিদা খাতুন একপ্রান্ত ধরে খেলতে থাকেন। তিন নম্বরে নেমে সোবহানা মোস্তারিও করেন ইতিবাচক শুরু। তবে বেশি দূর যেতে পারেননি তিনি। রান আউটে শেষ হয় তার ২ চারে ১১ বলে ১৬ রানের ইনিংসের। মুর্শিদা আউট হন ২৮ বলে ২০ রান করে। অধিনায়ক নিগার সুলতানা বেশিক্ষণ টিকতে পারেননি। পঞ্চম উইকেটে রিতু মনির সঙ্গে স্বর্ণার ৩৮ রানের জুটিতে দলের রান একশ পার হয়। রিতু ২১ বলে করেন ১৯ রান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন দিয়ানা বেগ।
পাকিস্তানের ইনিংসে প্রথম ওভারেই নাটালিয়া পারভেজকে বোল্ড করে দেন মারুফা আক্তার। এরপর বিসমাহ মারুফ এক প্রান্ত আগলে রাখলেও অন্যরা টিকতে পারেননি। ২ চারে ৪৪ বলে ৩০ রান করে ফাহিমা খাতুনের বলে স্টাম্পড হন বিসমাহ। শেষ দিকে ইরাম জাভেদ, উম্মে হানিরা চেষ্টা করলেও পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছু করতে পারেননি।
একই মাঠে আগামীকাল সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি
ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু
দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,
শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে
মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ
বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে
এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে
গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র
মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা
ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ
পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত
যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল