চলে গেলেন কিংবদন্তি ববি চার্লটন
২৩ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
১৯৬৬ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ের নায়কদের একজন তিনি। প্রিমিয়ার লিগের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সেরা তারকাদের মধ্যে অন্যতম। সেই কিংবদন্তি ফুটবলার স্যার ববি চার্লটন মারা গেছেন। গতপরশু রাতে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ইংলিশ তারকার অন্য ভুবনে পাড়ি জমানোর খবরটি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে চার্লটনের বয়স হয়েছিল ৮৬ বছর। বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে স্থানীয় সময় শনিবার সকালে স্যার ববি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। যারা তার যতœ নেওয়ায় অবদান রেখেছেন এবং তাকে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।’
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতেন চার্লটন। জাতীয় দল থেকে অবসর নেওয়ার সময় ১০৬ ম্যাচে তার গোল ছিল তৎকালীন রেকর্ড ৪৯টি। ১৯৭০ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই কীর্তি ধরে রেখেছিলেন তিনি। ১৯৫৬ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ম্যান ইউনাইটেডের প্রতিনিধিত্ব করেন চার্লটন। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৫৮ ম্যাচে ২৪৯ গোল করেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডের দলটির হয়ে ১৯৬৮ সালে ইউরোপিয়ান কাপের (বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন লিগ) শিরোপা জেতার স্বাদও নেন।
প্রায় ২৪ বছরের পেশাদার ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে তিনটি লিগ শিরোপা, এফএ কাপ এবং ইউরোপিয়ান কাপ (বর্তমানে চ্যাম্পিয়ন্সি লিগ) জেতা এই কিংবদন্তির মৃত্যুতে শোকে মূহ্যমান ফুটবল বিশ্ব। কারো চোখে তিনি ‘সর্বকালের সেরা’, কারো কাছে তিনি লাখো মানুষের ‘নায়ক।’ না ফেরার দেশে পাড়ি জমানো কিংবদন্তি ববি চার্লটনকে নিয়ে এভাবেই অনেকে মেলে ধরলেন স্মৃতির ঝাঁপি।
ইউনাইটেডের আঙিনা ওল্ড ট্র্যাফোর্ডে ১৭টি বছর কাটানো চার্লটন আরেক ইংলিশ গ্রেট গ্যারি লিনেকারের কাছে নায়ক, ‘আমার কাছে তিনি ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড়। জীবনে যাদের খেলা আপনি দেখেছেন, আপনি কেবল তাদেরই মূল্যায়ন করতে পারবেন এবং আমি সৌভাগ্যবান ছোট বেলায় তার খেলা আমি দেখেছি। তিনি ছিলেন আমার নায়কদের একজন। অনেক মানুষের নায়ক। তিনি ছিলেন অপূর্ব। বিশ্বের যে প্রান্তেই আপনি যান না কেন, যদি তারা ইংরেজি ভাষা বলতে নাও পারে, তারা দুটি শব্দ জানত-ববি চার্লটন।’
ইউনাইটেডের সাবেক দুই তারকা ডেভিড বেকহ্যাম ও ওয়েইন রুনি শ্রদ্ধাভরে স্মরণ করেছেন চার্লটনকে। নাইটহুড পাওয়া চার্লটনের প্রতি আজীবন কৃতজ্ঞতার কথা বললেন বেকহ্যাম, ‘স্যার ববির কারণেই ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সুযোগ পেয়েছিলাম আমি। আমার সবকিছুর জন্যই স্যার ববির কাছে ঋণী আমি।’ মিডলসবোরোর বিপক্ষে ম্যাচ চলাকালীন দুঃসংবাদটি পান রুনি। ইউনাইটেডের এই রেকর্ড গোলদাতা বিশ্বাসই করতে পারছিলেন না, তাদের মাঝে চার্লটন আর নেই, ‘আমি এখনও শোকাহত। ১৯৬৬ বিশ্বকাপ জেতা, ১৯৬৮-এর ইউরোপিয়ান কাপ জেতা এবং এরপর মিউনিখ ট্র্যাজেডির পর যে পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে-দুর্দান্ত একটা জীবন কাটিয়েছেন তিনি। তিনি একজন গ্রেট; ফুটবলের সত্যিকারের কিংবদন্তি।’
ইউনাইটেডের সাবেক গোলরক্ষক অ্যালেক্স স্টেপনি সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘ফুটবলের জন্য বড় ক্ষতি। দারুণ একজন খেলোয়াড় এবং মানুষ। অনেক দারুণ সময় ভাগাভাগি করেছি। সৃষ্টিকর্তা সহায় হউন।’ ইউনাইটেডের শোক বার্তায় উঠে এসেছে চার্লটনের প্রতি তাদের ভালোবাসা, শ্রদ্ধা, ‘সেরাদের এবং ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া খেলোয়াড়দের একজন। কেবল ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা যুক্তরাজ্যের নয়, সারা বিশ্বের যে প্রান্তেই ফুটবল খেলা হয়, লাখো মানুষের নায়ক স্যার ববি।’
শোক জানিয়ে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা বার্তায়, ‘একজন বড় মাপের কিংবদন্তি। ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে তার পরিবার, ম্যানচেস্টার ইউনাইটেড এবং সবার জন্য সমবেদনা। তার মতো মানুষদের কারণেই আমরা এই প্রিমিয়ার লিগ পেয়েছি।’ ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা জিওফ হার্স্ট সতীর্থ হারানোর বেদনায় কাতর, ‘আজ... খুবই দুঃখের খবর। আমরা তাকে কখনই ভুলব না, ফুটবলও তাকে কখনই ভুলবে না। দারুণ একজন সতীর্থ এবং বন্ধু। কেবল ক্রীড়াঙ্গণে নয়, সব দেশের মানুষ তাকে মিস করবে।’
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রিন্স উইলিয়ামও কৃতজ্ঞতাভরে স্মরণ করেছেন চার্লটনকে। এই কিংবদন্তির স্মৃতিচারণে তিনি কেবল প্রশংসাসূচক উপমাই ব্যবহার করেছেন, ‘স্যার ববি চার্লটন, প্রথম বিভাগ চ্যাম্পিয়ন, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, বিশ্বচ্যাম্পিয়ন, ভদ্রলোক, কিংবদন্তি, একজন সত্যিকারের গ্রেট, যাকে সারা জীবন মানুষ স্মরণ করবে। ধন্যবাদ স্যার ববি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা