কাউন্টারে ‘নো টিকিট’, সরগরম কালোবাজার বিপিএল ফাইনালের টিকিট
০২ মার্চ ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০২ মার্চ ২০২৪, ১২:০২ এএম
বেলা ১২টা। ‘বিপিএল ফাইনালের টিকেট ইনডোর স্টেডিয়ামে পাওয়া যাবে’- লেখা সম্বলিত সাইন বোর্ড ঝুলছে মিরপুর শেবেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট সম্বলিত টিকেট কাউন্টারে। তবে বাস্তবতা দেখিয়ে দিলেন বহুল আরাধ্য কুমিল্লা-বরিশাল শিরোপা লড়াই দেখতে আসা তিন কলেজ পড়–য়া বন্ধু। কাউন্টারে গিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও পেলেন না কাক্সিক্ষত টিকিট! সেখানে লেখা ‘টিকিট নেই’। গলায় সাংবাদিকের পরিচয়পত্র ঝুলতে দেখে সেদিকে ইঙ্গিত করে বললেন, ‘দেখলেন ভাই, কাউন্টারে সাইনবোর্ড ঝোলানো যে টিকেট নেই, কিন্তু বাইরে ঠিকই পাওয়া যাচ্ছে।’ তাদের কথার সত্যতা মিলল গলার অ্যাক্রেডিটেশন কার্ডটি খুলে কিছুক্ষণ আশপাশে ঘুরঘুর করতেই। কাউন্টারের আশপাশে হাঁটতে দেখে এক ব্যক্তি এই প্রতিবেদকের কাছে ৩০০ টাকা মূল্যের ইস্টার্ন গ্যালারির টিকেট বিক্রি করতে চাইলেন ১ হাজার ২শ টাকায়! সন্ধ্যায় ফাইনাল শুরুর আগ পর্যন্ত স্টেডিয়াম এলাকার সার্বিক চিত্র ছিল এমনই। কেউ অনেক প্রতীক্ষার পর পেয়েছেন টিকেট, কেউ সোনার হরিণ টিকেটের জন্য ঘুরেছেন হন্যে হয়ে। কালোবাজারির অভিযোগ প্রায় সবার মুখে মুখে। তাতে ফাইনাল দেখা অনিশ্চিত হয়ে পড়ে অনেকেরই।
মিরপুরের পূরবী থেকে পরিবার নিয়ে খেলার দেখার আশায় স্টেডিয়ামে আসা সাইফুল ইসলাম ক্ষোভ ঝারলেন টিকেট নিয়ে বিড়ম্বনায়, ‘সেই ছাত্রজীবন থেকে শুরু করে কমপক্ষে একশ ম্যাচ দেখেছি এই মাঠে বসে। টিকেট নিয়ে সমস্যা আগেও অনেকবার দেখেছি। কিন্তু প্রতিবারই ব্যবস্থা করতে পেরেছি। এবার কোথাও টিকেট পাচ্ছি না। মনে হচ্ছে বাসায় টিভিতেই খেলা দেখতে হবে।’ সাইফুলের মতো টিকেটপ্রত্যাশী মানুষের ভিড় দেখা যায় স্টেডিয়ামের বিভিন্ন গেটে। সকাল থেকেই দেখা যায় দর্শক সমাগম। তাদের অনেকের টিকেট থাকলেও, টিকেটপ্রত্যাশী দর্শকই যেন বেশি ছিল এলাকাজুড়ে। গভীর রাত থেকে লাইনে দাঁড়িয়েও টিকেট না পাওয়ার ঘটনা ঘটেছে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে। সে কথাই বলছিলেন মিরপুর ৬ এলাকার বাসিন্দা আলিম হোসেন, ‘রাত ৩টায় এসে লাইনে দাঁড়িয়েছিলাম আমি। দুপুর ১২টা পর্যন্ত লাইনে ছিলাম। তবু টিকেট পেলাম না। কয়েকবার মারামারি লেগে গিয়েছিল লাইনে। ভয়ে ভয়েই ছিলাম। শেষ পর্যন্ত আর ধৈর্যে কুলায়নি। তাই বাসায় চলে গিয়েছিলাম। এখন দেখছি অন্য কোনো ব্যবস্থা হয় কিনা।’
আলিমের মতো টিকেটপ্রত্যাশীদের জন্য এই ‘অন্য ব্যবস্থা’ মূলত কালোবাজারিদের কাছ থেকে কেনা। ইনডোর কিংবা শের-ই বাংলার বিভিন্ন গেটের সামনে কালোবাজারিদের দৌরাত্ম্য দেখা গেছে প্রকাশ্যেই। ৩শ টাকার টিকেট ১২শ, ৮শ টাকার টিকেট ৩ হাজার টাকায়ও বেচা-কেনা হয়েছে দেদার। কালোবাজারির মজার এক ঘটনাও দেখা যায় ইনডোর স্টেডিয়ামের সামনে। এক ব্যক্তি ক্লাব হাউজের ৮শ টাকা টিকেট বিক্রি করছিলেন ২ হাজার টাকায়। কেউ একজন তাকে বলেন, শেরেবাংলায় তো ৮শ টাকার টিকেট ৩ হাজার টাকায়ও পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে ইনডোর স্টেডিয়ামের সামনের ওই ব্যক্তিও বাড়িয়ে দেন তার কাছে থাকা টিকেটের মূল্য। টিকেটের উৎস সম্পর্কে জানতে চাইলে আমতা-আমতা করতে থাকেন ওই ব্যক্তি। একবার বলেন, কাউন্টার থেকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে পেয়েছেন টিকেট। পরে আবার বলেন, টিকেট কীভাবে পেয়েছেন সেই তথ্য ‘দেওয়া যাবে না’। কালোবাজারিদের নিজেদের মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে স্টেডিয়ামের এক নম্বর গেটের কাছে। টিকেট ভাগাভাগি নিয়ে শুরুতে কথা কাটাকাটি, পরে হাতাহাতি শুরু করেন দুজন। পরে পুলিশ এসে তাদের উত্তম-মধ্যম দিয়ে স্টেডিয়াম এলাকা থেকে বিদায় করেন।
শুধু কালোবাজারি নয়, অনলাইনে পেমেন্ট করে টিকেট নিশ্চিত করার পরও কাউন্টার থেকে সেটি সংগ্রহ করতে না পারার অভিযোগও মিলেছে কয়েকজনের কাছ থেকে। দুপুরের পর ইনডোর স্টেডিয়ামের বুথে অনলাইনে কাটা টিকেট দেওয়া হয়েছে কিছু। কিন্তু ভিড় ঠেলে নিজের টিকেট সংগ্রহ করতে না পেরে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সায়েম হোসেনকে। তার মতোই আরেকজন, আব্দুল্লাহ আল মুয়িদ শোনালেন তার হতাশার অভিজ্ঞতা, ‘অনেক শখ করে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট করেছিলাম অনলাইনে। সার্ভিস চার্জ দিলাম। গতকালকে (গতপরশু) অফিস বাদ দিয়ে সকালে কাউন্টারে এসে দেখি মারামারি চলছে। অফিস শেষ করে আবার এসেছি ৬টায়, এবার দেখি কাউন্টারে কেউ নেই। পুরো টাকাটাই লস। অনলাইনে টিকেট কেটেও তো শান্তি নেই।’ অনলাইনে টিকেট কেটে সেটি সংগ্রহ করতে না পারার অভিযোগ ছিল প্রথম কোয়ালিফায়ার ম্যাচেও। ফাইনালেও যেন বদলায়নি সেই চিত্র। অনলাইনে টিকেট করেও যদি সেই টিকেট কাউন্টার থেকে সংগ্রহ করার ঝামেলা পোহাতেই হয়, তাহলে এই অনলাইনে করে লাভ কি, এই প্রশ্ন তুললেন অনেকেই। এই অব্যবস্থাপনার অভিযোগের বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে কয়েকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা