ফিলিপস আর রবীন্দ্রে নিউল্যিান্ডের লড়াই
০২ মার্চ ২০২৪, ০২:৫৮ পিএম | আপডেট: ০২ মার্চ ২০২৪, ০২:৫৮ পিএম
গ্লেন ফিলিপসের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে দ্রুতই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। তবু ততক্ষণে সামনে দাড়িয়ে গেছে কঠিন লক্ষ্য। সেই লক্ষ্যে অল্পতেই টপঅর্ডারদের হারিয়ে বিপাকে পড়া নিউজিল্যান্ডের হয়ে লড়ছেন রাচিন রবীন্দ্র।
ওয়েলিংটন টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১১১ রান তুলেছে নিউজিল্যান্ড। জিততে হলে স্বাগতিকদের এখনও দরকার ২৫৮ রান, আর অস্ট্রেলিয়ার দরকার ৭ উইকেট।
অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে ৫৬ রান নিয়ে ব্যাট করছেন রবীন্দ্র। ড্যারিল মিচেল ব্যাট করছেন ৬৩ বলে ১২ রান নিয়ে।
মেঘলা আবহাওয়ায় ২ উইকেটে ১৩ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া ফিলিপসের বোলিং তোপে ১৬৪ রানে গুটিয়ে যায়। ৩৭ রানে শেষ ৬ উইকেট হারায় সফরকারীরা।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪৫ রানে ৫ উইকেট নেন ফিলিপস। ক্যারিয়ারে এটি প্রথম ৫ উইকেট তার।
টেস্ট ক্রিকেটে তো বটেই, ৫৪ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৫ উইকেটের স্বাদ পেলেন তিনি প্রথমবার। অবিশ্বাস্য হলেও সত্যি, দেশের মাঠে নিউজিল্যান্ডের কোনো স্পিনার সবশেষ ৫ উইকেট নিতে পেরেছিলেন সেই ২০০৮ সালের ডিসেম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১০ রানে ৫ উইকেট নিয়েছিলেন জিতান প্যাটেল।
আগেন দিন নাইটওয়াচ ম্যান হিসেবে ব্যাটে নামা নাথান লায়ন ৬ রান নিয়ে দিন করেন। ইনিংসে সর্বোচ্চ ৪১ রান এসেছে তার ব্যাট থেকে। ৫ রান নিয়ে দিন শুরু করা উসমান খাজা আউট হন ২৮ রান করে।
প্রথম ইনিংসে অপরাজিত ১৭৪ রান করা ক্যামেরণ গ্রিন এবার আউট হন ৩৪ রান করে। ট্রাভিস হেডের ব্যাট থেকে আসে ২৯ রান।
ম্যাট হেনরি ৩৬ রানে ৩টি ও টিম সাউদি ৪৬ রানে ২টি শিকার ধরেন।
কঠিন রক্ষ্যে ১৫ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। টম লাথামকে কট বিহাইন্ড করেন লায়ন। প্রথম ইনিংসের মতো এবারও ব্যর্থ কেন উইলিয়ামসন (৯)। লায়নের বলে লেগ স্লিপে ক্যাচ দেন আগের সাত টেস্টেই সেঞ্চুরি করা এই অভিজ্ঞ ব্যাটার।
দলীয় ৫৯ রানে উইল ইয়াংকে স্লিপে স্টিভেন স্মিথের এক হাতে দুর্দান্ত ক্যাচ বানিয়ে ফেরান হেড। এরপর দিনের বাকি সময় কাটিয়ে দেন বরীন্দ্র এ মিচেল।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৮৩
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১৭৯
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৮ (আগের দিন ১৩/২) ৫১.১ ওভারে ১৬৪ (স্মিথ ০, খাজা ২৮, লাবুশেন ২, লায়ন ৪১, গ্রিন ৩৪, হেড ২৯, মার্শ ০, কেয়ারি ৩, স্টার্ক ১২, কামিন্স ৮, হেইজেলউড ১*; সাউদি ১১.১-২-৪৬-২, হেনরি ১২.১-১-৩৬-৩, কুগেলাইন ৩-০-১৮-০, ও’রোক ৭.৫-৪-১১-০, ফিলিপস ১৬-৪-৪৫-৫, রবিন্দ্র ১-০-২-০)।
নিউজিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৩৬৯) ৪১ ওভারে ১১১/৩ (ল্যাথাম ৮, ইয়াং ১৫, উইলিয়ামসন ৯, রবিন্দ্র ৫৬*, মিচেল ১২*; স্টার্ক ৬-২-২২-০, হেইজেলউড ৭-২-১৭-০, লায়ন ১৬-৭-২৭-২, ৮-১-২৫-০, হেড ৪-১-১০-১)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা