এবার ভাগ্যের জোরে বার্সার জয়
ভাগ্যের জোরে ম্যাচ জিতে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচ অপরাজেয় থাকলো বার্সেলোনা। শনিবার রাতে লা লিগায় লেগানেসকে ১-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। প্রতিপক্ষের মাঠে ম্যাচ জুড়ে বল দখলে আধিপত্য করলেও ফিনিশিংয়ে কার্যকর হতে পারেনি না বার্সেলোনা। বেশ কয়েকবার কাতালান দলটির রক্ষণে ভীতি ছড়ানো লেগানেস দ্বিতীয়ার্ধের শুরুতে হয়ে গেল আত্মঘাতী।কষ্টের জয়ে লা লিগার টেবিলে সাত পয়েন্টে এগিয়ে গেল হান্সি...