৮ ছক্কায় তৌফিকের ঝড়ো শতক
১৫ এপ্রিল ২০২৪, ০৪:০৩ পিএম | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪, ০৪:০৩ পিএম
দারুণ নিয়ন্ত্রিত বোলিং উপহার দিলেন মাশরাফি বিন মুর্তজা। সাথে শুভাগত হোমের ঘূর্ণীতে স্রেফ দেড়শ রানে আটকে গেল গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। মামুলি লক্ষ্য তাড়ায় ঝড় তুললেন তৌফিক খান। তার ঝড়ো শতকে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল লেজেন্ডস অব রুপগঞ্জ।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ৫৭তম ম্যাচে সোমবার গাজীকে ১০ উইকেটে উড়িয়ে দেয় রুপগঞ্জ। সাভারের তিন নম্বর মাঠে ৪৪.২ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায় গাজী। জবাবে তৌফিকদের ছক্কা-বৃষ্টিতে স্রেফ ১৯.২ ওভারে লক্ষ্য পূরণ করে রুপগঞ্জ।
৬৬ বলে ১২টি চার ও ৮ ছক্কায় ১১৪ রানে অপরাজিত থাকেন তৌফিক। সেই তুলনায় সাদমান ইসলাম ছিলেন দর্শকের ভূমিকায়। তিনি ৫১ বলে ৩ চারে করেন অপরাজিত ৩৫ রান।
টস হেরে বাটিংয়ে নামা গাজীর শুরুটা ছিল দারুণ। সাড়ে ৫ ওভারে তারা তুলে ফেলে বিনা উইকেটে ৪১ রান। এরপর দৃশ্যপটে আসের শুভাগত। এরপর আর কোনো জুটি গড়ে ওঠেনি। একশর আগে ৬ উইকেট হারিয়ে ফেলে গাজী টায়ার্স।
গাজী টায়ার্সের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার ইফতেখার হোসেন। শেষ দিকের ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংসে কোনোমতে দেড়শ রানে পৌঁছায় তারা।
শুভাগত ধরেন ১০ ওভারে ৩০ রানে ৪টি শিকার। ৮ ওভারে স্রেফ ১৮ রানের খরচায় ২ উইকেট নেন অভিজ্ঞ মাশরাফি।
লক্ষ্য তাড়ায় শুরুতে অতটা উত্তাল ছিল না তৌফিকের ব্যাট। ৩৭ বলে পঞ্চাশ ছোঁয়ার পর আরও ধারাল হয় তার ব্যাট। ত্রয়োদশ ওভারে ইফতেখার সাজ্জাদের অফ স্পিনে দুই চারের সঙ্গে দুটি ছক্কা মারেন তিনি। শামিম মিয়ার পরপর দুই ওভারে মারেন একটি করে চার-ছক্কা। স্রেফ ৬১ বলে তিনি পৌঁছে যান স্বীকৃত ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিতে।
এবারের লিগের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে স্রেফ ৪২ বলে ৬৬ রান করেছিলেন তৌফিক। ষষ্ঠ রাউন্ডে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তিনি খেলেন ৬৬ বলে ৮৩ রানের ইনিংস। এবার ৬৬ বলে ১১৪ রানের ইনিংসে তিনি জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
১০ ম্যাচে রুপগঞ্জের এটি ষষ্ঠ জয়। ১২ পয়েন্ট নিয়ে তারা আছে ১২ দলের তালিকায় ছয়ে। সমান ম্যাচে অষ্টম হারের স্বাদ পাওয়া গাজী আছে অবনমন অঞ্চলে। ৪ পয়েন্ট নিয়ে তারা আছে দশ নম্বরে।
সংক্ষিপ্ত স্কোর:
গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি: ৪৪.২ ওভারে ১৫০ (ইফতেখার হোসেন ৩০, মহব্বত ২৬, আশিকুর ৯, আশিক ৯, আশরাফুল ১৩, তাহজিবুল ১, শামিম ১২, ইফতেখার সাজ্জাদ ২০, আরিদুল ১৩, লিওন ১১, মারুফ ১*; আল আমিন ৩-০-২৭-০, হালিম ৬.২-০-২৬-২, শুভাগত ১০-০-৩০-৪, শহিদুল ১০-৩-২১-১, শামিম ৭-০-২৭-১, মাশরাফি ৮-০-১৮-২)
লেজেন্ডস অব রূপগঞ্জ: ১৯.২ ওভারে ১৫২/০ (তৌফিক ১১৪*, সাদমান ৩৫*; লিওন ৪-০-২৭-০, মারুফ ৪-০-২০-০, আরিদুল ৩.২-০-৩৪-০, শামিম ৫-০-৩৩-০, ইফতেখার সাজ্জাদ ২-০-২৩-০, ইফতেখার হোসেন ১-০-১৫-০)
ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ১০ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: তৌফিক খান
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি