ফাইনালে রিয়াল, এবারও পিএসজি
০৩ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম

ঘরের মাঠে ঘাম ঝরানো ম্যাচে ফাইনালের টিকেট নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদ। মঙ্গরবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা দেল রে’র সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের সাথে ৪-৪ গোলে ড্র করেছে কার্লো আনচেলত্তির দল। ফলে প্রথম লেগে ১-০ গোলে জয় পাওয়া রিয়াল মাদ্রিদ দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে পৌঁছে গেলো। ১২০ মিনিটের রোমাঞ্চে ঠাসা লড়াই শেষে কোপা দেল রে’র ফাইনালের মঞ্চে জায়গা করে নিল কার্লো আনচেলত্তির দল। রিয়াল মাদ্রিদের চার গোলদাতা হলেন এন্ড্রিক, জুড বেলিংহ্যাম, অউরিলেন চুয়ামেনি ও অ্যান্টোনিও রুডিগার। ডেভিড আলাবার আতœঘাতি গোল ছাড়া সোসিয়েদাদের হয়ে মিকেল ইয়ারসাবাল দুটি এবং অ্যান্ডার বারেনি করেন এক গোল। পুরো মাচে বল দখলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ আক্রমণেও আধিপত্য করে। গোলের জন্য ২৬টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে তারা। ভিনিসিয়াস-এন্ড্রিকরা অসংখ্য সুযোগ না হারালে স্কোরলাইন আরও বড় হতে পারত। গোলের জন্য শট নেওয়ার হিসেবে সোসিয়েদাদ অনেকটাই পিছিয়ে, তাদের ১১ শটের পাঁচটি লক্ষ্যে ছিল এবং এর চারটিই জালে জড়ায়। তবে হার না মানসিকতায় মাঠে চমৎকার ফুটবল উপহার দিয়েছে দলটি। আর্দা গিলেরের কর্নারে হেডে ঠিকানা খুঁজে নেন অ্যান্টোনিও রুডিগার। রিয়াল সমর্থকদের আনন্দে ভাসিয়ে ফাইনালের টিকেট নিয়েই মাঠ ছাড়ে এমবাপ্পে-ভিনিসিয়াসরা।
এদিকে, ফরাসি কাপের ফাইনালে উঠেছে পিএসজি। মঙ্গলবার রাতে সেমিফাইনালে দ্বিতীয় স্তরের দল ডানকার্ককে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বারেরমত ফাইনাল নিশ্চিত করলো ফরাসি জায়ান্টরা। প্রতিপক্ষের মাঠে প্রথম আধা ঘন্টার মধ্যে দুই গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পিএসজি। গোল করে ও করিয়ে দলের জয়ে অবদান রাখেন উসমান দেম্বেলে। পিএসজির হয়ে দুটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন দেম্বেলে। তাদের অন্য দুই গোলদাতা মারকুইনহোস ও মাহো দুয়ি। সপ্তম মিনিটে ভিনসেন্ট সাসোর গোলে এগিয়ে যায় ডানকার্ক। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাইদ আল সাদ। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে দেম্বেলের গোলে পিএসজির ঘুরে দাঁড়ানোর শুরু। ৪৮ মিনিটে তার ক্রসে হেডে দলকে সমতায় ফেরান মারকুইনহোস। ৬২ মিনিটে তরুণ ফরাসি স্ট্রাইকার দুয়ির গোলে লিড পায় শিরোপাধারীরা। আর যোগ করা সময়ে তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন তার স্বদেশি দেম্বেলে। এই মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের গোল হলো ৩২টি। প্রতিযোগিতাটির সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন পিএসজির সামনে রেকর্ডটা আরও সমৃদ্ধ করার হাতছানি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

হাজীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

যুদ্ধবিধ্বস্ত সুদানের করুণ চিত্র তুলে ধরলেন বাসিন্দারা

শর্ত পূরণে জুনে মিলতে পারে আইএমএফ এর ঋণের দুই কিস্তি

গ্রামীণ ব্যাংক থেকে কমানো হয়েছে সরকারের মালিকানা: পরিবেশ উপদেষ্টা

দেশে তামাক ব্যবহারে প।রতি বছর ১ লক্ষ ৬১ হাজার মানুষ মৃত্যুবরণ করে

আলোচনা ফলপ্রসূ, বার্তা দিলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব

বন্যহাতির অত্যাচারে অতিষ্ঠ পাহাড়িবাসী

মাদক সেবনের ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে যখম

চীনের সব পণ্যের উপর ২৪৫ শতাংশ শুল্ক আরোপের খবর ‘বিভ্রান্তিকর’: হোয়াইট হাউস

টঙ্গীবাড়ীত বজ্রপাতে ১ কিশোর নিহত, আহত ৩

খুলনায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার

চীনের বিরল মৃত্তিকা রপ্তানি বিধি-নিষেধ কেন যুক্তরাষ্ট্রের জন্য ধাক্কা?

তালতলীতে সড়ক নির্মাণে অনিয়ম,প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্টা, যুবক আটক

বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মিত চীনে, জুনেই উদ্বোধন

ভারতে মুসলমানদের উপর নির্যাতনে জমিয়াতুল মোদার্রেছীনের নিন্দা ও জাতিসংঘের হস্তক্ষেপ কামনা

হঠাৎ করেই কি একটি এয়ারলাইন্স বন্ধ হয়ে যায়?

ভারতের ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল চেয়ে আইনি নোটিশ

কেউ যখন সংস্কারের কথা ভাবেনি তখন শহীদ জিয়া ১৯ দফা কর্মসূচি দিয়েছেন: নজরুল ইসলাম খান

রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ: পাশের হার মাত্র ২০.৪৩%, দেখুন আপনার ফল