পাঁচ বছরের চুক্তিতে সিটিতে ক্রোয়েশিয়ার জোস্কো গার্দিওল
০৫ আগস্ট ২০২৩, ০৫:২২ পিএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৩, ০৫:২২ পিএম
গত মৌসুমে নিজেদের ক্লাব ইতিহাসের সবচেয়ে সেরা সময়ে পার করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় প্রিমিয়ার লিগ ক্লাব হিসেবে করেছে 'ট্রেবল' জয়ের রেকর্ড। তবে উৎসব শেষে আগামী মৌসুমে জন্য প্রস্তুতি নিচ্ছে জোরেশোরে।
আরো শক্তিশালী ভাবে নতুন মৌসুম শুরু করার জন্য কিনছে খেলোয়াড়। রক্ষণ দুর্গ মজবুত করার জন্য তারা ক্রোয়েশিয়ান ডিফেন্ডার জোস্কো গার্দিওলকে দলে ভিড়িয়েছে।পাঁচ বছরের জন্য ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন এই লাইপিজেগ তারকা।
তাকে কিনতে সিটির গুনতে হয়েছে ৭৭ মিলিয়ন ইউরো(৯০ মিলিয়ন ডলার)। ফলে এই ক্রোয়েট তারকা ক্লাবটির ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ডিফেন্ডার হতে চলেছেন।এর আগে ২০১৯ সালে ৮০ মিলিয়ন ইউরোতে ইংল্যান্ড ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারেকে দলে ভিড়িয়েছিল সিটি।
এক বিবৃতিতে আজ ম্যানচেস্টার সিটি জানায়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আরবি লাইপজিগ থেকে পাঁচ বছরের জন্য জেস্কো গার্দিওলের সঙ্গে চুক্তি করা হয়েছে।
এই মৌসুমে তিনি দ্বিতীয় ক্রোয়েট খেলোয়াড় হিসেবে সিটিতে যোগ দিলেন।এর আগে তারই জাতীয় দলের সতীর্থ মাতেও কোভাচিচকে দলে ভিড়িয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
যুক্তির পরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে এই ক্রোয়েট ডিফেন্ডার বলেন, আমি সবসময়ই ইংলিশ লীগে খেলার স্বপ্ন দেখে এসেছি। সিটি গত মৌসুমে অসাধারণ সব অর্জন করেছে।তাদের হয়ে খেলার সুযোগ পাওয়াটা আমার জন্য বড় সম্মানের।
কোভাচিচের মতো গার্দিওলেরও প্রফেশনাল ক্যারিয়ার শুরু হয় দিনামো জাগরেব থেকে। ২০২১ সারে ক্লাবটি থেকে তিনি যোগ দেন আরবি লাইপজিগে। অল্প সময়েই জার্মান ক্লাবটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। রক্ষণভাগে ক্লাবটির আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পাওয়া গার্দিওল সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত দলটির হয়ে ৮৭ ম্যাচ খেলে পাঁচ গোল করার পাশাপাশি অবদান রাখেন তিনটিতে।
ক্রোয়েশিয়া জাতীয় দলেও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন গার্দিওল। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলে দুই গোল করেছেন তিনি। ক্রোয়াটদের ২০২২ সালের কাতার বিশ্বকাপে তৃতীয় হওয়া এবং গত নেশন্স লিগে রানার্সআপ হওয়ার পথে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অপকর্মের হোতা পুলিশ কর্তারা এখনও বহাল
দুই সচিবের চুক্তিতে নিয়োগ পাওয়ার সম্ভবনা
হঠাৎ বেপরোয়া ছিনতাইকারী চক্র
ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান রাশিয়ার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ইসরাইলি হামলায় গাজায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত
প্রথম সরকারি সফরে সউদী যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
আড়ানী পৌরসভায় ৫০০ জন হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ
হালুয়াঘাটে ধরাছোঁয়ার বাইরে পাচার চক্রের ভারতীয় র'য়ের এজেন্ট সেই শুকান্ত দত্ত
সচিবালয়ে অগ্নিকাণ্ড বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে
ইয়েমেনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সের অপরাধের নেপথ্য কাহিনি
আটঘরিয়ায় স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য দূরীকরনের জন্য স্মারকলিপি প্রদান
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বাতেন, সম্পাদক সাইফুল
ষড়যন্ত্র এখনো থেমে নেই : আমিনুল হক
রাজধানীতে ব্যানার-ফেস্টুন অপসারণ করছে বিএনপি
খুলনা-চট্টগ্রাম ম্যাচে ‘টাইমড আউট’ নাটক
মেহেরপুরে প্রবীণ সাংবাদিক রশিদ হাসান খান আলোর জানাজা শেষে দাফন সম্পন্ন
সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই সৈয়দপুরে -বেবী নাজনীন
কিশোরগঞ্জের কৃষকরা শীতকালীন সবজি চাষ ও পরিচর্চায় ব্যস্ত
দুর্বৃত্তদের ধারালো অস্ত্রাঘাতে ছাত্রদল নেতা গুরুতর জখম